দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গতকালই বর্ষা প্রবেশ করেছে, তাই বলে এখনই উত্তরের মতো দক্ষিণবঙ্গও বৃষ্টিতে ভাসবে, এমন সম্ভাবনা কম৷ শনিবার এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

Rain Update: কবে থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বর্ষার বৃষ্টি? আবহাওয়া দফতরের বড় খবর

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টি নয়। আগামী ২-৩ দিন উত্তরে বৃষ্টি খানিকটা কমবে। আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি চলবে। সোমবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে ভারী হতে পারে বৃষ্টি। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয় বৃষ্টি হলেও হতে পারে। বর্ষা এলেও ভারী বৃষ্টি আগামী ৫-৬ দিনে নেই। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।