Rajasthan Lift Malfunction: অব্যবস্থার চূড়ান্ত! লিফটের গোলমালে রাজস্থানের খনিতে আটকে ১৫ জন, উদ্বেগে কাটছে মুহূর্ত

জয়পুর: রাজস্থানের হিন্দুস্থান কপার লিমিটেডের একটি খনিতে হঠাৎই আটকে পড়ল ১৫ জনের একটি দল৷ কলকাতার খেত্রি কপার কর্পোরেশন লিমিটেডের এই দলটি আটকে পড়ায় হঠাৎই বেড়ে উদ্বেগ৷ রাজস্থানের নিম কা থানা জেলায় এই ভার্টিক্যাল লিফটের মধ্যে মঙ্গলবার এই ১৫ জন আটকে পড়েন৷ ওই জেলার পুলিশের সুপারিন্টেডেন্ট প্রবীন নায়েক বলেছেন, ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল৷ মনে করা হচ্ছে, আটকদের মধ্যে কয়েকজন বেশ আহত হয়েছেন৷

কোলিহান খনিতে আটকে পড়া মানুষরা কয়েকশো মিটার ভিতরে আটকে পড়েছেন৷ তাঁদের উদ্ধারকাজ ইতিমধ্যে শুরু হয়েছে৷ এ ছা়ড়াও আটকদের জন্য খাবারের প্যাকেট, ওষুধ ইত্যাদি পাঠানো হয়েছিল৷ এ ছাড়া, একটি ৮ সদস্যের মেডিক্যাল দল খনির এক্সিট গেটে দিয়ে ভিতরে গিয়েছে, আটকদের সেখানে ফার্স্ট এইড দেওয়া হবে৷

প্রাথমিক তদন্তের পর মনে করা হয়েছে, একটি ভার্টিক্যাল লিফটটি ১৮৭৫ ফুট তলায় পড়ে গিয়েছে বলে খবর৷ একটি ইনস্পেকশনের জন্য এই প্রতিনিধি দল লিফটে করে ভিতরে গিয়েছিলেন৷ কিন্তু তারপরেই তিনি আটকে পড়েন৷ তাঁরা যখন আসতে চেষ্টা করেন, তার পরেই ওই লিফটের খাঁচার মতো অংশটি ভেঙে পড়ে৷ তাতেই ১৪ জন আটকে পড়েন, পুলিশ মারফত এই কথাই জেনে গিয়েছে৷