Bollywood News: একের পর এক ফ্লপ! মা-বাবা সুপারস্টার, নায়িকা হয়ে মেয়ে ডাহা ফেল, এখন তিনি কোথায়

বলিউডে এমন অনেক তারকা-সন্তান রয়েছেন, যাঁদের বাবা-মা বছরের পর বছর পর্দায় রাজত্ব করেছেন। কিন্তু তাঁরা দর্শকদের প্রভাবিত করতে পারেননি। সফল ছবিও দিতে পারেননি। এমনই এক তারকা-সন্তান রিঙ্কি খান্না। যাঁর বাবা-মা সুপারস্টার হলেও কিন্তু তিনি নিজে বিশেষ সাফল্য পাননি। এখন বলিউড থেকে অনেকটা দূরে তিনি।
বলিউডে এমন অনেক তারকা-সন্তান রয়েছেন, যাঁদের বাবা-মা বছরের পর বছর পর্দায় রাজত্ব করেছেন। কিন্তু তাঁরা দর্শকদের প্রভাবিত করতে পারেননি। সফল ছবিও দিতে পারেননি। এমনই এক তারকা-সন্তান রিঙ্কি খান্না। যাঁর বাবা-মা সুপারস্টার হলেও কিন্তু তিনি নিজে বিশেষ সাফল্য পাননি। এখন বলিউড থেকে অনেকটা দূরে তিনি।
‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী রিঙ্কিকে মনে আছে নিশ্চয়ই? রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার ছোট মেয়ে রিঙ্কি। বলিউডে একাধিক ছবি করলেও দর্শক-মনে ছাপ ফেলতে পারেননি।
‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী রিঙ্কিকে মনে আছে নিশ্চয়ই? রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার ছোট মেয়ে রিঙ্কি। বলিউডে একাধিক ছবি করলেও দর্শক-মনে ছাপ ফেলতে পারেননি।
১৯৯৯ সালে রাজ কৌশলের ছবি ‘প্যায়ার মে কাভি কাভি’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় রিঙ্কির। কিন্তু ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি, তবে এর গানগুলো অনেকের পছন্দ হয়। যার কারণে রিঙ্কিও লাইমলাইটে আসেন।
১৯৯৯ সালে রাজ কৌশলের ছবি ‘প্যায়ার মে কাভি কাভি’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় রিঙ্কির। কিন্তু ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি, তবে এর গানগুলো অনেকের পছন্দ হয়। যার কারণে রিঙ্কিও লাইমলাইটে আসেন।
এর পর ‘দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’ ছবিতে গোবিন্দের সঙ্গে জুটি বাঁধেন রাজেশ-কন্যা। কিন্তু সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। গোবিন্দের সঙ্গে তাঁর জুটিও ছাপ ফেলতে পারেনি দর্শক-মনে। তাঁদের রসায়ন দর্শকের কৃত্রিম বলে মনে হয়।
এর পর ‘দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’ ছবিতে গোবিন্দের সঙ্গে জুটি বাঁধেন রাজেশ-কন্যা। কিন্তু সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। গোবিন্দের সঙ্গে তাঁর জুটিও ছাপ ফেলতে পারেনি দর্শক-মনে। তাঁদের রসায়ন দর্শকের কৃত্রিম বলে মনে হয়।
রিঙ্কি এরপর আরও চারটি ছবিতে অভিনয় করেন। ‘ইয়ে হ্যায় জলওয়া’, ‘প্রাণ যায় পার শান না যায়’, ‘ঝংকার বিটস’ এবং ‘চামেলি’। তবে চারটিই ফ্লপ। এর পরে তিনি একটি তামিল ছবিও করেছিলেন। কিন্তু সেটিও সফল হয়নি।
রিঙ্কি এরপর আরও চারটি ছবিতে অভিনয় করেন। ‘ইয়ে হ্যায় জলওয়া’, ‘প্রাণ যায় পার শান না যায়’, ‘ঝংকার বিটস’ এবং ‘চামেলি’। তবে চারটিই ফ্লপ। এর পরে তিনি একটি তামিল ছবিও করেছিলেন। কিন্তু সেটিও সফল হয়নি।

 

টানা ফ্লপ ছবি দেওয়ার পর বলিউড থেকে অবসর নেন রিঙ্কি। কোটিপতি ব্যবসায়ী সমীর শরণকে বিয়ে করে আমেরিকায় চলে যান। আপাতত সংসার নিয়ে ব্যস্ত। পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে আসেন অভিনেত্রী।
টানা ফ্লপ ছবি দেওয়ার পর বলিউড থেকে অবসর নেন রিঙ্কি। কোটিপতি ব্যবসায়ী সমীর শরণকে বিয়ে করে আমেরিকায় চলে যান। আপাতত সংসার নিয়ে ব্যস্ত। পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে আসেন অভিনেত্রী।