বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই 'এই' ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন...

Rakhi Purnima 2024: বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করে, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
রাখি বন্ধনকে ভাই-বোনের উৎসব বলে মনে করা হয়। কিন্তু রাখি বন্ধন কি শুধুই ভাই-বোনের উৎসব? স্ত্রী কি তাঁর স্বামীকে রাখি বাঁধতে পারেন? আজ রাখি বন্ধনের দিন সবটা জেনে নিন৷
রাখি বন্ধনকে ভাই-বোনের উৎসব বলে মনে করা হয়। কিন্তু রাখি বন্ধন কি শুধুই ভাই-বোনের উৎসব? স্ত্রী কি তাঁর স্বামীকে রাখি বাঁধতে পারেন? আজ রাখি বন্ধনের দিন সবটা জেনে নিন৷
আপনি জানলে অবাক হবেন, রাখি বন্ধন উৎসব প্রথম ভাই-বোনের উৎসব ছিল না, বরং রাখির যখন প্রচলন হয়, তখন সেটি স্বামী-স্ত্রীর মধ্যেই পালন করা হতো৷ তবে শাস্ত্র মতে, যে কেউই যে কোনও কাউকে রাখি বাঁধতে পারেন৷
আপনি জানলে অবাক হবেন, রাখি বন্ধন উৎসব প্রথম ভাই-বোনের উৎসব ছিল না, বরং রাখির যখন প্রচলন হয়, তখন সেটি স্বামী-স্ত্রীর মধ্যেই পালন করা হতো৷ তবে শাস্ত্র মতে, যে কেউই যে কোনও কাউকে রাখি বাঁধতে পারেন৷
যদিও পুরাণের কাহিনী বিশ্বাস করা হয় তাহলে দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী রক্ষাসূত্র বাঁধা শুরু করেছিলেন। অর্থাৎ সর্বপ্রথম ইন্দ্রাণী শচী তাঁর স্বামীকে রাখি বেঁধেছিলেন যখন তার স্বামী দেবরাজ ইন্দ্রকে বৃত্রাসুর সঙ্গে যুদ্ধ করতে যেতে হয়েছিল।
যদিও পুরাণের কাহিনী বিশ্বাস করা হয় তাহলে দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী রক্ষাসূত্র বাঁধা শুরু করেছিলেন। অর্থাৎ সর্বপ্রথম ইন্দ্রাণী শচী তাঁর স্বামীকে রাখি বেঁধেছিলেন যখন তার স্বামী দেবরাজ ইন্দ্রকে বৃত্রাসুর সঙ্গে যুদ্ধ করতে যেতে হয়েছিল।
রাখি বন্ধন উৎসব শুধু ভাইবোনের উৎসব নয়, বরং গুরু-শিষ্যরাও একে অপরকে রাখি বাঁধতে পারেন৷ তেমনই রাখি বন্ধন হল একটি সূত্র যা উভয়ের জন্য পারস্পরিক সুরক্ষার প্রতিশ্রুতি দেয়।
রাখি বন্ধন উৎসব শুধু ভাইবোনের উৎসব নয়, বরং গুরু-শিষ্যরাও একে অপরকে রাখি বাঁধতে পারেন৷ তেমনই রাখি বন্ধন হল একটি সূত্র যা উভয়ের জন্য পারস্পরিক সুরক্ষার প্রতিশ্রুতি দেয়।
এবার রাখিতে ৩ টি শুভ যোগ গঠিত হচ্ছে৷ সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
এবার রাখিতে ৩ টি শুভ যোগ গঠিত হচ্ছে৷ সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
এবার রাখিতে ৩ টি শুভ যোগ গঠিত হচ্ছে৷ সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
এবার রাখিতে ৩ টি শুভ যোগ গঠিত হচ্ছে৷ সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।