Rakhi Purnima Special Rituals: টাকা গুনে শেষ হবে না, রাখী পূর্ণিমায় ৩টে বিশেষ নিয়ম, জীবন বদলে দেবে, হবে সব ইচ্ছেপূরণ

রাখী পূর্ণিমার দিন রাখী পরানোর উদ্দেশ্যে যে রাখী আনা হয়, তা যেন অবশ্যই কিছু ক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তার পর ভাইয়ের হাতে বাঁধা হয়।
রাখী পূর্ণিমার দিন রাখী পরানোর উদ্দেশ্যে যে রাখী আনা হয়, তা যেন অবশ্যই কিছু ক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তার পর ভাইয়ের হাতে বাঁধা হয়।
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখী পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখী পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখী পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখী পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, হিন্দু ধর্মে রাখী পূর্ণিমার গুরুত্ব অত্যন্ত বিশেষ। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তার সুখ ও সমৃদ্ধি কামনা করে। বিনিময়ে, ভাইরা তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, রাখী পূর্ণিমার গুরুত্ব অত্যন্ত বিশেষ। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তার সুখ ও সমৃদ্ধি কামনা করে। বিনিময়ে, ভাইরা তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
রাখী পড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে। এই শুভ ক্ষণে রাখী পড়ানোর সময় এই মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে।
রাখী পড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে। এই শুভ ক্ষণে রাখী পড়ানোর সময় এই মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে।
মন্ত্র– যেন বন্ধো বলীরাজা দানবেন্দ্রো মহাবলঃ। তেন ত্বাং প্রতিবন্ধামি রক্ষো মা চল মা চল।। রাখী পড়ানোর সময় রাখীর মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখতে হবে।
মন্ত্র– যেন বন্ধো বলীরাজা দানবেন্দ্রো মহাবলঃ। তেন ত্বাং প্রতিবন্ধামি রক্ষো মা চল মা চল।। রাখী পড়ানোর সময় রাখীর মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখতে হবে।
এই উৎসবে কোনও ভাবেই কালো কোনও জিনিস উপহার দিতে নেই। রাখী পড়ানোর সময় কোনও রকম নোনতা খাবার দিতে নেই। যতটা সম্ভব মিষ্টি খাবার দিতে হবে।
এই উৎসবে কোনও ভাবেই কালো কোনও জিনিস উপহার দিতে নেই। রাখী পরানোর সময় কোনও রকম নোনতা খাবার দিতে নেই। যতটা সম্ভব মিষ্টি খাবার দিতে হবে।