`পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন একটা সার্কাস’! বরখাস্ত হয়ে পিসিবিকে ধুয়ে দিলেন রামিজ রাজা

#ইসলামাবাদ: বিস্তর বদল হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। মন থেকে সেটা মেনে নিতে পারছেন না সদ্য প্রাক্তন হয়ে যাওয়া চেয়ারম্যান রামিজ রাজা। নাজাম শেঠি দায়িত্ব নিয়েই পুরো বোর্ডের কাঠামো বদলে ফেলতে শুরু করেছেন। বদলে গেছে নির্বাচক কমিটি। এমন হুটহাট পরিবর্তনের প্রক্রিয়াকে ‘তামাশা’ হিসেবে উল্লেখ করেছেন রমিজ রাজা।

ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। এটা ক্রিকেটারদের খেলা এবং তাদের কাজের জায়গা। কিছু লোক বাইরে থেকে এসেছে, তাদের একজনকে (নাজাম) জায়গা করে দিতে পুরো গঠনতন্ত্র পরিবর্তন করতে হয়েছিল। পৃথিবীর কোথাও এমন দেখিনি। সে (নাজাম) রাত সোয়া ২টার দিকে টুইট করল যে, রামিজ দায়িত্ব হারিয়েছে।

আমি পাকিস্তানের হয়ে খেলেছি ভেবে কষ্ট লাগে। নতুন বোর্ড প্রধান এমন ভাব দেখাচ্ছে যেন সে রক্ষাকর্তা হয়ে এসেছে, খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তারা মিকি আর্থারকে ফিরিয়ে আনছে। সাকলাইন মুশতাকের মেয়াদ এমনিতেই জানুয়ারিতে শেষ হয়ে যেত। সাকলাইন পঞ্চাশের (৪৯) বেশি টেস্ট খেলেছে, সে একজন কিংবদন্তি।

প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে আচরণের এটা কোনও ধরন হতে পারে না। নিজের সময়কালে তিনি পাকিস্তান ক্রিকেটকে তুলে ধরার যথেষ্ট চেষ্টা করেছেন এবং কিছুটা সফল হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা রামিজ। তবে প্রাক্তন তারকা এবং পাকিস্তানি হিসেবে দলের ভাল সবসময় চাইবেন তিনি, কিন্তু সেটা বোঝার মানসিকতা এই বোর্ড প্রধানের নেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজা।