Tag Archives: PCB

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে খেলবে না পাকিস্তান? ডেডলাইন পেরিয়ে গেলেও দল ঘোষণা করেনি পিসিবি, কারণটা কী

টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার জন্য আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে ছিল শেষ তারিখ। ইতিমধ্যেই ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরও একাধিক দেশ তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও টি-২০ বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করেনি। যা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন, তৈরি হয়েছে কৌতুহলও।

কিন্তু কেন এখনও টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল না পিসিবি? এর পিছনে কী কারণ রয়েছে? এই সব প্রশ্ন ও জল্পনার মধ্যেই পিসিবির সূত্র মারফত জানা গিয়েছে পাকিস্তানের দল ঘোষণা না করার আসল কারণ। জানা গিয়েছে, পাকিস্তান দলের একাধিক তারকা ক্রিকেটারের চোট সমস্যা রয়েছে ও পারফরম্যান্স গ্রাফ একাধিক ক্রিকেটারের আশানুরুপ নয়।

এছাড়া পিসিবি সূত্রে খবর, টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। এই দুটি সিরিজের উপর নজর রাখবেন পাক নির্বাচকরা। তালিকায় রয়েছে মহম্মদ রিজওয়ান, আজম খান, ইরফান খান নিয়াজি, হ্যারিস রউফের মত তারকারা। তারকা ক্রিকেটারদের চোট সারিয়ে ওঠা থেকে ফর্মে ফেরা সবকিছু দেখে নিয়েই দল গঠন করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার পরও বাদ পড়বে এই ক্রিকেটাররা? মহাচমক দেবে টিম ইন্ডিয়া! জানুন বিস্তারিত

এই দুই সিরিজের পরই ২৩ অথবা ২৪ মে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করা হবে বলে মনে হচ্ছে। এই বিষয়ে আইসিসিকেও পিসিবির তরফ থেকে জানানো হয়েছে বলে খবর। এমনিতও ২৫ মে-র মধ্যে ঘোষিত দলে যে কোনও পরিবর্তন করতে পারবে সবকটি দেশ। ফলে ২৫ মে-র আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের স্কোয়াড ঘোষণা করবে।

`পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন একটা সার্কাস’! বরখাস্ত হয়ে পিসিবিকে ধুয়ে দিলেন রামিজ রাজা

#ইসলামাবাদ: বিস্তর বদল হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। মন থেকে সেটা মেনে নিতে পারছেন না সদ্য প্রাক্তন হয়ে যাওয়া চেয়ারম্যান রামিজ রাজা। নাজাম শেঠি দায়িত্ব নিয়েই পুরো বোর্ডের কাঠামো বদলে ফেলতে শুরু করেছেন। বদলে গেছে নির্বাচক কমিটি। এমন হুটহাট পরিবর্তনের প্রক্রিয়াকে ‘তামাশা’ হিসেবে উল্লেখ করেছেন রমিজ রাজা।

ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। এটা ক্রিকেটারদের খেলা এবং তাদের কাজের জায়গা। কিছু লোক বাইরে থেকে এসেছে, তাদের একজনকে (নাজাম) জায়গা করে দিতে পুরো গঠনতন্ত্র পরিবর্তন করতে হয়েছিল। পৃথিবীর কোথাও এমন দেখিনি। সে (নাজাম) রাত সোয়া ২টার দিকে টুইট করল যে, রামিজ দায়িত্ব হারিয়েছে।

আমি পাকিস্তানের হয়ে খেলেছি ভেবে কষ্ট লাগে। নতুন বোর্ড প্রধান এমন ভাব দেখাচ্ছে যেন সে রক্ষাকর্তা হয়ে এসেছে, খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তারা মিকি আর্থারকে ফিরিয়ে আনছে। সাকলাইন মুশতাকের মেয়াদ এমনিতেই জানুয়ারিতে শেষ হয়ে যেত। সাকলাইন পঞ্চাশের (৪৯) বেশি টেস্ট খেলেছে, সে একজন কিংবদন্তি।

প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে আচরণের এটা কোনও ধরন হতে পারে না। নিজের সময়কালে তিনি পাকিস্তান ক্রিকেটকে তুলে ধরার যথেষ্ট চেষ্টা করেছেন এবং কিছুটা সফল হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা রামিজ। তবে প্রাক্তন তারকা এবং পাকিস্তানি হিসেবে দলের ভাল সবসময় চাইবেন তিনি, কিন্তু সেটা বোঝার মানসিকতা এই বোর্ড প্রধানের নেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এখন শাহিদ আফ্রিদি, দায়িত্ব পেয়ে খুশি ‘বুম বুম ‘

#করাচি: পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে এলেন শাহিদ আফ্রিদি। বলা ভাল প্রাক্তন অধিনায়ককে বিশেষ একটা কাজ দিল পিসিবি। রামিজ রাজার জায়গায় দায়িত্বে ফেরার পরদিন থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘পুনর্গঠনে’ হাত দিয়েছেন নাজাম শেঠি। সরিয়ে দিয়েছিলেন প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিমকে। আজ অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদিকে।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সফরের জন্য দল নির্বাচনের কাজ করবেন তিনি। তিন সদস্যের নির্বাচক প্যানেলে আফ্রিদির সঙ্গে থাকছেন দুই প্রাক্তন ক্রিকেটার আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার আনজুম। মাঠে সাহসী ক্রিকেট খেলা আফ্রিদিকে আরও একবার সাহসিকতার পরিচয় দিতেই প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নাজাম শেঠি।

আরও পরুন – Ben Stokes CSK : এটাই শেষ বছর ধোনির! `বিগ বেনের’ হাতেই চেন্নাই অধিনায়কত্ব তুলে দেবেন মাহি

নাজাম শেঠি বলেছেন, আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার, পুরো ক্যারিয়ারে সাহসী ক্রিকেট খেলেছে। তার ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, সব সংস্করণে সফলতার সঙ্গে খেলেছে। সবচেয়ে বড় কথা, সেসব সময় তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সমর্থন করেছে। তাই আমরা সবাই মনে করেছি, আধুনিক ক্রিকেটের চাহিদা পূরণ করতে আফ্রিদির চেয়ে এই দায়িত্ব পালনের ভাল কেউ নেই।

আফ্রিদি নিজে এই দায়িত্ব পেয়ে জানিয়েছেন, পাকিস্তান ডাকলে তিনি সবসময় তৈরি। তার কাছে দেশের সম্মান সবার আগে। পাকিস্তান ক্রিকেট নিয়ে রাজনীতি তিনি পছন্দ করেন না। সারা পৃথিবীর সামনে কিভাবে পাকিস্তান ক্রিকেটকে সেরার আসনে নিয়ে যাওয়া যায় সেটাই তার একমাত্র কর্তব্য হতে চলেছে। ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। আফ্রিদি ছাড়াও এই দায়িত্ব পাওয়ার দৌড়েছিলেন ইনজামাম।

Mohammad Hafeez Retirement: মহম্মদ হাফিজ অবসরের পরেই পিসিবি-র বিরুদ্ধে ফাটালেন বোমা

#করাচি: প্রাক্তন পাকিস্তান (Pakistan) অধিনায়ক মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) সব ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Mohammad Hafeez Retirement) গ্রহণ করলেন৷ অভিজ্ঞ এই ক্রিকেটার ২০০৩ সালে অভিষেক ঘটিয়েছিলেন৷ পাকিস্তানের জার্সিতে তিনি ৫৫ টি টেস্ট, ২১৮ টি একদিনের ম্যাচ, ১১৯ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন৷ তাঁর রয়েছে ১২,৭৮০ রান এবং ২৫৩ উইকেট৷ নিজের সফল ক্রিকেট কেরিয়ারে মোট ৩২ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ সম্মান পেয়েছেন তিনি৷

পাকিস্তানের হয়ে যা চতুর্থ সেরা পারফরম্যান্স৷ তাঁর আগে রয়েছেন শাহিদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আক্রম (৩৯), ইনজামাম উল হক (৩৩)৷

আরও পড়ুন – Job Vacancy: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অধীনে ২৪৯ পদে নিয়োগ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের  (PCB) পক্ষ থেকে জারি করা বিবৃতিতে মহম্মদ হাফিজ (Mohammad Hafeez)  জানিয়েছেন, ‘‘আজ আমি আন্তর্জাতিক ক্রিকেটকে গর্ব এবং তৃপ্তির সঙ্গে বিদায় জানাচ্ছি৷ আমি সেই সব পেয়েছি যা আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম৷ আমি আমার সব সতীর্থ ক্রিকেটারদের, অধিনায়কদের, সাপোর্ট স্টাফদের এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই যাঁরা আমার কেরিয়ারে সাহায্য করেছেন৷’’ মহম্মদ হাফিজের অবসরে (Mohammad Hafeez Retirement) এই বিবৃতি জানিয়েছেন৷

তিনি আরও বলেন, ‘‘আর আমার পরিবার যাঁরা বড় স্বার্থত্যাগ করেছেন এটা নিশ্চিত করতে যে আমি পাকিস্তানের জার্সিতে আমার স্বপ্নপূরণ করছি, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে৷’’

আরও পড়ুন – IND vs SA: দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংস খতম, রাহুল -অশ্বিনের দৌলতে স্কোর ২০২

পাকিস্তানের জার্সিতে ৩২ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করা মহম্মদ হাফিজ আরও বলেছেন, ‘‘আমি দারুণ সৌভাগ্যবান এবং গর্বিত যে আমার কিট নিয়ে আমি ১৮ বছর পাকিস্তান দলের হয়ে খেলেছি৷ আমার দেশ এবং আমার দল আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ আমি কষ্ট করে খেলে সবসময়েই দেশের জন্য পারফর্ম করেছি৷’’

তবে অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় তিনি অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ হাফিজ বলেছেন, তাঁর সবচেয়ে খারাপ লাগে  যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই সব ক্রিকেটারদের সুযোগ দিয়েছে যাঁরা কোন না কোনও সময় ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত৷ যা দেশেকে অসম্মানিত করেছে৷

Dubai cricket chief IND vs PAK : ভবিষ্যতে ভারত পাকিস্তান সিরিজের পক্ষে মুখ খুললেন দুবাই ক্রিকেট প্রধান

#দুবাই: কয়েকদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ম্যাচ খেলে বিরাট কোহলির ভারতকে দশ উইকেটে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। সেই লজ্জাজনক পরাজয় সামলে ওঠার আগেই চলে আসে নিউজিল্যান্ড ম্যাচ। সেই ম্যাচেও হার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। কোটি কোটি জনগণের হৃদয় ভেঙে যায়। কিন্তু এরপর ভারত পাকিস্তান সিরিজ হতে পারে এমন সম্ভাবনা পুরোপুরি না হলেও, হাওয়ায় ভাসছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শোয়েব আখতারের আলোচনা, রামিজ রাজার সঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট এবং সচিব জয় শাহের কথাবার্তা, কিছুটা ইঙ্গিত দিচ্ছিল।

আরও পড়ুন – Surya Kumar Yadav in for KL Rahul : চোট পেয়ে ছিটকে গেলেন কে এল রাহুল, বদলি হিসেবে এলেন সূর্যকুমার যাদব

দ্বিপাক্ষিক না হলেও, ত্রিদেশীয় সিরিজ হতে পারে আলোচনা চলছিল। বিশ্ব ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। দুই দলের খেলায় থাকে বাড়তি উত্তেজনা। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে দুই দেশের ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ প্রায় আট বছর ধরে। যা এখনই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ভারত বা পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে এ দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যায় কি না, সে ব্যাপারে আলোচনা শোনা যায় প্রায়ই।

এবার সেই আলোচনার পালে হাওয়া দিলেন দুবাই ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান আব্দুর রহমান ফালাকনাজ। সফলভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসর আয়োজন করার পর, এবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের স্বাগতিক হতে চান দুবাই ক্রিকেটের চেয়ারম্যান আব্দুর রহমান। পাশাপাশি আইপিএলে আরও বেশি ম্যাচ আয়োজন করতে চান তিনি।

আরব আমিরশাহির স্থানীয় সংবাদমাধ্যমকে আব্দুর রহমান বলেছেন, এখানে ভারত-পাকিস্তান ম্যাচ পেলে দারুণ হবে। অনেক আগে যখন শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হত, মনে হত যেন যুদ্ধ চলছে। তবে এটা ভাল যুদ্ধ, স্পোর্টিং একটি যুদ্ধ। যা অসাধারণ ছিল। তিনি আরও যোগ করেন, আমার মনে আছে, একবার রাজ কাপুর (ভারতের অভিনেতা) তার পরিবার নিয়ে এখানে এসে বলেছিলেন, শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া কী দুর্দান্ত। ক্রিকেট মানুষকে কাছে আনে। ক্রিকেটই আমাদের এক করেছে এবং এভাবেই থাকতে দিন। তো আমরা এটিই করতে চাই।

এসময় অন্তত দু বছরে একবার ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে তিনি বলেন, আমরাও এটি করতে চাই। আমরা যদি ভারতকে বছরে বা দুই বছরে একবার এখানে এসে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি করতে পারি, তা দারুণ হবে। সবশেষ ২০১২-১৩ মরশুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ভারত ও পাকিস্তান। সেবার ভারতের মাটিতে হয়েছিল তিনটি করে ওয়ানডে ও টুর্নামেন্ট।

এরপর থেকে দুই দলের দেখা হয় শুধুমাত্র আইসিসি ইভেন্টে। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন দুই দেশের সিরিজ চালু হবে কিনা সেটা নির্ভর করছে ভারত এবং পাকিস্তানের সরকারের ওপর। সেই সবুজ সঙ্কেত না পেলে পিসিবি বা বিসিসিআই এগোতে পারবে না।

ICC tournaments 2031 : আগামী ১০ বছরের সূচি প্রকাশ আইসিসির, ভারতের পাশাপাশি পাকিস্তানেও বড় টুর্নামেন্ট

#দুবাই: ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ভারতে হবে সেটা আগেই জানা ছিল। করোনা মহামারি বিরাট মাথাচাড়া না দিলে ভারত থেকে টুর্নামেন্ট সরে যাওয়ার অবস্থা নেই। এদিন ২০৩১ সাল পর্যন্ত মেজর টুর্নামেন্টের সূচি ঘোষণা করে দিল আইসিসি। ২০২৪ সালের জুনে টি ২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। ২০২৫ সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ফেরাচ্ছে আইসিসি, আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান, ফেব্রুয়ারিতে হবে এই টুর্নামেন্ট।

আরও পড়ুন – Rohit Sharma and Rahul Dravid PC : নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে প্রথম সাংবাদিক সম্মেলনে কী বললেন রোহিত – দ্রাবিড় জুটি?

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে টি ২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে ৫০ ওভারের বিশ্বকাপ একযোগে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। ২০২৮ সালের অক্টোবরে টি ২০ বিশ্বকাপ আয়োজন যৌথভাবে করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০২৯ সালের অক্টোবর মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে। ২০৩০ সালের জুনে টি ২০ বিশ্বকাপ একযোগে আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

ভারত ও বাংলাদেশ যৌথভাবে ২০৩১ সালের অক্টোবর নভেম্বরে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। ২৯ বছর পরে ফের আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল পাকিস্তান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। এর আগে কখনও একক ভাবে আইসিসি টুর্নামেন্টের আয়োজন করেনি পাকিস্তান। অর্থাৎ ২০২৫ সালে প্রথমবার এককভাবে কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পেল তারা।

এর আগে কখনও টি২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব না পেলেও ১৯৮৭ ও ১৯৯৬ সালে দু’বার এক দিনের বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। যদিও ১৯৮৭ সালে ভারতের সঙ্গে যুগ্মভাবে ও ১৯৯৬ সালে ভারত, শ্রীলঙ্কার সঙ্গে টুর্নামেন্টের আয়োজন করেছিল তারা। এই প্রথম বার একক ভাবে টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পাকিস্তানকে দিল আইসিসি। ২০১৭ সালের পরে ফের ২০২৫ সালে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

ঘটনাচক্রে শেষ বার ইংল্যান্ডে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ আহমেদের পাকিস্তান। তার পর থেকে কোনও আইসিসি টুর্নামেন্ট জেতেনি তারা। বাবর আজম, রিজওয়ানদের দেশে সম্প্রতি নিউজিল্যান্ড গিয়েও ফিরে এসেছে। অস্ট্রেলিয়ার সফর ঘোষণা হয়ে গেলেও কিছু ক্রিকেটার দোটানায় আছেন। সেদিক থেকে দেখতে গেলে আইসিসির পাকিস্তানকে বড় টুর্নামেন্ট দেওয়া ইমরান খান সরকারের মুখে হাসি ফোটাবে।