Ranji Trophy: রিঙ্কুহীণ উত্তরপ্রদেশকে জাস্ট উড়িয়ে দিল বাংলা, এল প্রথম ইনিংস লিড

Ranji Trophy: রনজি ট্রফিতে বাংলার বোলাররা আগুন ঝরালেন আর তাতেই কঁকিয়ে শুয়ে পড়ল রিঙ্কু সিংয়ের রাজ্যের দল৷ উত্তর প্রদেশ দলে অবশ্য রিঙ্কু এবার রনজি ট্রফিতে খেলছেন না৷ কিন্তু উত্তর প্রদেশের হোম গ্রাউন্ডে কানপুরের স্টেডিয়ামে পেস সহায়ক পিচে বাংলার বোলাররা একেবারে পুড়িয়ে দিলেন উত্তরপ্রদেশের ব্যাটিং লাইন আপ৷

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা দল৷  মাত্র ২০.৫ ওভারে ৬০ রান করে প্যাক আপ হয়ে যায় উত্তরপ্রদেশ ৷ বাংলার হয়ে ইশান পোরেল ৭ ওভারে ২ উইকেট তুলে নেয়, সূরজ সিন্ধু জয়সওয়াল ৩ উইকেট পান, ৪ উইকেট নেন মহম্মদ কাইফ৷

রিঙ্কু সিংয়ের হোম টিমের সমর্থ সিং সর্বোচ্চ ১৩ রান করেন৷

এদিকে রান তাড়া করতে নেমে বাংলা দলকে আঘাত করেন ভুবনেশ্বর কুমার৷ এদিন তিনি পাঁচ উইকেটের পাঁচ উইকেটই তুলে নেন৷  এদিন অভিজ্ঞ ভুবির আগুনে স্পেলে ধ্বসে যায় বাংলার টপ ও মিডল অর্ডার৷

 

এতদিন বাদে ভুবনেশ্বর কুমারের এই বোলিং ফের একবার জাতীয় সংবাদমাধ্যমগুলিতে শিরোনাম ছিনিয়ে নেন৷ যদিও ভুবি এরকম আগুনে বোলিং করেও দলকে ফার্স্ট ইনিংস লিড দিতে ব্যর্থ৷ কারণ দিনের শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ৯৫ রান৷

বাংলার হয়ে ৩৭ রানে এখনও ব্যাট হাতে অপরাজিত আছেন৷ প্যাভিলিয়নে ফিরে গেছেন অধিনায়ক মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররা৷