চরম বিষাক্ত বিরলতম দুই মাথার চন্দ্রবোড়া সাপের দেখা মিলল মহারাষ্ট্রে, ভাইরাল ভিডিও

#মুম্বই: চন্দ্রবোরা সাপের ভয়ঙ্কর বিষের তীব্রতা সম্বন্ধে হয়তো অনেকেরই সাম্যক ধারণা নেই । এই সাপ আমাদের দেশে খুবই পাওয়া যায় আর এর বিষও মারাত্মক ।

এমনই বিষধর চন্দ্রবোড়ার দেখা মিলল মহারাষ্ট্রে, তবে এটির মাথা দু’টি । মুম্বইয়ের কাছেই কল্যাণ গান্ধার রোডে এই বিরল সাপটির দেখতে পাওয়া গিয়েছে । সেটিকে উদ্ধার করা হয়েছে ।

সাপটির দু’টি মাথা রয়েছে । দু’টি মাথাই সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি বিরল জিনগত ত্রুটি । ডিম্পল শাহ নামের স্থানীয় এক বাসিন্দা প্রথম সাপটিকে দেখতে পান। তিনি খবর দেওয়ার পর উদ্ধারকারী দলের সদস্যরা এসে চন্দ্রবোড়া সাপের শাবকটিকে উদ্ধার করে।

ভারতীয় বনবিভাগের এক অধিকার্তা সুশান্ত নন্দা সাপটির একটি ভিডিও পোস্ট করেন । মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।