Ratan Tata Demise

Ratan Tata Demise: এনসিপিএ-তে রাখা হয়েছে রতন টাটার দেহ, শ্রদ্ধা জানাচ্ছেন আমজনতা, বিকাল ৪টেয় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

৮৬ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত প্রবীণ শিল্পপতি এবং টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা। আচমকা রক্তচাপ কমে যাওয়ায় সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গভীর পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।

টাটা গ্রুপের এক্স হ্যান্ডেলে রতন টাটার মৃত্যুর খবর জানিয়ে টাটা পরিবারের পক্ষ থেকে লেখা হয়েছে, “আমরা, তাঁর ভাই, বোন এবং পরিবার, তাঁর প্রতি সকলের ভালবাসা এবং শ্রদ্ধার বহিঃপ্রকাশে সান্ত্বনা ও স্বস্তি পাই। যদিও তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর বিনয়, উদারতা এবং জীবনের উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে।“

রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য করা হবে বলে ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। টাটা গ্রুপ জানিয়েছে, রতন টাটার মৃতদেহ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দক্ষিণ মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসের লনে রাখা হবে, যাতে জনসাধারণ শ্রদ্ধা জানাতে পারেন।

একটি বিবৃতিতে বলা হয়েছে, ” আমজনতার কাছে অনুরোধ, দয়া করে ৩ নম্বর গেট দিয়ে এনসিপিএ-এর লনে প্রবেশ করবেন। প্রস্থান করতে হবে ২ নম্বর গেট দিয়ে। প্রাঙ্গনে কোনও পার্কিংয়ের ব্যবস্থা থাকছে না। বিকাল ৪টেয় ওরলির প্রার্থনা হলে ওরলির প্রার্থনা হলের উদ্দেশ্যে শেষ যাত্রা শুরু হবে।”

বর্ষীয়াণ শিল্পপতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি বলেছেন, “দেশ এক আইকনকে হারাল, যিনি কর্পোরেট বৃদ্ধিকে জাতিগঠন এবং উৎকর্ষতাকে নীতির সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে “দূরদর্শী ব্যবসায়ী এবং অসাধারণ মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি” হিসাবে অভিহিত করেছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন মুকেশ আম্বানি, গৌতম আদানি, হর্ষ গোয়েঙ্কা, আনন্দ মহিন্দ্রা সহ বিশিষ্ট শিল্পপতিরা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, “রতন টাটা একজন দূরদর্শী ব্যক্তি। তিনি ব্যবসা এবং মানবসেবায় নিজস্ব ছাপ রেখে গিয়েছেন। তাঁর পরিবার এবং টাটা গোষ্ঠীকে আমার সমবেদনা।“ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রতন টাটাকে “সত্যিকারের জাতীয়তাবাদী” আখ্যা দিয়ে লিখেছেন, “কিংবদন্তী শিল্পপতি এবং সত্যিকারের জাতীয়তাবাদীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।“