Tag Archives: Ratan Tata Demise

Ratan Tata News: ‘ভারতের মহান পুত্র, আকাশের পরামর্শদাতা’, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক দীপাবলি ডিনারে রতন টাটাকে স্মরণ নীতা আম্বানির

নয়াদিল্লি: আইকনিক শিল্পপতি রতন টাটা ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে মারা গিয়েছেন৷ মঙ্গলবার ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক দিওয়ালি ডিনার৷ সেখানেই আম্বানি পরিবারের তরফে স্নেহের সঙ্গে স্মরণ করা হয়েছে প্রয়াত রতন টাটাকে।

নীতা আম্বানি, মুকেশ আম্বানি, পরিবারের অন্যান্য সদস্য, রিলায়েন্সের নেতৃত্ব এবং হাজার হাজার কর্মচারী প্রয়াত শিল্পপতিকে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানেই রতন টাটার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সবাই৷

আরও পড়ুন : ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ! দিল্লি-শিকাগো ফ্লাইট অবতরণ করল কানাডায়

নীতা আম্বানি তাঁর বক্তব্যে ভূয়ষী প্রশংসায় ভরিয়েছেন রতন টাটাকে৷ টাটার প্রয়াত শিল্পপতিকে তিনি “ভারতের মহান পুত্র” বলে বর্ণনা করেছেন। এটাও উল্লেখ করেছেন, কী ভাবে রতন টাটা আকাশ আম্বানিকে নানা সময় বিভিন্নভাবে গাইড করেছেন৷

আরও পড়ুন : ন্যানো কারখানার জন্য কেন সিঙ্গুরকে বেছেছিলেন রতন টাটা? ফাঁস করলেন ঘনিষ্ঠ কর্ত্রী

রতন টাটার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে নীতা আম্বানি জানিয়েছেন,  “চার দিন আগে আমরা ভারতের এক মহান সন্তানকে হারালাম। মিস্টার রতন টাটার মৃত্যু আমাদের সকলরে কাছে একটা বিশাল ধাক্কা৷ এই শোক সহজে যাওয়ার মতো বিষয় নয়৷ তিনি আমার শ্বশুর, মুকেশ এবং আমাদের পরিবারের একজন প্রিয় বন্ধু ছিলেন। তিনি আকাশের মেন্টরও ছিলেন। তিনি একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন, যিনি সর্বদা সমাজের মঙ্গলের জন্য, মানুষকে ভালো রাখার চেষ্টা করে গিয়েছেন৷”

অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যই এদিন রতন টাটার সম্মানে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানান৷

রতন টাটা, ২৮ ডিসেম্বর, ১৯৩৭ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন, রতন টাটা ট্রাস্ট এবং দোরাবজি টাটা ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন৷ ভারতের দুটি বৃহত্তম বেসরকারি-ক্ষেত্র-উন্নীত জনহিতকর ট্রাস্ট। তিনি ১৯৯১ থেকে ২০১২ সালে অবসর নেওয়া পর্যন্ত টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন। তারপর তিনি টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন।

রতন টাটা ২০০৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হন।

তার মৃত্যুর পর, টাটা ট্রাস্ট, একটি আনুষ্ঠানিক বিবৃতিতে, গত সপ্তাহে নোয়েল নেভাল টাটাকে তার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

Ratan Tata: ক্যানসারে আক্রান্ত বন্ধুর জীবন বাঁচিয়েছিলেন রতন টাটা! বুকে প্রয়াত শিল্পপতির মুখ আঁকলেন ব্যক্তি, জানুন কাহিনী

নয়াদিল্লি : রতন টাটা ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে গোটা বিশ্বের শিল্পমহলে শোকের ছায়া৷ ভারতে সবচেয়ে বেশি৷ তারকা শিল্পপতির মৃত্যুর পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে, কিন্তু এখনও রতন টাটাকে ভুলতে পারেননি কেউ৷ এক ব্যক্তি তাঁর প্রতি সম্মান দর্শনের জন্য বুকে তাঁর ছবি ট্যাটু করিয়ে নিলেন৷ যে ছবি ইতমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷

বিশ্বজুড়ে অনেকের হৃদয়েই এখনও বেঁচে আছেন রতন টাটা। তাঁর করে যাওয়া একাধিক প্রকল্প অগুনতি মানুষের জীবন বাঁচিয়েছে৷ এবার তাঁরাই শিল্পপতির প্রতি সম্মান জ্ঞাপন করছেন৷  এক ব্যক্তির বন্ধু দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন৷ বন্ধুকে কার্যত নতুন জীবন দান করেছিল টাটা ট্রাস্ট৷ আর তারপরই থেকেই সেই ব্যক্তি টাটার অন্ধ ভক্ত হয়ে গিয়েছিলেন৷ কতন টাটার মৃত্যুর পর তাঁর মুখে এবার সেই ব্যক্তি বুকে ছাপিয়ে নিলেন৷ ব্যাপারটা ভাইরাল হতেই নেটিজেনরা কমেন্ট করতে শুরু করেন৷ প্রত্যেকেই প্রয়াত শিল্পপতির প্রশংসা করেন, এবং এটাও মেনে নেন, যে তিনি সত্যিই একজন রত্ন ছিলেন৷

আরও পড়ুন : আস্ত নীলগাই গিলে খেয়েছিল অজগর, পিটিয়ে পেট থেকে বের করা হল মরা বাছুর! দেখুন ভিডিও

“ভারত একজন কিংবদন্তীকে হারিয়েছে,” মুম্বই-ভিত্তিক ট্যাটু শিল্পী মহেশ চভান ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করার সময় লিখেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে লোকটি তার বুকের বাম পাশে কালো কালিতে রতন টাটার একটি প্রতিকৃতি আঁকছেন।

কোন কারণে রতন টাটার ছবি বুকে উল্কি করালেন? সেই ব্যক্তি জানিয়েছেন,  “কয়েক বছর আগে, আমার এক বন্ধু ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। আমরা সব কিছু চেষ্টা করেছি, সব বড় হাসপাতাল পরিদর্শন করেছি, কিন্তু চিকিৎসার খরচ অনেক বেশি ছিল। আপনি জানেন এর জন্য কত খরচ হয়৷ অনেক সাহসী ব্যক্তিও এই ধরনের ব্যয়ের মুখোমুখি হলে ভয় পান। এমন পরিস্থিতিতে কেউ আপনাকে সাহায্য করে না৷”

আরও পড়ুন : বরফের চাঁই মাথায় নিয়ে ছুটত! দেশের প্রথম এসি ট্রেন কোনটি জানেন?

তিনি আরও বলেন, “একজন আমাদের টাটা ট্রাস্টের কাছে যেতে বলেছিল। সেখানে খোঁজ নিয়ে জানতে পারি, ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হবে। বন্ধুটিকে ভর্তি করার পর তার চিকিৎসা হয়,  এবং প্রায় দেড় বছর পর সে সুস্থ হয়। প্রতিদিন, তাঁর মতো অসংখ্য মানুষ আছে যাদের টাটা ট্রাস্ট সাহায্য করে। টাটা আমাদের জন্য যা করেছেন, তা কোনওদিন শোধ করতে পারব না৷”

 

View this post on Instagram

 

A post shared by Mahesh Chavan (@themustache_tattoo)

এই ব্যক্তি রতন টাটার কর্মকাণ্ডে অনুপ্রাণিত৷ তিনি চান বিখ্যাত শিল্পপতির মতোই অন্যদের সাহায্য করতে৷ বলছিলেন, “আমি সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করি৷ কিন্তু টাটা যা করেছেন,  তা আমি কখনই করে দেখাতে পারব না। আমি এটাই ঠিক করেছি যে, কখনও যদি আমি খুব গুরুত্বপূর্ণ কেউ হয়ে যাই, তাহলে  টাটা স্যারের মতো হতে চাই৷ যাদের প্রয়োজন তাদের সাহায্য করব। আমি তাকে বাস্তব জীবনে একজন ঈশ্বর বলেই মনে করি৷”

ভিডিওটিতে ৭.৯ মিলিয়নেরও বেশি ভিউ জমা হয়েছে এবং এখনও সেই সংখ্যা বাড়ছে। এই ভাইরাল ভিডিওটিতে লোকেরা কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে? একজন লিখেছেন, “এখন পর্যন্ত সেরা ট্যাটু৷” আর একজন যোগ করেছেন, “টাটা স্যার একজন কিংবদন্তি।” তৃতীয় একজন মন্তব্য করেছেন “কিংবদন্তিদের কখনও মৃত্যু হয় না।” চতুর্থ পোস্ট, “ভারত তার ‘রতন’ হারিয়েছে…।”

Ratan Tata Demise: এনসিপিএ-তে রাখা হয়েছে রতন টাটার দেহ, শ্রদ্ধা জানাচ্ছেন আমজনতা, বিকাল ৪টেয় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

৮৬ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত প্রবীণ শিল্পপতি এবং টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা। আচমকা রক্তচাপ কমে যাওয়ায় সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গভীর পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।

টাটা গ্রুপের এক্স হ্যান্ডেলে রতন টাটার মৃত্যুর খবর জানিয়ে টাটা পরিবারের পক্ষ থেকে লেখা হয়েছে, “আমরা, তাঁর ভাই, বোন এবং পরিবার, তাঁর প্রতি সকলের ভালবাসা এবং শ্রদ্ধার বহিঃপ্রকাশে সান্ত্বনা ও স্বস্তি পাই। যদিও তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর বিনয়, উদারতা এবং জীবনের উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে।“

রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য করা হবে বলে ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। টাটা গ্রুপ জানিয়েছে, রতন টাটার মৃতদেহ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দক্ষিণ মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসের লনে রাখা হবে, যাতে জনসাধারণ শ্রদ্ধা জানাতে পারেন।

একটি বিবৃতিতে বলা হয়েছে, ” আমজনতার কাছে অনুরোধ, দয়া করে ৩ নম্বর গেট দিয়ে এনসিপিএ-এর লনে প্রবেশ করবেন। প্রস্থান করতে হবে ২ নম্বর গেট দিয়ে। প্রাঙ্গনে কোনও পার্কিংয়ের ব্যবস্থা থাকছে না। বিকাল ৪টেয় ওরলির প্রার্থনা হলে ওরলির প্রার্থনা হলের উদ্দেশ্যে শেষ যাত্রা শুরু হবে।”

বর্ষীয়াণ শিল্পপতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি বলেছেন, “দেশ এক আইকনকে হারাল, যিনি কর্পোরেট বৃদ্ধিকে জাতিগঠন এবং উৎকর্ষতাকে নীতির সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে “দূরদর্শী ব্যবসায়ী এবং অসাধারণ মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি” হিসাবে অভিহিত করেছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন মুকেশ আম্বানি, গৌতম আদানি, হর্ষ গোয়েঙ্কা, আনন্দ মহিন্দ্রা সহ বিশিষ্ট শিল্পপতিরা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, “রতন টাটা একজন দূরদর্শী ব্যক্তি। তিনি ব্যবসা এবং মানবসেবায় নিজস্ব ছাপ রেখে গিয়েছেন। তাঁর পরিবার এবং টাটা গোষ্ঠীকে আমার সমবেদনা।“ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রতন টাটাকে “সত্যিকারের জাতীয়তাবাদী” আখ্যা দিয়ে লিখেছেন, “কিংবদন্তী শিল্পপতি এবং সত্যিকারের জাতীয়তাবাদীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।“