মুম্বই: হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন রতন টাটা ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গতকাল, রবিবার রাতে হঠাৎই রক্তচাপ কমে যায় ৮৬ বছরের রতন টাটার। দ্রুত তাঁকে স্থানান্তর করা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে রতন টাটার খবর নিয়েছেন। বর্ষিয়ান রতন টাটার শারীরিক অবস্থার প্রতি মুহুর্তের খোঁজ রাখছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। যদিও রতন টাটা নিজে জানিয়েছেন, তিনি ঠিক আছেন। মেডিক্যাল টেস্ট চলছে তাঁর।
Thank you for thinking of me 🤍 pic.twitter.com/MICi6zVH99
— Ratan N. Tata (@RNTata2000) October 7, 2024
সোমবার সকালে জানা যায়, রতন টাটাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর। তিনি আইসিইউ-তে ভর্তি। এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। এর পর এক বিবৃতি জারি করে রতন টাটা জানান, তিনি বার্ধক্যজনিত কারণে শারীরিক সমস্যার পরীক্ষা করাতে হাসপাতালে এসেছেন। তিনি লিখেন ‘‘আমার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়েছে বলে জানতে পারলাম। উদ্বেগের কোনও কারণ নেই।’’