২০০৯ সালে, রতন টাটা তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন এবং মধ্যবিত্তের কাছে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়িটি অ্যাক্সেসযোগ্য করে তোলেন এই বিশিষ্ট শিল্পপতি। বাজারে আসে টাটা ন্যানো, যার দাম ছিল মাত্র ₹১ লক্ষ টাকা। উদ্ভাবন এবং ক্রয়ক্ষমতার প্রতীক হয়ে ওঠে এই গাড়ি।

Ratan Tata: অসুস্থ রতন টাটা, ভর্তি করা হল হাসপাতালে, এখন কেমন আছেন তিনি ?

মুম্বই: হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন রতন টাটা ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গতকাল, রবিবার রাতে হঠাৎই রক্তচাপ কমে যায় ৮৬ বছরের রতন টাটার। দ্রুত তাঁকে স্থানান্তর করা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে রতন টাটার খবর নিয়েছেন। বর্ষিয়ান রতন টাটার শারীরিক অবস্থার প্রতি মুহুর্তের খোঁজ রাখছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। যদিও রতন টাটা নিজে জানিয়েছেন, তিনি ঠিক আছেন। মেডিক্যাল টেস্ট চলছে তাঁর।

আরও পড়ুন- রাশিফল ৭ অক্টোবর – ১৩ অক্টোবর: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সোমবার সকালে জানা যায়, রতন টাটাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর। তিনি আইসিইউ-তে ভর্তি। এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। এর পর এক বিবৃতি জারি করে রতন টাটা জানান, তিনি বার্ধক্যজনিত কারণে শারীরিক সমস্যার পরীক্ষা করাতে হাসপাতালে এসেছেন। তিনি লিখেন ‘‘আমার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়েছে বলে জানতে পারলাম। উদ্বেগের কোনও কারণ নেই।’’