বুধবার গভীর রাতে প্রয়াত শিল্পপতি রতন টাটা। গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে এসেছিলেন রতন টাটা।

Ratan Tata: বলিউডে একটিমাত্র সিনেমা করেছিলেন রতন টাটা, ছিলেন অমিতাভ! বলতে পারবেন কোন সিনেমা? খুবই চেনা কিন্তু

বুধবার গভীর রাতে প্রয়াত শিল্পপতি রতন টাটা। গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে এসেছিলেন রতন টাটা।
বুধবার গভীর রাতে প্রয়াত শিল্পপতি রতন টাটা। গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে এসেছিলেন রতন টাটা।
শারীরিক অবস্থা বেশ গুরুতর হওয়ায় বুধবার তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়। শেষ পর্যন্ত আশা জুগিয়েও আর ফেরা হল না। ৮৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় শিল্পজগতের উজ্জ্বলতম নক্ষত্র রতন টাটা।
শারীরিক অবস্থা বেশ গুরুতর হওয়ায় বুধবার তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়। শেষ পর্যন্ত আশা জুগিয়েও আর ফেরা হল না। ৮৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় শিল্পজগতের উজ্জ্বলতম নক্ষত্র রতন টাটা।
রতন টাটা শুধুমাত্র শিল্পপতিই ছিলেন না, পা রেখেছিলেন বলিউডেও। একটি মাত্র ছবিই প্রযোজনা করেছিলেন রতন টাটা।
রতন টাটা শুধুমাত্র শিল্পপতিই ছিলেন না, পা রেখেছিলেন বলিউডেও। একটি মাত্র ছবিই প্রযোজনা করেছিলেন রতন টাটা।
রতন টাটা প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন। তার একদিন আগেই চিরবিদায় নিয়েছেন রতন টাটা।
রতন টাটা প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন। তার একদিন আগেই চিরবিদায় নিয়েছেন রতন টাটা।
প্রবাদপ্রতীম এই শিল্পপতির প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়াও। যতীন কুমারের সঙ্গে মিলে 'অ্যাতবার' প্রযোজনা করেছিলেন শিল্পপতি টাটা।
প্রবাদপ্রতীম এই শিল্পপতির প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়াও। যতীন কুমারের সঙ্গে মিলে ‘অ্যাতবার’ প্রযোজনা করেছিলেন শিল্পপতি টাটা।
ছবিটির চিত্রনাট্য ছিল বিখ্যাত হলিউড সিনেমা 'ফিয়ার' থেকে অনুপ্রাণিত। পরিবার ও সম্পর্কের ওঠাপড়া নিয়ে ছবির গল্প। অভিনয় করেছিলেন জন আব্রাহাম ও বিপাশা বসুও।
ছবিটির চিত্রনাট্য ছিল বিখ্যাত হলিউড সিনেমা ‘ফিয়ার’ থেকে অনুপ্রাণিত। পরিবার ও সম্পর্কের ওঠাপড়া নিয়ে ছবির গল্প। অভিনয় করেছিলেন জন আব্রাহাম ও বিপাশা বসুও।
টানটান গল্প থাকা সত্ত্বেও মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে 'অ্যাতবার'। এর বাজেট ছিল সাড়ে নয় কোটি টাকা। এর পর অবশ্য আর কখনও কোনও সিনেমা প্রযোজনা করেননি রতন টাটা।
টানটান গল্প থাকা সত্ত্বেও মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘অ্যাতবার’। এর বাজেট ছিল সাড়ে নয় কোটি টাকা। এর পর অবশ্য আর কখনও কোনও সিনেমা প্রযোজনা করেননি রতন টাটা।