রেশন দোকানে ছুটতে হবে না! বড় সিদ্ধান্ত নিল খাদ্য দফতর, বাড়িতে বসেই এখন করা যাবে এই কাজ

Ration Card: রেশন দোকানে ছুটতে হবে না! বড় সিদ্ধান্ত নিল খাদ্য দফতর, বাড়িতে বসেই এখন করা যাবে এই কাজ

কলকাতা: বড় সিদ্ধান্ত নিল রাজ্যের খাদ্য দফতর। মূলত রেশন অফিসে গিয়ে যাতে হয়রানির শিকার না হতে হয়, তার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্যের খাদ্য দফতর। রেশন কার্ডে থাকা ঠিকানা বা দোকান বদল করতে চাইলে, কিংবা রেশন কার্ডে থাকা মোবাইল নম্বর বদল করতে চাইলে আর রেশন অফিসে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। সেই মুশকিল আসান করল রাজ্যের খাদ্য দফতর।

সরাসরি বাড়িতে বসে সেই সুবিধা পাওয়া যাবে। জেলাশাসকদের নির্দেশ দিয়ে রাজ্যের খাদ্য দফতর জানিয়েছে এই ব্যবস্থাকে যত সম্ভব প্রচার করতে। যাতে সাধারণ মানুষ গোটা বিষয়টি জানতে পারে।

আরও পড়ুন: সেঁকতে গেলেই পুড়ে যায় রুটি? এক টিপসেই হবে কামাল! কালো দাগহীন নরম রুটি দেখেই খেতে চাইবে মন

রাজ্যের খাদ্য দফতর জানিয়েছে আপনার ঠিকানা বা রেশন দোকান বদল করতে চান? বা রেশন কার্ডে থাকা আপনার মোবাইল নম্বর বদলাতে চান? আর আপনাকে রেশন অফিস দৌড়াদৌড়ি করতে হবে না।
দিতে হবে না আবেদন পত্র।

যে কোনও জায়গায় যেকোনও অফিসে বসেই করতে পারবেন। আপনার মোবাইল অর্থাৎ মুঠোফোনই যথেষ্ট। অবশ্যই করে আধার লিঙ্ক মোবাইল হওয়া চাই। আপনি ইচ্ছেমতো আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন ও সংযোজন করে নিতে পারবেন। কারও ওপর নির্ভর করতে হবে না। ডাউনলোড করতে পারবেন আপনা ই-রেশন কার্ড।

আরও পড়ুন: ‘কষ্ট হচ্ছে’! কেমন ছিলেন বনগাঁবাসী সন্দীপ ঘোষ? আরজি করের প্রাক্তন অধ‍্যক্ষকে নিয়ে মুখ খুললেন তাঁর শিক্ষক

খাদ্য দফতরের নিজস্ব পোর্টাল food.wb.gov.in লগইন করুন। এবার সেল্ফ সার্ভিস ফর রেশন কার্ড’-এ ক্লিক করুন। আপনার আধার লিঙ্ক মোবাইলে আসবে ওটিপি। যা আবেদনকারীকে যাচাই করে নেবে সঠিক ব্যক্তি কিনা।

তৎক্ষনাত্‍ হয়ে যাবে আপনার কাজ। খাদ্য দফতর জেলাগুলিতে এ নিয়ে প্রচার চালানোর জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করার পরমার্শ দিয়েছে। ইতিমধ্যেই সেই নির্দেশ জেলাশাসকদের দিয়েছে রাজ্যের খাদ্য দফতর।