মেসেজে এল লিঙ্ক, অ্যাপ ইন্সটল করতেই গায়েব লক্ষাধিক টাকা! নেপথ্যে প্রিন্সিপাল?

Fraud Principal: মেসেজে এল লিঙ্ক, অ্যাপ ইন্সটল করতেই গায়েব লক্ষাধিক টাকা! নেপথ্যে ‘প্রিন্সিপাল’?

কলকাতা: আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার জামতারা গ্যাঙের অন্যতম পান্ডা, বরিও হিমালয়ান একাডেমির প্রিন্সিপাল বাবুজি মারান্ডি বেলজামিন। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকায় হানা দিয়ে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

আরও পড়ুন- সিবিআই দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টা পরও জট খুলল না! দাবি থেকে না সরার সিদ্ধান্ত আন্দোলনরত চিকিৎসকদের

পুলিশ সূত্রে খবর, সল্টলেক কে বি ব্লকের বাসিন্দা মণিশংকর দাস গত বছর ডিসেম্বর মাসের ২৩ তারিখে বিধাননগর দক্ষিণ থানায় এসে অভিযোগ জানান, তাঁর ফোনে একটি মেসেজ আসে ইলেকট্রিক লাইন কেটে দেয়া হবে। সেই মেসেজে দেওয়া ছিল একটি যোগাযোগ মোবাইল নম্বর। প্রতারিত ব্যক্তি যখন সেই মোবাইল নম্বরে ফোন করেন, তাঁকে বলা হয় মোবাইলে একটি অ্যাপ ইন্সটল করার জন্য।

আরও পড়ুন- সাবধান! সোশ্যাল মিডিয়ায় আরজি কর ধর্ষিতার ছবি-তথ্য পোস্ট করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের

সেই মতো অ্যাপ ইন্সটল করার পরই ওই ব্যক্তির bank account থেকে উধাও হয়ে যায় ২.৫০ লক্ষ টাকা! এই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। মোবাইল নাম্বারের সূত্র ধরে গতকাল রাতে ঝাড়খণ্ডের শাহেবগঞ্জে হানা দেয়। ওই এলাকা থেকে গ্রেফতার হয় বাবুজি মারান্ডি বেলজামিন নামে এক ব্যক্তি। পুলিশের তদন্তে উঠে আসে ধৃত ব্যক্তি জামতারা গ্যাং-এর অন্যতম পান্ডা। ধৃত ব্যক্তিকে আজ বিধাননগর মহাকুমা আদালতে তোলা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের বাকিদের খোঁজ চালাবে পুলিশ।