তুখোড় ফর্মে জাডেজা, ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর বিরুদ্ধে একাই ৭ উইকেট তুললেন

#চেন্নাই: রবীন্দ্র জাদেজা কেন চ্যাম্পিয়ন ক্রিকেটার সেটা আবার প্রমাণ করলেন ঘরোয়া ক্রিকেটে। এশিয়া কাপের সময় হোটেলে সতীর্থদের সঙ্গে মজা করতে গিয়ে হাঁটুতে চোট পান রবীন্দ্র জাডেজা। সেই চোট তাঁকে চার মাসের জন্য ছিটকে দিয়েছিল ক্রিকেট থেকে। সুস্থ হওয়ার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কিছু দিন ধরে ব্যাটিং, বোলিং অনুশীলনের পাশাপাশি ফিটনেস বাড়ানোর জন্যও ঘাম ঝড়িয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ়ের দলে রাখা হলেও জাডেজার ফিটনেসের মান নিয়ে সংশয় ছিল বোর্ড কর্তাদের। এতদিন পর মাঠে ফিরে টানা টেস্ট ম্যাচ খেলার ফিটনেস অর্জন করতে পারবেন কিনা সন্দেহ ছিল। কিন্তু জাডেজা বুঝিয়ে দিলেন তিনি কিছুই হারাননি। চেন্নাইয়ে আয়োজিত ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম ইনিংসে তেমন সাফল্য পাননি।

আরও পড়ুন – হানিমুন পিছিয়ে দিলেন কে এল রাহুল, প্রস্তুতি শুরু অস্ট্রেলিয়া সিরিজের জন্য

৪৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। পরে ব্যাট হাতেও মাত্র ১৫ রান করেন সৌরাষ্ট্রের অধিনায়ক। দলকে জেতাতে তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংস প্রায় একার হাতেই শেষ করে দিলেন। ৫৩ রান দিয়ে তুলে নিলেন ৭ উইকেট। তাঁর দাপটে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ১৩৩ রানে। প্রতিপক্ষের মিডল অর্ডারে একাই ধস নামালেন সৌরাষ্ট্রের অধিনায়ক।

বল হাতে সাফল্য পেয়ে উচ্ছ্বসিত জাডেজা। চার মাস পর ২২ গজে ফিরেই চেনা ছন্দে রবীন্দ্র জাডেজা। সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে তুলে নিলেন সাত উইকেট। চোট সারিয়ে মাঠে ফেরা অলরাউন্ডারকে সামলাতে পারলেন না প্রতিপক্ষ ব্যাটাররা। মাঠে ফিরেই এমন সাফল্যে উচ্ছ্বসিত জাডেজা নিজেও।

খুশি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সাত উইকেট নেওয়া বলের ছবি দিয়ে জাডেজা লিখেছেন, ‘‘মরসুমের প্রথম চেরি।’’ তবে জাদেজার চোট নিয়ে নিয়মিত আপডেট রাখছে বোর্ড কর্তারা। ৭ উইকেট নিয়েছেন বলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দলে ঢুকে পড়বেন এমনটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না।