এমন বিজ্ঞাপন দেখার আগেই সতর্ক হয়ে যান, বলছে RBI

RBI: ‘ঋণ লাগবে না!’ এমন বিজ্ঞাপন দেখার আগেই সতর্ক হয়ে যান, বলছে RBI

নিউ দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সোমবার প্রিন্ট মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ঋণ মকুবের অফার সম্পর্কিত বিভ্রান্তিকর বিজ্ঞাপন সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় যে ঋণ মকুবের প্রচারণা চালানো হচ্ছে। বলা হচ্ছে যে এটা বেআইনি। এ ধরনের ঋণ মকুবের প্রচারণা চালিয়ে কিছু সংস্থা গ্রাহকদের বিভ্রান্ত করছে।

RBI একটি বিবৃতিতে জানিয়েছে, ঋণ ছাড় দেওয়ার প্রস্তাব দেয় এমন বিজ্ঞাপনগুলিকে নোট দেওয়া হয়েছে। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সক্রিয়ভাবে এই জাতীয় অনেক প্রচার করছে।
আরবিআই জানিয়েছে, এমন বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ওয়েব ব্যাঙ্কিং সেক্টরের ক্ষতি করছে। ভুয়ো বিজ্ঞাপনদাতারা ভুয়ো ঋণ মকুবের সার্টিফিকেটের জন্য সার্ভিস ফি আদায় করে লুটপাট করছে।

আরও পড়ুন, পুরীর সমুদ্রে সাংঘাতিক কাণ্ড! জলে নামতেই টেনে নিল গোটা মানুষকে, পরের কাণ্ড মারাত্মক

আরও পড়ুন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রেকর্ড ভিড় চিড়িয়াখানায় ! চলতি সপ্তাহ থেকেই পুলিশি নজরদারি বাড়ছে শহরের দর্শনীয় স্থানে

আরবিআই জানিয়েছে, “এই ধরনের প্রতিষ্ঠান ভুলভাবে উপস্থাপন করছে, যে ব্যাঙ্ক সহ আর্থিক প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করার দরকার নেই।”
আরবিআই সতর্ক করেছে যে এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলে সরাসরি আর্থিক ক্ষতি হতে পারে।

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, সাধারণ মানুষকে এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচারণার শিকার না হওয়ার জন্য এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এই ধরনের ঘটনা রিপোর্ট করার জন্য সতর্ক করা হচ্ছে।