IPL 2024 Eliminator RCB vs RR

IPL 2024 eliminator: এলিমিনেটরে নামার আগে চিন্তায় কোহলিরা, বাতিল হল সাংবাদিক বৈঠক এবং নেট প্র্যাকটিস

আহমেদাবাদ: নিরাপত্তাজনিত কারণে বাতিল হল বেঙ্গালুরুর প্র্যাকটিস। বুধবার রাজস্থানের বিরুদ্ধে এলিমিনেটরের আগে চাপে কোহলিরা। মঙ্গলবার আহমেদাবাদের কলেজ গ্রাউন্ডে এলিমিনেটরের আগে প্র্যাকটিস হওয়ার কথা ছিল, কিন্তু কোনও সরকারি ঘোষণা ছাড়াই বাতিল করা হয় নেট প্র্যাকটিস। শুধু তাই নয় বাতিল হয়ে যায় সাংবাদিক বৈঠকও।

গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সাধারণত প্র্যাকটিসের জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামই দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার কেকেআর এবং হায়দরাবাদের ম্যাচ থাকায় মোতেরার স্টেডিয়ামে খেলার সুযোগ পাননি কোহলিরা। তাই প্র্যাক্টিসের জন্য বেঙ্গালুরুর এবং রাজস্থানকে দেওয়া হয় গুজরাত কলেজের মাঠ।

আরও পড়ুন: নারিনের মুকুটে নতুন পালক, প্লে-অফের ম্যাচে ব্যাটে-বলে বিরল নজির গড়লেন কেকেআর তারকা

গুজরাত পুলিশ সোমবার রাতে সন্ত্রাসবাদী সন্দেহে আহমেদাবাদ বিমানবন্দর থেকে চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে অস্ত্র, সন্দেহজনক ভিডিয়ো এবং মেসেজ পাওয়া যায়। এই ঘটনা পরে জানানো হয় রাজস্থান এবং আরসিবি টিম ম্যানেজমেন্টকে। এরপরেই নিজেদের নেট প্র্যাকটিস বাতিল করে আরসিবি। যদিও সরকারি ভাবে প্র্যাকটিস বাতিল করার কোনও কারণ জানায়নি আরসিবি।

আরসিবির টিম হোটেলের বাইরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। শুধু তাই নয় হোটেলে আরসিবির খেলোয়ারদের প্রবেশের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রাজস্থানের খেলোয়ারদের জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, নিরাপত্তার কারণেই রাজস্থান এবং আরসিবি টিম ম্যানেজমেন্ট সাংবাদিক বৈঠক বাতিল করেছে।