Viraana

Real Life Ghost Film: সত্য ঘটনা থেকে বানানো এই ভূতের সিনেমা, সত্যিই পরিচালকের পাশে বসা মহিলার পা-টা উলটো ছিল

বলিউডে ভূতের সিনেমা প্রথম আনে 'রামসে ব্রাদার্স'(শ্যাম রামসে ও তুলসি রামসে)! টিভি-বড় পর্দায় রমরমিয়ে চলত তাদের ভূতের সিরিয়াল, সিনেমা। 'জি হরর শো'-আজ-ও ভোলেনি ভারতীয় দর্শক। 'রামসে ব্রাদার্স'-এর বহু ভূতের সিনেমার মধ্যে একটা ছবি সত্যি ঘটনা থেকে বানানো, কোন ছবি বলুন তো?
বলিউডে ভূতের সিনেমা প্রথম আনে ‘রামসে ব্রাদার্স'(শ্যাম রামসে ও তুলসি রামসে)! টিভি-বড় পর্দায় রমরমিয়ে চলত তাদের ভূতের সিরিয়াল, সিনেমা। ‘জি হরর শো’-আজ-ও ভোলেনি ভারতীয় দর্শক। ‘রামসে ব্রাদার্স’-এর বহু ভূতের সিনেমার মধ্যে একটা ছবি সত্যি ঘটনা থেকে বানানো, কোন ছবি বলুন তো?
সত্যি ঘটনা অবলম্বনেই ১৯৮৮ সালে বানানো হয়েছিল 'ভিরানা'। খোদ রামসে-র নাতনি আলিশা কৃপালানি এই কথা জানান। তাঁর লেখা বই Ghosts in Our Backyard: The Ramsays' Real Life Encounters with the Supernatural-এ এই ঘটনার উল্লেখ রয়েছে।
সত্যি ঘটনা অবলম্বনেই ১৯৮৮ সালে বানানো হয়েছিল ‘ভিরানা’। খোদ রামসে-র নাতনি আলিশা কৃপালানি এই কথা জানান। তাঁর লেখা বই Ghosts in Our Backyard: The Ramsays’ Real Life Encounters with the Supernatural-এ এই ঘটনার উল্লেখ রয়েছে।
ঠিক কী ঘটনা ঘটেছিল? কোন ঘটনা থেকে বানানো হয় 'ভিরানা'? আলিশা লেখেন, ১৯৮৩ সালে মহাবালেশ্বরের পুরানা মন্দির থেকে শ্যুট শেষ করে মুম্বইয়ে বাড়ি ফিরছিলেন শ্যাম রামসে। পথে এক মহিলাকে তিনি লিফট দেন। মহিলা অতীব সুন্দরী, লাস্যময়ী। কিছুটা পথ অতিক্রম করার পর-ই শ্যাম বুঝতে পারেন, তাঁর পাশে বসা মহিলা স্বাভাবিক নন। আচমকা মহিলার পায়ের দিকে তাকাতেই কেঁপে ওঠেন শ্যাম। মহিলার পায়ের পাতা উলটো। মহিলা কবরস্থানের পাশে নেমে যান।
ঠিক কী ঘটনা ঘটেছিল? কোন ঘটনা থেকে বানানো হয় ‘ভিরানা’? আলিশা লেখেন, ১৯৮৩ সালে মহাবালেশ্বরের পুরানা মন্দির থেকে শ্যুট শেষ করে মুম্বইয়ে বাড়ি ফিরছিলেন শ্যাম রামসে। পথে এক মহিলাকে তিনি লিফট দেন। মহিলা অতীব সুন্দরী, লাস্যময়ী। কিছুটা পথ অতিক্রম করার পর-ই শ্যাম বুঝতে পারেন, তাঁর পাশে বসা মহিলা স্বাভাবিক নন। আচমকা মহিলার পায়ের দিকে তাকাতেই কেঁপে ওঠেন শ্যাম। মহিলার পায়ের পাতা উলটো। মহিলা কবরস্থানের পাশে নেমে যান।
এই ঘটনা থেকেই 'ভিরানা' বানান শ্যাম রামসে। ছবিতে দেখা যায়, এক সুন্দরী ডাইনি পুরুষদের নিজের লাস্যের জালে ফাঁসিয়ে খুন করে।
এই ঘটনা থেকেই ‘ভিরানা’ বানান শ্যাম রামসে। ছবিতে দেখা যায়, এক সুন্দরী ডাইনি পুরুষদের নিজের লাস্যের জালে ফাঁসিয়ে খুন করে।
১৯৮৮ সালের ৬ মে মুক্তি পায় 'ভিরানা'। নায়িকা জ্যাসমিন ঢুন্না রাতারাতি স্টার হয়ে যান। ৬০ লাখ টাকায় বানানো ছবি ব্যবসা দেয় দেড় কোটির।
১৯৮৮ সালের ৬ মে মুক্তি পায় ‘ভিরানা’। নায়িকা জ্যাসমিন ঢুন্না রাতারাতি স্টার হয়ে যান। ৬০ লাখ টাকায় বানানো ছবি ব্যবসা দেয় দেড় কোটির।
'রামসে'-দের ভূতেদের মধ্যে অন্যতম 'ভয়ঙ্কর ভূত' হিসাবে ধরা হয় জ্যাসমিনকে। কিন্তু আজব কাণ্ড, এই ছবিটার পর আচমকাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গায়েব হবে যান জ্যাসমিন।
‘রামসে’-দের ভূতেদের মধ্যে অন্যতম ‘ভয়ঙ্কর ভূত’ হিসাবে ধরা হয় জ্যাসমিনকে। কিন্তু আজব কাণ্ড, এই ছবিটার পর আচমকাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গায়েব হবে যান জ্যাসমিন।