প্রায় সকলেই জানেন বাংলায় পেনের অর্থ হল কলম। আর এই কলম আমাদের প্রায় প্রতিদিনই নানা কাজে লাগে। কিছু লিখে রাখার জন্য, নোট করার জন্য হোক বা বাচ্চাদের পড়াশোনায়। পেনের মতোই দরকার হয় পেনসিলের। কিন্তু পেনসিলের বাংলা কী ভাবুন তো দেখি? কিছুই মাথায় আসছে না নিশ্চই।

Do You Know: বলুন তো পেনসিলের ‘বাংলা’ কী…? প্রশ্ন শুনেই হোঁচট খাচ্ছেন অধিকাংশই! ‘সঠিক’ উত্তর শুনলে চমকে যাবেন!

প্রায় সকলেই জানেন বাংলায় পেনের অর্থ হল কলম। আর এই কলম আমাদের প্রায় প্রতিদিনই নানা কাজে লাগে। কিছু লিখে রাখার জন্য, নোট করার জন্য হোক বা বাচ্চাদের পড়াশোনায়। পেনের মতোই দরকার হয় পেনসিলের। কিন্তু পেনসিলের বাংলা কী ভাবুন তো দেখি? কিছুই মাথায় আসছে না নিশ্চই।
প্রায় সকলেই জানেন বাংলায় পেনের অর্থ হল কলম। আর এই কলম আমাদের প্রায় প্রতিদিনই নানা কাজে লাগে। কিছু লিখে রাখার জন্য, নোট করার জন্য হোক বা বাচ্চাদের পড়াশোনায়। পেনের মতোই দরকার হয় পেনসিলের। কিন্তু পেনসিলের বাংলা কী ভাবুন তো দেখি? কিছুই মাথায় আসছে না নিশ্চই।
আমাদের প্রত্যেকেরই ছোট বেলায় হাতে খড়ি হয়ে যাওয়া মানেই স্লেট, পেনসিল ও চক হয়ে ওঠে আমাদের পছন্দের বন্ধু। স্কুলের পড়াশোনা ছাড়াও আঁকা বা মনের মতো কিছু লিখতেও বাচ্চাদের নানা রঙের পেনসিল প্রিয় হয়ে ওঠে।
আমাদের প্রত্যেকেরই ছোট বেলায় হাতে খড়ি হয়ে যাওয়া মানেই স্লেট, পেনসিল ও চক হয়ে ওঠে আমাদের পছন্দের বন্ধু। স্কুলের পড়াশোনা ছাড়াও আঁকা বা মনের মতো কিছু লিখতেও বাচ্চাদের নানা রঙের পেনসিল প্রিয় হয়ে ওঠে।
আর আঁকা বা ড্রইংয়ের কাজের কারণে আমারা অনেকেই পেনের সঙ্গে পেনসিলকে বড় বয়স পর্যন্তই নিজেদের সঙ্গী করে নিই। তবে আপনাদের জানিয়ে রাখি এই পেনসিল শব্দটি কিন্তু একটি ইংরেজি শব্দ। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন পেনসিলের বাংলা কী? ব্যাস, অমনি মাথা চুলকাচ্ছেন নিশ্চই।
আর আঁকা বা ড্রইংয়ের কাজের কারণে আমারা অনেকেই পেনের সঙ্গে পেনসিলকে বড় বয়স পর্যন্তই নিজেদের সঙ্গী করে নিই। তবে আপনাদের জানিয়ে রাখি এই পেনসিল শব্দটি কিন্তু একটি ইংরেজি শব্দ। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন পেনসিলের বাংলা কী? ব্যাস, অমনি মাথা চুলকাচ্ছেন নিশ্চই।
আসলে বাংলায় আমরা এমন অনেক শব্দ ব্যবহার করি যা আসলে ইংরেজি। এই যেমন- কাপ, প্লেট, চেয়ার, টেবিল ইত্যাদি। এমনই একটি শব্দ পেনসিল। এই শব্দগুলোর কোনও প্রতিশব্দ ব্যবহার করা হয় না।
আসলে বাংলায় আমরা এমন অনেক শব্দ ব্যবহার করি যা আসলে ইংরেজি। এই যেমন- কাপ, প্লেট, চেয়ার, টেবিল ইত্যাদি। এমনই একটি শব্দ পেনসিল। এই শব্দগুলোর কোনও প্রতিশব্দ ব্যবহার করা হয় না।
এক কাপ চায়ের বদলে কেউ এক পেয়ালা চা চান না। কেউ বলেন না, কেদারাটায় বসুন। ট্রেন-বাস-ট্যাক্সি শব্দগুলোও কিন্তু ইংরেজি। পেনের বাংলা কলম তা আমাদের সকলেরই জানা। কিন্তু পেনসিলের বাংলা নিশ্চয়ই বলতেও পারেন না কেউ।
এক কাপ চায়ের বদলে কেউ এক পেয়ালা চা চান না। কেউ বলেন না, কেদারাটায় বসুন। ট্রেন-বাস-ট্যাক্সি শব্দগুলোও কিন্তু ইংরেজি। পেনের বাংলা কলম তা আমাদের সকলেরই জানা। কিন্তু পেনসিলের বাংলা নিশ্চয়ই বলতেও পারেন না কেউ।
গাছের কাঠের পাতলা আকৃতির মধ্যে সুক্ষ শীষ ঢুকিয়ে তৈরী করা হয় এই পেনসিল। বেশিরভাগ পেনসিল কোর গ্রাফাইট গুঁড়ো দিয়ে তৈরি করা হয়৷ ১৫০০ সালের আশেপাশে সিসা পাওয়া যায় ও তারপরেই সেটা দিয়ে লেখা শুরু হয়। যদিও পেনসিল আকৃতিতে আসতে কিন্তু অনেক বছর সময় লেগেছে।
গাছের কাঠের পাতলা আকৃতির মধ্যে সুক্ষ শীষ ঢুকিয়ে তৈরী করা হয় এই পেনসিল। বেশিরভাগ পেনসিল কোর গ্রাফাইট গুঁড়ো দিয়ে তৈরি করা হয়৷ ১৫০০ সালের আশেপাশে সিসা পাওয়া যায় ও তারপরেই সেটা দিয়ে লেখা শুরু হয়। যদিও পেনসিল আকৃতিতে আসতে কিন্তু অনেক বছর সময় লেগেছে।
অধিকাংশই এখনও পেনসিলের বাংলা অর্থ বলতে পারেন না। সামাজিক মাধ্যমেও এই প্রশ্ন মাঝেমাঝেই আমাদের সামনে উঠে আসে। এখনও পর্যন্ত কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি অনেকে। চলুন আজ জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে সেই মজার উত্তর। পেনসিল কে বাংলায় কী বলা হবে। পেনসিলের বাংলা শব্দ হলো ‘শিসযুক্ত লেখনী’।
অধিকাংশই এখনও পেনসিলের বাংলা অর্থ বলতে পারেন না। সামাজিক মাধ্যমেও এই প্রশ্ন মাঝেমাঝেই আমাদের সামনে উঠে আসে। এখনও পর্যন্ত কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি অনেকে। চলুন আজ জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে সেই মজার উত্তর। পেনসিল কে বাংলায় কী বলা হবে। পেনসিলের বাংলা শব্দ হলো ‘শিসযুক্ত লেখনী’।
এবার থেকে কেউ জিজ্ঞেস করলে নিশ্চয়ই আপনিও খুব সহজে বলতে পারবেন এর উত্তর। ছোট থেকে সবাই এতবার পেনসিল ব্যবহার করলেও বাংলা অর্থ আর জেনে নেওয়া হয়না । অন্য কাউকে জিজ্ঞেস করে দেখুন তো তিনি পেনসিলের বাংলা জানেন কি না!
এবার থেকে কেউ জিজ্ঞেস করলে নিশ্চয়ই আপনিও খুব সহজে বলতে পারবেন এর উত্তর। ছোট থেকে সবাই এতবার পেনসিল ব্যবহার করলেও বাংলা অর্থ আর জেনে নেওয়া হয়না । অন্য কাউকে জিজ্ঞেস করে দেখুন তো তিনি পেনসিলের বাংলা জানেন কি না!
দাবিত্যাগ: প্রিয় পাঠক, আমাদের এই প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এটি লেখা হয়েছে। এটি নিশ্চিত রূপে গ্রহণ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
দাবিত্যাগ: প্রিয় পাঠক, আমাদের এই প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এটি লেখা হয়েছে। এটি নিশ্চিত রূপে গ্রহণ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।