Bollywood Gossip: বাবার ‘অবৈধ’ সন্তান… ছ’টা প্রেম, পরকীয়া, ‘নায়ক’-এর সঙ্গে অবৈধ সম্পর্কের মায়াজাল… টেকেনি দু’টো বিয়ে, শেষে মহিলা ম্যানেজারের সঙ্গে সম্পর্ক নায়িকার? ধাঁধার থেকেও জটিল জীবন

বলিউডের সেই 'কুখ্যাত অভিনেত্রী', যাঁর নাম ৮০এর দশকের সমস্ত অভিনেত্রীদের মধ্যে শীর্ষে নেওয়া হয় এবং যাঁর অভিনয় ক্ষমতা সারা বিশ্বে প্রশংসিত। হিন্দি সিনেমায় নারীকেন্দ্রিক বাণিজ্যিক ছবি করতে শুরু করেছিলেন তিনিই।  বিখ্যাত তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। তবে চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও সবসময় শিরোনামে থাকেন এই চিরসবুজ হিরোইন।
বলিউডের সেই ‘কুখ্যাত অভিনেত্রী’, যাঁর নাম ৮০এর দশকের সমস্ত অভিনেত্রীদের মধ্যে শীর্ষে নেওয়া হয় এবং যাঁর অভিনয় ক্ষমতা সারা বিশ্বে প্রশংসিত। হিন্দি সিনেমায় নারীকেন্দ্রিক বাণিজ্যিক ছবি করতে শুরু করেছিলেন তিনিই। বিখ্যাত তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। তবে চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও সবসময় শিরোনামে থাকেন এই চিরসবুজ হিরোইন।
রেখার বাবা জেমিনি গণেশন এবং মা পুষ্পভল্লী নিজেই বিতর্কের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর জন্মের সময় বাবা-মা বিবাহিত ছিলেন না। কিন্তু কেন রেখাকে সর্বকালের সবচেয়ে বিতর্কিত অভিনেত্রী হিসাবে বিবেচনা করা হয় জানেন?
রেখার বাবা জেমিনি গণেশন এবং মা পুষ্পভল্লী নিজেই বিতর্কের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর জন্মের সময় বাবা-মা বিবাহিত ছিলেন না। কিন্তু কেন রেখাকে সর্বকালের সবচেয়ে বিতর্কিত অভিনেত্রী হিসাবে বিবেচনা করা হয় জানেন?
রেখার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 'সাবন ভাদো'। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন নবীন নিশ্চল। এটি ছিল নবীনেরও প্রথম ছবি। এই ছবির পর তাঁদের সম্পর্কের গল্প সবার মুখে মুখে ঘুরত। পরে নবীন অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন।
রেখার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘সাবন ভাদো’। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন নবীন নিশ্চল। এটি ছিল নবীনেরও প্রথম ছবি। এই ছবির পর তাঁদের সম্পর্কের গল্প সবার মুখে মুখে ঘুরত। পরে নবীন অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন।
নবীনের পর যে অভিনেতা রেখার জীবনে প্রবেশ করেছিলেন তিনি ছিলেন জিতেন্দ্র।  জিতেন্দ্র তখন তাঁর বান্ধবী শোভা কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু শোভা বেশিরভাগ সময়েই চাকরির কারণে বিদেশে থাকতেন। তখনই রেখার সঙ্গে জিতেন্দ্রের সম্পর্ক শুরু হয়।
নবীনের পর যে অভিনেতা রেখার জীবনে প্রবেশ করেছিলেন তিনি ছিলেন জিতেন্দ্র। জিতেন্দ্র তখন তাঁর বান্ধবী শোভা কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু শোভা বেশিরভাগ সময়েই চাকরির কারণে বিদেশে থাকতেন। তখনই রেখার সঙ্গে জিতেন্দ্রের সম্পর্ক শুরু হয়।
এরপরে কিরণ কুমার রেখার জীবনে প্রবেশ করেন। যদিও এই সম্পর্ক কিছু দিন স্থায়ী হয় এবং তারপরে দুজনেই আলাদা হয়ে যান।
এরপরে কিরণ কুমার রেখার জীবনে প্রবেশ করেন। যদিও এই সম্পর্ক কিছু দিন স্থায়ী হয় এবং তারপরে দুজনেই আলাদা হয়ে যান।
এর পর শোনা যায় বলিউডের আরেক নায়ক বিনোদ মেহরার সঙ্গে সম্পর্কে ছিলেন রেখা। দুজনে গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন ছিল। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী সিমি গ্রেওয়ালের এক সাক্ষাৎকারে রেখা বিনোদ মেহরার সঙ্গে তার বিয়ের খবর অস্বীকার করেছিলেন।
এর পর শোনা যায় বলিউডের আরেক নায়ক বিনোদ মেহরার সঙ্গে সম্পর্কে ছিলেন রেখা। দুজনে গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন ছিল। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী সিমি গ্রেওয়ালের এক সাক্ষাৎকারে রেখা বিনোদ মেহরার সঙ্গে তার বিয়ের খবর অস্বীকার করেছিলেন।
রেখার জীবন সিনেমার চেয়ে কোনও অংশে কম নয়। পরে রেখা দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বই অনুসারে, মুকেশ তার বইয়ে উল্লেখ করেছেন যে তিনি বিষণ্নতায় ভুগছিলেন এবং রেখার অভিনয় ক্যারিয়ারে খুশি ছিলেন না। তাদের সম্পর্ক দুঃখজনকভাবে শেষ হয়েছিল।
রেখার জীবন সিনেমার চেয়ে কোনও অংশে কম নয়। পরে রেখা দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বই অনুসারে, মুকেশ তার বইয়ে উল্লেখ করেছেন যে তিনি বিষণ্নতায় ভুগছিলেন এবং রেখার অভিনয় ক্যারিয়ারে খুশি ছিলেন না। তাদের সম্পর্ক দুঃখজনকভাবে শেষ হয়েছিল।
এরপর রেখার জীবনে প্রবেশ করেন মেগাস্টার অমিতাভ বচ্চন। রেখা অমিতাভ বচ্চনের সঙ্গে প্রায় ১০ টি ছবি করেছিলেন। তাঁদের প্রেমের সম্পর্ক অন-স্ক্রিন থেকে অফ-স্ক্রিন পর্যন্ত গড়ায়। শোনা যায় রেখা  মঙ্গলসূত্র এবং সিঁদুর পরে ঋষি কাপুর এবং নীতু সিংয়ের বিয়েতে পৌঁছেছিলেন। বিয়েতে এসেছিলেন অমিতাভ-জয়া। রেখা আসার সঙ্গে সঙ্গেই অমিতাভ ও রেখা বিয়ে করেছেন বলে জল্পনা শুরু হয়। জয়া একবার রেখাকে তাঁর বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেই তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন অমিতাভকে কখনওই তিনি ছেড়ে যাবেন না।
এরপর রেখার জীবনে প্রবেশ করেন মেগাস্টার অমিতাভ বচ্চন। রেখা অমিতাভ বচ্চনের সঙ্গে প্রায় ১০ টি ছবি করেছিলেন। তাঁদের প্রেমের সম্পর্ক অন-স্ক্রিন থেকে অফ-স্ক্রিন পর্যন্ত গড়ায়। শোনা যায় রেখা মঙ্গলসূত্র এবং সিঁদুর পরে ঋষি কাপুর এবং নীতু সিংয়ের বিয়েতে পৌঁছেছিলেন। বিয়েতে এসেছিলেন অমিতাভ-জয়া। রেখা আসার সঙ্গে সঙ্গেই অমিতাভ ও রেখা বিয়ে করেছেন বলে জল্পনা শুরু হয়। জয়া একবার রেখাকে তাঁর বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেই তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন অমিতাভকে কখনওই তিনি ছেড়ে যাবেন না।
পরে বয়সে ছোট সঞ্জয় দত্তের সঙ্গে রেখার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। ইন্ডাস্ট্রিতে দ্রুত খবর ছড়িয়ে পড়ে যে তিনি সঞ্জয় দত্তকে বিয়ে করেন। এটা শুনে নার্গিস রেগে যান। যদিও দু’জনেই অস্বীকার করেন এই সম্পর্কের কথা।
পরে বয়সে ছোট সঞ্জয় দত্তের সঙ্গে রেখার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। ইন্ডাস্ট্রিতে দ্রুত খবর ছড়িয়ে পড়ে যে তিনি সঞ্জয় দত্তকে বিয়ে করেন। এটা শুনে নার্গিস রেগে যান। যদিও দু’জনেই অস্বীকার করেন এই সম্পর্কের কথা।
রেখা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় অভিনেত্রী৷ ক্যারিয়ার জুড়ে তাঁর অসংখ্য হিট ছবি৷ আজও রেখা সৌন্দর্যে অমলীন৷ তিনি এভারগ্রিন নায়িকা৷ যে কোনও হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে তাঁর তুলনায়, ধারে-ভারে তিনি অনেকটা এগিয়েই থাকেন৷
রেখা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় অভিনেত্রী৷ ক্যারিয়ার জুড়ে তাঁর অসংখ্য হিট ছবি৷ আজও রেখা সৌন্দর্যে অমলীন৷ তিনি এভারগ্রিন নায়িকা৷ যে কোনও হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে তাঁর তুলনায়, ধারে-ভারে তিনি অনেকটা এগিয়েই থাকেন৷
১৮০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন রেখা৷ জাতীয় পুরস্কার, পদ্মশ্রীসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। বর্তমানে ১০ বছর চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তাঁকে কেবল কোনও অনুষ্ঠান বা পাবলিক ইভেন্টে দেখা যায়। এমনকি চলচ্চিত্র না করেও, রেখা খুব রাজকীয় জীবনধারা বজায় রেখেছেন।
১৮০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন রেখা৷ জাতীয় পুরস্কার, পদ্মশ্রীসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। বর্তমানে ১০ বছর চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তাঁকে কেবল কোনও অনুষ্ঠান বা পাবলিক ইভেন্টে দেখা যায়। এমনকি চলচ্চিত্র না করেও, রেখা খুব রাজকীয় জীবনধারা বজায় রেখেছেন।