Bollywood Gossip: পুরস্কার নিতে অমিতাভ মঞ্চে… যা করলেন রেখা… চমকে গিয়েছিলেন জয়াও! কেলেঙ্কারি…

বি-টাউনের বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অথচ কোনও অনুষ্ঠানে সেভাবে কখনওই একসঙ্গে এক ফ্রেমে দেখা যায়নি জয়া বচ্চন এবং রেখাকে। তবে সেই বিরল মুহূর্তই ধরা পড়েছিল প্রায় বছর নয়েক আগে। আসলে ২০১৫ স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে একই ফ্রেমে ধরা দিয়েছিলেন জয়া আর রেখা। কিন্তু কারণটা কী ছিল? ওই পুরস্কার বিতরণী মঞ্চে ‘পিকু’ ছবির জন্য সেরা অভিনেতা-র পুরস্কার পেয়েছিলেন অমিতাভ বচ্চন। আর সেই সময়ই জয়ার প্রতি এক অদ্ভুত আচরণ করতে দেখা গিয়েছিল রেখাকে।

ওই পুরস্কার বিতরণী মঞ্চে বিজয়ী হিসেবে অমিতাভের নাম ঘোষণা হতেই নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন জয়া আর রেখা। এদিকে অমিতাভ যখন পুরস্কার গ্রহণ করার জন্য ডায়াসের দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই কিছুটা দূরের আসনে থাকা রেখা আচমকাই জয়ার দিকে ছুটে গিয়েছিলেন। আর কিছু বুঝে ওঠার আগেই জয়ার সঙ্গে ভালবাসা আর আবেগঘন আলিঙ্গনে আবদ্ধ হন রেখা। যা দেখে রীতিমতো চমকে উঠেছিলেন ভক্ত এবং সেখানে উপস্থিত সকলেই। এরপর যখন পুরস্কারটি অমিতাভের হাতে ওঠে, তখন দুই বর্ষীয়ান অভিনেত্রীকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভারতীয় সিনে দুনিয়ার ইতিহাসে এই তিন কিংবদন্তি তারকার জীবনে নিঃসন্দেহেই এটা একটা অবিস্মরণীয় এবং তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল! রেখা এবং অমিতাভকে এক সময় একাধিক ক্লাসিক ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছে। এর মধ্যে অন্যতম হল – ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘মিস্টার নটবরলাল’ এবং ‘গঙ্গা কি সৌগন্ধ’। তবে এর মধ্যে বহুলচর্চিত ছিল যশ চোপড়া পরিচালিত ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিলসিলা’। যেখানে জয়া বচ্চনও অভিনয় করেছিলেন। বলা হয় যে, তাঁদের বাস্তবজীবনের গল্পই যেন প্রতিফলিত হয়েছিল ওই ছবিতে।

যদিও বক্স অফিসে ভাল ভাবে চলেনি ‘সিলসিলা’। তবে এই ছবিতেই শেষ বার একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন অমিতাভ এবং রেখা। এর সঙ্গে সঙ্গে অমিতাভ আর রেখাই হয়ে উঠেছিলেন রুপোলি পর্দার সবথেকে চর্চিত এবং জনপ্রিয় জুটি! প্রসঙ্গত ২০০৪ সালে সিমি গরেওয়ালের শোয়ে অমিতাভ বচ্চনের প্রতি নিজের ভালবাসার অনুভূতি খোলাখুলি ভাবে প্রকাশ করেছিলেন রেখা।