অবহেলা 

Relationship Tips: প্রিয় মানুষ মেসেজ সিন করছে? পাত্তা দিচ্ছে না? নিজেকে সামলাবেন কী ভাবে, জেনে নিন

উত্তর দিনাজপুর: প্রেমে থাকতে কার না ভাল লাগে। অনেক সময় প্রিয় মানুষটি অকারণে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়। আগের মতো পাত্তাও দেয় না। প্রিয় মানুষকে মেসেজ দিচ্ছেন অথচ অ্যাক্টিভ থেকেও আপনার মেসেজ সিন করছে না। আপনি সেটা দেখছেন অথচ বেহায়ার মতো বার বার নক করছেন। প্রিয় মানুষ হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে এক্ষেত্রে কী করবেন? বলছেন বিষেশজ্ঞ মৌমিতা প্রামানিক।

কেউ যদি আপনার মেসেজে বিরক্ত কিংবা আপনার সঙ্গে আর কথা বলতে  না চায়, সেই ক্ষেত্রে বাস্তবতা বুঝুন জীবন। জানতে হবে কারও জন্য থেমে থাকে না। সে আপনাকে ছাড়া সুখে থাকতে পারলে আপনি কেন পারবেন না..? বারবার করে তাকে বিরক্ত করা বন্ধ করুন। কাউকে বার বার ফোন করছেন, ফোন রিসিভ করছে না। যাকে বার বার ফোন করেন সে নিজে থেকে আপনাকে কোনদিন কল করে না। এমন মানুষের জন্য চোখের জল মানায় না। নিজেকে শক্ত করুন। জীবনে অনেককে তো পাত্তা দিলেন এবার একটু কঠিন হতে শিখুন কেউ মেসেজ দিলে সেটা সিন করে রাখতে শিখুন। এতে হয়তো অনেকের কাছে আপনার ইগোটা বাড়বে তবুও নিজের কাছে নিজের আত্মসম্মান বজায় থাকবে।

দ্বিতীয়ত, নিজেকে জানার চেষ্টা করুন। কেউ যখন আপনাকে অবহেলা করে তখন নিজেকে জানার চেষ্টা করুন যে আপনার কোনও ত্রুটি আছে কি না। বিশ্বস্ত বন্ধুর কাছে নিজের দুঃখ শেয়ার করতে পারেন: দুঃখের কথা ভাগ করে নিলে দুঃখ কমে যায়। তাই আপনার দুঃখের কথা আপনি আপনার বিশ্বস্ত কোন বন্ধুকে শেয়ার করতে পারেন।

পিয়া গুপ্তা