প্রতিবাদে এক হল ইস্টবেঙ্গল মোহনবাগান, মহামেডান! যুবভারতীতে ধুন্ধুমার, অবরুদ্ধ বাইপাস

R G Kar Protest: প্রতিবাদে এক হল ইস্টবেঙ্গল মোহনবাগান, মহামেডান! যুবভারতীতে ধুন্ধুমার, অবরুদ্ধ বাইপাস

কলকাতা: যুবভারতী চত্বরে প্রতিবাদে এক হয়ে গেল ইস্টবেঙ্গল মোহনবাগান, মহামেডান ক্লাবের ফুটবল সমর্থকরা। একযোগে সকলের গলায় একই স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’। নিরাপত্তার কারণে বাতিল করে দেওয়া হয় ডার্বির ম‍্যাচ। তবে আজ সমর্থকরা একযোগে প্রতিবাদে। বেশ কিছু সমর্থককে আটক করেছিল পুলিশ। এখন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।

সমর্থকরা প্রশ্ন তুলেছেন, নিরাপত্তার দাবি তুলে যদি ডার্বি বাতিল করা হয়, তা হলে প্রতিবাদ আটকাতে এত পুলিশ মোতায়েন করা হল কেন? এর থেকে কম পুলিশে তো ডার্বি হয়ে যেত।

আরও পড়ুন: সেঁকতে গেলেই পুড়ে যায় রুটি? এক টিপসেই হবে কামাল! কালো দাগহীন নরম রুটি দেখেই খেতে চাইবে মন

ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে মহামেডান পতাকা নিয়েই আরজি কাণ্ডের প্রতিবাদ করেছেন তারা। সব দলের সমর্থকদের দাবি, ম‍্যাচ দেখতে এসেও শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতেন তারা। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হল ম‍্যাচ।

আরও পড়ুন: সেই রাত সাড়ে ৩টে, মদ খেয়ে মহিলা চিকিৎসককে শারীরিক হেনস্থা রোগী-সহ পরিবারের! RG Kar-এর পর এবার মুম্বই

যুবভারতীর বাইরে দুই দলের সমর্থকদের হাতেই রয়েছে নিজেদের ক্লাবের পতাকা। সেখানে যাওয়ার পরে ইস্টবেঙ্গলের সমর্থকেরা মোহনবাগানের ও মোহনবাগানের সমর্থকেরা ইস্টবেঙ্গলের পতাকা নিয়ে প্রতিবাদ করছেন। মিলে গিয়েছে লাল-হুলুদ, সবুজ-মেরুন। প্রসঙ্গত বেশ কিছু সমর্থককে ইতিমধ‍্যেই আটক করেছে পুলিশ। R G Kar এর কাছে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শহরজুড়ে একাধিক প্রতিবাদ মিছিল