Reliance foundation

Let’s Move India campaign: ৯০০ জন শিশুকে নিয়ে লেটস মুভ ইন্ডিয়া কর্মসূচির সঙ্গে অলিম্পিক দিবস উদযাপন রিলায়েন্স ফাউন্ডেশনের

মুম্বই: অভিনব ভাবে অলিম্পিক দিবস উদযাপন করল রিলায়েন্স ফাউন্ডেশন। এই উদযাপনে আইওসি-র লেটস মুভ ইন্ডিয়া কর্মসূচিরও উল্লেখ করা হয়। শনিবার, ২২ জুন, মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে এই দিনটি উদযাপন করে। অনুষ্ঠানে অফুরান আনন্দের পাশাপাশি খেলাধুলা, পড়াশোনা এই সব নিয়েও চর্চা করা হয়, সেই সঙ্গে অলিম্পিকের বৈশিষ্টগুলি নিয়েও শিশুদের উৎসাহিত করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছ’বারের অলিম্পিয়ান শিব কেশবন। তিনি তাঁর মূল্যবান অভিজ্ঞতা শিশুদের সঙ্গে ভাগ করে নেন, সেই সঙ্গে শিশুদের উৎসাহিত করেন শ্রদ্ধা, বন্ধুত্ব এই সব বৈশিষ্ট্যগুলিকে জীবনের অঙ্গ করতে। কেশবন শিশুদের নিয়ে ‘move and groove’ কর্মসূচিতেও অংশ নেন।

এই অনুষ্ঠান প্রসঙ্গে কেশবন বলেন, “ভারতের অলিম্পিক যাত্রার উত্তরণে সবসময়ে অগ্রণী ভূমিকা নিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন। শিশুদের শারীরিক কসরতের গুরুত্ব সম্পর্কে অবগত করতে লেটস মুভ গুরুত্বপূর্ণ কর্মসূচি। অলিম্পিয়ান হিসাবে অলিম্পিকের শিক্ষাগুলি আমি খুব মন থেকে নিয়েছি, এবং সেই শিক্ষাগুলি শিশুদেরও মঙ্গল করবে। আমি মনে করি এই শিশুদের মধ্যে কয়েক জন খেলা নিয়ে আগ্রহী হবে এবং কেউ কেউ খেলাকে নিজের পেশাও বানাবে”।

আইওসির ডিজিটাল এনগেজমেন্ট এবং মার্কেটিংয়ের ডিরেক্টর লিয়েন্দ্র লারোসা বলেন, “ভারতে লেটস মুভ ইনিশিয়েটিভের অংশ হওয়ার জন্য রিলায়েন্স ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ। এই কর্মসূচি প্যারিস অলিম্পিক ২০২৪ নিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য।“

লেটস মুভ ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে রিলায়েন্স ফাউন্ডেশনের লক্ষ্য ভারতের বিভিন্ন শহরের ১০,০০০ পিছিয়ে পড়া শিশুর মধ্যে শরীরচর্চা নিয়ে উৎসাহ প্রদান করা। রিল্যান্সের কর্মীদের মধ্যে ৫০০ স্বেচ্ছাসেবক নিয়ে এই সব শিশুদের জীবনযাপনে উন্নতির চেষ্টা করা হবে। লেটস মুভ ইন্ডিয়ার মাধ্যমে রিলায়েন্স ফাউন্ডেশন শিশুদের মধ্যে অলিনম্পিকের প্রসার এবং বিভিন্ন খেলায় উৎসাহ প্রদান করবে। এই কর্মসূচি অলিম্পিক ভ্যালুস এডুকেশন প্রোগ্রামের একটি অংশ যা রিলায়েন্স ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান অলিম্পিক কমিটি উদ্যোগ নিয়ে সফল করছে।