Tag Archives: Olympics

Independence Day: ২০৩৬-এ অলিম্পিক্সে আয়োজক দেশের স্বপ্ন দেখছে ভারত,প্রস্তুতি শুরু- লালকেল্লা থেকে ঘোষণা মোদির

নয়াদিল্লি: অলিম্পিক্স আয়োজন করতে ভারত সক্ষম, শীঘ্রই ভারত অলিম্পিক্স আয়োজন করতে পারবে। আগামী ২০৩৬ সালে ভারত অলিম্পিক্স আয়োজন করতে সক্ষম হবে বলেই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে এই কথাই জানান তিনি।
অলিম্পিক্সে ভারত-সহ সৌদি আরব, কাতার এবং তুরস্ক প্রত্যেকেই চাইছে আয়োজক দেশ হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করতে। তবে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাচনের মাধ্যমেই আয়োজক দেশ চূড়ান্ত হবে।
ভারতের অলিম্পিক্সে আয়োজক দেশ হিসাবে অংশগ্রহণ করার প্রসঙ্গে তিনি জানান, “এটা আমাদের স্বপ্ন যে আমরা ২০৩৬ সালের অলিম্পিক্সে আয়োজক দেশ হবো। এই জন্য ইতিমধ্যেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।”

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদির মুখে নারী সুরক্ষা প্রসঙ্গ! দিল্লি থেকে বার্তা
গতবছরই ভারত জি২০ সামিট সফল ভাবে সম্পন্ন করেছিল। নয়াদিল্লি ছাড়াও ভারতের বিভিন্ন শহরে এই জি২০ আয়োজন করা হয়।
এই প্রসঙ্গে তিনি বলেন, “ভারত সফল ভাবে জি২০ আয়োজন করে দেখিয়ে দিয়েছে আমরা বড় যে কোনও অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে পারি।”
ভারত এর আগে শেষবার বড় মাপের খেলার আয়োজন করেছিল ২০১০ সালে কমনওয়েলথ গেমস যা আয়োজিত হয়েছিল দিল্লিতে। ২০৩৬ সালে আয়োজন হতে চলা অলিম্পিক্সের আয়োজক শহর হিসাবে দেখা পরিকল্পনা করা হচ্ছে আহমেদাবাদকে।
অলিম্পিক্স আয়োজনের ঘোষণার পাশাপাশি সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী অ্যাথলিটদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অলিম্পিক্স থেকে ভারত একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ, মোট ছয়টি পদক জয় অর্জন করে।
এই প্রসঙ্গে তিনি বলেন, “আজ, আমাদের তরুণ প্রজন্ম ভারতের মাথা উঁচু করছে। ১৪০ কোটি দেশবাসীর তরফ থেকে আমি প্রতি অ্যাথলিট এবং খেলোয়াড়কে অভিনন্দন জানাচ্ছি।”
প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে পিস্তল শুটার মনু ভাকের, তিনি দুটি ব্রোঞ্জ পদক পান। হকির প্রত্যেক খেলোয়াড়ের তারকা গোলকিপার পি আর শ্রীজেশের কথাও।

Paris Olympics 2024: ২০২১-র অলিম্পিক্সের থেকে ২০২৪- এ অনেকটাই খারাপ পারফরম্যান্স ভারতের, পদক তালিকায় কত নম্বরে থেকে শেষ করল টিম ইন্ডিয়া

প্যারিস: ইতিহাসের সবথেকে সফল অলিম্পিক্সের মধ্যে অন্যতম প্যারিস অলিম্পিক গেমস শেষ হয়েছে। আর রবিবার পদকের লড়াইয়ে চিনকে পিছনে ফেলে দিয়েছে আমেরিকা। আর দুদ্ধর্ষ ফিনালেতে ১৭ দিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ৬৭-৬৬ ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা বাস্কেট বল দল। অলিম্পিক্সের শেষ সোনা জিতে নেয় আমেরিকা৷

টানা আট বার অলিম্পিক্সে মহিলাদের বাস্কেট বলে জয়ের শিরোপা উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথায়। এভাবেই সোনা জেতার দৌড়ে চিনের একেবারে কাছাকাছি চলে এসেছিল তারা। আর পদকের সমগ্র তালিকায় শীর্ষে চলে গেছে আমেরিকা। তাদের ঝুলিতে এখন ১২৬টি পদক। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তাদের ঝুলিতে ৯১টি পদক। আমেরিকা এবং চিন দুই দেশের ঝুলিতেই রয়েছে ৪০টি সোনার পদক। এছাড়া প্যারিস অলিম্পিক্সে পদকের নিরিখে সেরা দশটি দেশের তালিকা দেওয়া হল।

আরও পড়ুন – RG Kar Rape and Murder Case: ঘরে বাইরে চাপের মুখে ইস্তফা, অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ ঘোষ

২০টি সোনার পদক নিয়ে আপাতত তৃতীয় স্থানে রয়েছে জাপান। তাঁদের ঝুলিতে মোট ৪৫টি পদক। ১৮টি সোনা এবং মোট ৫৩টি পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। তাদের ঝুলিতে ১৬টি সোনা। এমনিতে তাঁদের হাতে রয়েছে মোট ৬৪টি পদক। ষষ্ঠ স্থানে রয়েছে নেদারল্যান্ডস। তাদের ঝুলিতে রয়েছে মোট ১৫টি সোনা। আর তাদের মোট পদকের সংখ্যা ৩৪। গ্রেট ব্রিটেন রয়েছে সপ্তম স্থানে। তাদের ঝুলিতে থাকা সোনার পদকের সংখ্যা ১৪ এবং মোট পদকের সংখ্যা ৬৫। অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের ঝুলিতে রয়েছে ১৩টি সোনার পদক। আর মোট পদকের সংখ্যা ৩২। নবম স্থানে থাকা ইতালির হাতে রয়েছে ১২টি স্বর্ণপদক। আর তাদের ঝুলিতে থাকা মোট পদকের সংখ্যা ৪০। আর দশম স্থানে রয়েছে জার্মানি। তাদের ঝুলিতে রয়েছে মোট ১২টি সোনার পদক। এর পাশাপাশি মোট পদকের সংখ্যা ৩৩।

কিন্তু এই তালিকায় ভারতের স্থান কততে। প্যারিস ২০২৪ অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এসেছে মোট ৬টি পদক। এর মধ্যে রয়েছে একটি রুপো পদক আর ৫টি ব্রোঞ্জের পদক। যার ফলে প্যারিস অলিম্পিক্সে চূড়ান্ত পদকের তালিকায় ৭১-তম স্থানে রয়েছে ভারত। তাহলে কিসে কিসে পদক এল ভারতের ঝুলিতে।

 

নীরজ চোপড়া: রুপো; পুরুষদের জ্যাভলিন থ্রো (অ্যাথলেটিক্স)
ভারতীয় পুরুষদের হকি দল: (ব্রোঞ্জ)
মনু ভাকর: ব্রোঞ্জ; মহিলাদের ১০এম এয়ার পিস্তল (শ্য়ুটিং)
স্বপ্নিল কুশালে: ব্রোঞ্জ; পুরুষদের ৫০এফ রাইফল ৩ পজিশনে (শ্যুটিং)
মনু ভাকর এবং সরবজ্যোত সিং: ব্রোঞ্জ; ১০এম এয়ার পিস্তল মিক্সড টিম (শ্যুটিং)
আমন সেহরাওয়াত: ব্রোঞ্জ; পুরুষদের ফ্রিস্টাইল ৫৭কেজি (কুস্তি)

ঐতিহাসিক পারফরম্যান্সের জন্য আশা ছিল তুঙ্গে। কারণ টোকিও অলিম্পিক্সে ২০২১-এ ভারতের ঝুলিতে এসেছিল ৭টি পদক – ১টি সোনা, ২টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। ফলে পদকের তালিকায় ভারত শেষ করেছিল ৪৮-তম স্থানে। ফলে এবারেও সেই পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়ার আশা ছিল।

কিন্তু এবার সেই পারফরম্যান্সের থেকে অনেকটাই খারাপ টিম ইন্ডিয়ার পারফরম্যান্স৷ এবারের প্যারিস গেমসে মোট ১৬টি স্পোর্টসে অংশ নিয়েছিলেন ১১৭ জন ভারতীয় ক্রীড়াবিদ। এর মধ্যে অন্যতম হল – তীরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, হর্স রাইডিং, গলফ, হকি, জুডো, রোয়িং, সেলিং, শ্যুটিং, সাঁতার, কুস্তি, টেবিল টেনিস এবং টেনিস।

Paris Olympics 2024: বাই বাই প্যারিস, চার বছর বাদে দেখা হবে লস অ্যাঞ্জেলেসে, শেষ অলিম্পিক্স

প্যারিস: প্যারিস অলিম্পিক ২০২৪ রবিবার, ১১ আগস্ট শেষ হয়েছে। সেই সঙ্গে অলিম্পিকের পতাকাও নামানো হয়েছে। পরবর্তী অলিম্পিক 2028 সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। প্যারিস অলিম্পিকে ভারত একটি রৌপ্য সহ মোট 6টি পদক জিতেছে। প্যারিসে ২টি পদক জয়ী মনু ভাকের এবং হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন।

দুই খেলোয়াড়ের হাতে ভারতের তেরঙ্গা। ভারতের মোট ১১৭ জন খেলোয়াড় অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিল। অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো সমাপনী অনুষ্ঠানে শেষ পদক দেওয়া হয় নারীদের ম্যারাথনে। এর আগে পুরুষ বিভাগে এই পদক দেওয়া হয়েছিল।

আরও পড়ুন – RG Kar Rape and Murder Case: ঘরে বাইরে চাপের মুখে ইস্তফা, অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ ঘোষ

ভারতীয় সময় রবিবার-সোমবার মধ্যবর্তী রাতে স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে প্যারিস অলিম্পিকের সমাপ্তি ঘটে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ। টনি এস্টানগুয়েট বলেছিলেন যে এটি অলিম্পিক গেমসের শেষ নয়, উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি। খেলা চলবে। টমাস বাখ লস অ্যাঞ্জেলেসের মেয়রের হাতে অলিম্পিক পতাকা তুলে দেন।

অভিনয় করেছেন টম ক্রুজও
অনুষ্ঠানে পারফর্ম করেন হলিউড তারকা টম ক্রুজও। স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি। তারপর সিমোন বাইলস এবং লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে করে নিয়ে যান। পরের দৃশ্যে, তিনি একটি পতাকা সহ একটি প্লেন থেকে লাফিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন (এই দৃশ্যটি ইতিমধ্যেই শ্যুট করা হয়েছিল)। এরপর পতাকাটি হস্তান্তর করা হয় আমেরিকার গ্রেট অ্যাথলেট মাইকেল জনসনের হাতে। অবশেষে অলিম্পিক মশাল নিভিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

‘গোল্ডেন ভয়েজার’ অ্যাক্টের মাধ্যমে দেখানো হয়েছে অলিম্পিক ইতিহাস
সমাপনী অনুষ্ঠানের সময় এমন একটি সময় এসেছিল যখন স্টেডিয়ামে সম্পূর্ণ অন্ধকার ছিল। এর পর শুরু হয় লাইট শো। লাইট শোয়ের থিম ছিল ‘গোল্ডেন ভয়েজার’। অনুষ্ঠানটিতে একটি গল্প দেখানো হয়েছিল। একজন ভ্রমণকারী, গোল্ডেন ম্যান, যার পুরো শরীর সোনার তৈরি। তিনি বিশ্বভ্রমণে যাচ্ছেন। গ্রীসে পৌঁছে, যেখানে ২৮০০ বছর আগে অলিম্পিক গেমস শুরু হয়েছিল।

Paris Olympics 2024: বিচ্ছেদেই শেষ নয়, অলিম্পিক্সে সোনা জিতে কী বললেন এই টেনিস তারকা জুটি? শুনলে অবাক হবেন

প্যারিস: চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা জুটি টমাস ম্যাচাক এবং কেটরিনা সিনিয়াকোভা ইতিমধ্যেই সোনা জিতে শিরোনামে উঠে এসেছেন। প্যারিস অলিম্পিক্সে মিক্সড ডাবলসে সোনা জেতা ছাড়াও সংবাদ শিরোনামে আসার অন্য কারণ রয়েছে এই তারকা জুটির। প্যারিস অলিম্পিক্সের মাঝেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। কিন্তু, এই বিচ্ছেদ কোনও ভাবেই তাঁদের পারফরমেন্সে প্রভাব ফেলে নি।
অলিম্পিক্সের একদম শুরুতেই তাঁদের বিচ্ছেদ ঘটে গেলেও রোঁলা গাঁরোর ময়দানে মিক্সড ডাবলসে বোঝাবুঝির কোনও ফাঁক রাখেন নি এই জুটি। বিপক্ষ জুটিকে হারিয়ে সোনা জিতে নেন ম্যাচাক-সিনিয়াকোভা। ম্যাচ জেতার পর মুহূর্তেই একে অন্যকে আবেগে জড়িয়ে ধরেন তাঁরা।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে অবধারিত ভাবে প্রশ্ন ধেয়ে আসে, তাঁদের মধ্যে এখন ঠিক কীরকম সম্পর্ক রয়েছে? এক্ষেত্রে দুজনেই সরাসরি কোনও জবাব দেননি। উত্তরে সিনিয়াকোভা খানিক বিদ্রূপের ভঙ্গিতেই বলেন, ” এটা আমাদের ব্যক্তিগত জীবন। তাই আপনাদের জানার কোনও প্রয়োজন নেই। আমরা চাই আপনারা বিভ্রান্ত থাকুন।”

আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সের স্বপ্ন মিশেছে মাটিতে, কিন্তু এক রাতেই কীভাবে ওজন বাড়ল ?
কার্যত একই ভাষায় উত্তর দেন ম্যচাকও। তিনি বলেন, “গোটা ব্যাপারটাই গোপনীয়। লাল গোটা গোটা অক্ষরে অত্যন্ত গোপনীয়।”
অলিম্পিক্সের সোনা জয়ের ম্যাচে টমাস ম্যাচাক এবং কেটরিনা সিনিয়াকোভা মিক্সড ডাবলস শুরু থেকেই বিপক্ষকে দমিয়ে রেখেছিলেন। চিনের ওয়াং জিনইউ এবং জ্যাং ঝিঝেন কার্যত দাঁত ফোটাতে পারেননি। চেক জুটি প্রথম সেটেই ৬-২ তে হারিয়ে দেয়।
এরপরে অবশ্য ফিরে আসেন চিনের দুই প্রতিযোগী। দ্বিতীয় সেট হয় ৫-৭। টাই-ব্রেকারে নিজেদের অনেকটাই গুছিয়ে নেন ম্যাচাক-সিনিয়াকোভা। এই জুটিই প্রথম ১০ পয়েন্ট পেয়ে জয় নিশ্চিত করেন।
কেটরিনা সিনিয়াকোভাকে মূলত ডাবলস স্পেসালিস্ট হিসাবে ধরা হয়। এটি তাঁর অলিম্পিক্সে দ্বিতীয় মেডেল জয়। এর আগে টোকিও অলিম্পিক্সে সোনা জেতেন তিনি। প্যারিস অলিম্পিক্সেও সোনা জিতে তিনি বলেন, ” আমি এই জয়ের মধ্যে দিয়ে নিজেকে দেখাতে চাইলাম আমি যে কারুর সঙ্গে নিজের সেরাটা দিয়ে খেলতে পারি এবং জিততে পারি।”

Paris Olympics 2024: কাটল ৫২ বছরের খরা!অলিম্পিক্সে হকিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

প্যারিস: টোকিওতে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল। প্যারিস অলিম্পিক্সে আরও বড় স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় হকি দল। শুক্রবার হাড্ডাহাড্ডি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট পাক করতেই হকিতে সোনালী দিন ফেরত আসার স্বপ্ন দেখতেও শুরু করেছে গোটা দেশে। এদিন অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে নয়া নজিরও গড়ল ভারতীয় হকি দল।

হকিতে বরাবরই শক্তিশালী দল অস্ট্রেলিয়া। পদক জয়ের অন্যতম দাবিদার ধরা তারা। সেই দলকে হারিয়ে ৫২ বছরের খরা কাটাল হকি টিম ইন্ডিয়া। এর আগে ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্সে শেষবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। খেলার ফল ছিল ৩-১। তারপর থেকে অধরা ছিল জয়। টোকিওতে ৭-১ ব্যবধানে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল ভারতকে। ৪ বছরের ব্যবধানে সেই হারের বদলা নিল ভারত।

প্রসঙ্গত, এদিন অস্ট্রলিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তবে প্রথম কোয়ার্টারেই দুটি গোল করে লিড তুলে নেয় ভারতীয় দল। এদিন ভারতের হয়ে গোলের খাতা খোলেন অভিষেক। দ্বিতীয় গোল করেন হরমনপ্রীত সিং। এরপর অস্ট্রেলিয়া চেপে ধরে। লাগাতার আক্রমণ করে একটি গোল শোধও করে। ম্যাচেক শেষ কোয়ার্টারে ফের গোল করে ভারতের জয় নিশ্চিত করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এছাডা় ভারতের একটি গোল ফাউলের কারণে বাতিলও হয়।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন জায়গায় ঘড়িতে কখনও ১২টা বাজে না? উত্তর জানলে চমকে যাবেন

এই জয়ের ফলে ৫ ম্যাচে ৩ জয়, ১টি ড্র ও ১টি হার নিয়ে প্যারিস অলিম্পিক্সের পরের রাউন্ডে জায়গা পাকা করে ফেলল ভারতীয় হকি দল। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অলিম্পিক্সে দীর্ঘ ৫২ বছরের জয়ের খরা কাটাতে পেরেও খুশি ভারতীয় দল। অজি বধের পর এবার দেশবাসীর সোনার স্বপ্ন পূরণ করাই লক্ষ্য হরমনপ্রীতরা।

Paris Olympics 2024: অলিম্পিক্স পদক জয় সহজ নয়! মা’কে ফোনে যা বলেন সরবজিৎ, অবাক হয়ে যাবেন

নয়াদিল্লি: ভারতের হয়ে ইতিমধ্যেই অলিম্পিক্সে ব্রোঞ্জ ছিনিয়ে এনেছেন মনু ভাকের এবং সরবজিৎ সিং-এর জুটি। মঙ্গলবার, প্যারিসে দক্ষিণ কোরিয়ার উনহো-লি এবং ইয়ে-ঝিন-ওহ কে হারিয়ে ইতিহাস রচনা করার পর থেকেই সংবাদ শিরোনামে উঠে আসেন তাঁরা। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জয় করেন এই জুটি। ১৬-১০ পয়েন্টে বিপক্ষকে উড়িয়ে দিয়ে পদক পকেটে পোরেন ভারতীয় এই জুটি।
ভারতীয় ক্রীড়া ইতিহাসে কার্যত নজির সৃষ্টির পর সংবাদসংস্থা আইএএনএসকে সরবজ্যোত জানান, তিনি তাঁর মায়ের সঙ্গেও ঠিক করে কথা বলেন নি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ২২ বছরের তরুণ বলেন, ” আমি আমার মায়ের সঙ্গেও ঠিক করে কথা বলিনি। শুধু বলেছি এখন ব্যস্ত আছি। পরে কথা হবে।”

আরও পড়ুন: অলিম্পিক্সের সোনার পদকে আদৌ সোনা থাকে? আসল সত্যি জানলে হা হয়ে যাবেন

কিন্তু শুধু ব্রোঞ্জ পেয়েই তিনি সন্তুষ্ট নন এটাও জানান তিনি। তিনি বলেন, “আমার শুটার হিসাবে অনেক ছোট বয়েস থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্রোঞ্জ পেয়ে ভাল লাগছে। কিন্তু আমি সন্তুষ্ট নই। আমাকে নিজের উপর আরও খাটতে হবে। ২০২৮ সালে আমি আরও ভাল করব।”
তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

নেটপাড়ায় তা নিয়ে হাসাহাসিও শুরু হয়ে যায়। এক নেটাগরিক মন্তব্য করেন, ” এই হল আমাদের ভারতীয় মা”। আর একজন মন্তব্য করেন “ভারতীয় মায়েরা সত্যিই এইরকমই হয়।”

হরিয়ানার অম্বালার কৃষকের ছেলে সরবজিৎ একক বিভাগে ব্যর্থ হলেও মনু ভাকেরের সঙ্গে মিলে ব্রোঞ্জ জয় করেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ” গোটা ম্যাচে খুব চাপ ছিল। কিন্তু শেষ পর্যন্ত জিততে পেরে ভাল লাগছে।”

Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতের ২টি সোনা পাকা! বড় ভবিষ্যদ্বাণী বিশ্বজয়ী তারকার

প্যারিস অলিম্পিক্সে ৩০ জুলাই দুপুর পর্যন্ত ২টি পদক জিতেছে ভারত। দুই পদকই জিতেছে শুটার মনু ভাকর। একাধিক ইভেন্টে আশা জাগিয়েও পদক হাতছাড়া হয়েছে ভারতের। এরই মধ্যে হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী।
প্যারিস অলিম্পিক্সে ৩০ জুলাই দুপুর পর্যন্ত ২টি পদক জিতেছে ভারত। দুই পদকই জিতেছে শুটার মনু ভাকর। একাধিক ইভেন্টে আশা জাগিয়েও পদক হাতছাড়া হয়েছে ভারতের। এরই মধ্যে হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী।
ভবিষ্যদ্বাণী করেছেন টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন টি-২০ বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়। আর দ্যা ওয়ালের 'ভবিষ্যদ্বাণী' শুনে আশায় বুক বাঁধতেই পারে দেশবাসী। জানিয়েছেন,অলিম্পিক্সে ২টি সোনা জিততে পারে ভারত।
ভবিষ্যদ্বাণী করেছেন টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন টি-২০ বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়। আর দ্যা ওয়ালের ‘ভবিষ্যদ্বাণী’ শুনে আশায় বুক বাঁধতেই পারে দেশবাসী। জানিয়েছেন,অলিম্পিক্সে ২টি সোনা জিততে পারে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন দ্রাবিড়। বর্তমানে টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। আর অবসর সময়ে দ্রাবিড় পৌছে গিয়েছেন অলিম্পিক্স দেখতে। ভারতীয় খেলোয়ারদের সমর্থন করতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন দ্রাবিড়। বর্তমানে টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। আর অবসর সময়ে দ্রাবিড় পৌছে গিয়েছেন অলিম্পিক্স দেখতে। ভারতীয় খেলোয়ারদের সমর্থন করতে।
ইতিমধ্যেই একাধিক খেলায় মাঠে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারকে। মনু ভাকরের সাফল্যের পর দ্রাবিড় বলেছেন,"মনুর গল্প সবাইকে উৎসাহিত করবে। টোকিওর হতাশার পর এখানে এসে ব্রোঞ্জ জেতা অসাধারণ প্রাপ্তি। বহ বছরের পরিশ্রম, ধৈর্য্য ও সাধনা দিয়ে এই জায়গায় পৌঁছনো যায়।"
ইতিমধ্যেই একাধিক খেলায় মাঠে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারকে। মনু ভাকরের সাফল্যের পর দ্রাবিড় বলেছেন,”মনুর গল্প সবাইকে উৎসাহিত করবে। টোকিওর হতাশার পর এখানে এসে ব্রোঞ্জ জেতা অসাধারণ প্রাপ্তি। বহ বছরের পরিশ্রম, ধৈর্য্য ও সাধনা দিয়ে এই জায়গায় পৌঁছনো যায়।”
প্যারিসের ইন্ডিয়া হাউজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ২০২৮ অলিম্পিক্স থেকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার সময় রাহুল দ্রাবিড় বলেন,"২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট নিয়ে ভারতীয় ড্রেসিং রুমে আলোচনা হয়। সোনার পদক জিততে সবাই চায়, পোডিয়ামে দাঁড়াতে চায়।"
প্যারিসের ইন্ডিয়া হাউজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ২০২৮ অলিম্পিক্স থেকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার সময় রাহুল দ্রাবিড় বলেন,”২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট নিয়ে ভারতীয় ড্রেসিং রুমে আলোচনা হয়। সোনার পদক জিততে সবাই চায়, পোডিয়ামে দাঁড়াতে চায়।”
এরপরই রাহুল দ্রাবিড় বলেন,"আশা করব, ভারতের পুরুষ ও মহিলাদের দল সোনা পাবে। দুর্ভাগ্য যে, আমি তখন খেলতে পারব না। কিন্তু যেভাবেই হোক যুক্ত থাকার চেষ্টা করব। যদি কোনওভাবেই না হয়, তাহলে না হয় মিডিয়াতে চাকরি নেব।" দ্রাবিড়ের এই বক্তব্য থেকেই পরিষ্কার আগামী অলিম্পিক্সে ভারতের ক্রিকেটে দুটি সোনা জয়ের বিষয়ে তিনি কতটা আশাবাদী।
এরপরই রাহুল দ্রাবিড় বলেন,”আশা করব, ভারতের পুরুষ ও মহিলাদের দল সোনা পাবে। দুর্ভাগ্য যে, আমি তখন খেলতে পারব না। কিন্তু যেভাবেই হোক যুক্ত থাকার চেষ্টা করব। যদি কোনওভাবেই না হয়, তাহলে না হয় মিডিয়াতে চাকরি নেব।” দ্রাবিড়ের এই বক্তব্য থেকেই পরিষ্কার আগামী অলিম্পিক্সে ভারতের ক্রিকেটে দুটি সোনা জয়ের বিষয়ে তিনি কতটা আশাবাদী।