জিও-তে রেকর্ড লাভ! ১১.৫ শতাংশ আয় বাড়ল রিলায়েন্সের, ‘লাভের শিখরে’ মুকেশ আম্বানির সংস্থা

RIL Q1 Results Highlights: জিও-তে রেকর্ড লাভ! ১১.৫ শতাংশ আয় বাড়ল রিলায়েন্সের, দুর্দান্ত লাভ মুকেশ আম্বানির সংস্থার

গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের চেয়ে ১১.৫ শতাংশ আয় বৃদ্ধি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। মোট আয় দাঁড়িয়েছে ২.৫৮ লক্ষ কোটি টাকা। শনিবার ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের হিসাব পেশ করে এমনটাই জানাল আরআইএল।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম শাখা রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড। চলতি বছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৫,৪৪৫ কোটি টাকার নিট মুনাফা করেছে। আগের ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা ছিল ৫৩৩৭ কোটি টাকা। তার আগের বছর ৪,৮৬৩ কোটি টাকা নিট মুনাফা করেছিল রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড।

জুন ত্রৈমাসিকে অপারেশন থেকে আয় বেড়ে ২৬,৪৭৮ কোটি টাকা হয়েছে। আগের ত্রৈমাসিকে এই পরিমাণ ২৫,৯৫৯ কোটি টাকা ছিল। তার আগের ত্রৈমাসিকে ২৪,০৪২ কোটি টাকা মুনাফা হয়েছিল। রিপোর্টে অনুযায়ী, রিলায়েন্স জিও-র গ্রাহক সংখ্যা প্রতিদিন বাড়ছে। জুন ত্রৈমাসিকে ৯ মিলিয়ন নতুন গ্রাহক যোগ দিয়েছেন জিও-র সঙ্গে।

আরও পড়ুন: বাংলাদেশে নিহতের সংখ‍্যা বেড়ে ১০৫! কারফিউর মাঝেই দলে দলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা

২০২৪-২৫ অর্থবর্ষে এবিটডা মার্জিন ৮.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বার্ষিক ১০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,৬৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে ও২সি সেগমেন্টে ১৮.১ শতাংশ বেড়ে ১৫৭.১৩৩ কোটি টাকা হয়েছে। এবিটডা বেড়েছে ১৪.৩ শতাংশ। হয়েছে ১৩,০৯৩ কোটি টাকা। রিলায়েন্স রিটেলের আয় ৮ শতাংশ বেড়ে ৬৫,৬১৫ কোটি টাকা হয়েছে। নতুন ৩৩১টি স্টোর খুলেছে রিলায়েন্স রিটেল। বর্তমানে মোট স্টোরের সংখ্যা ১৮,৯১৮। ৮১.৩ মিলিয়ন বর্গফুট এলাকায় কাজ চলছে।

অন্য দিকে, রিলায়েন্স রিটেলের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দীনেশ তালুজা বলেন, “এই ত্রৈমাসিকে মালিবান, রাভালগাঁও, ক্যাম্পার মতো একাধিক ব্র্যান্ড নিয়ে এসেছি আমরা। আকর্ষণীয় দামে গ্রাহকদের কাছে পণ্য পৌছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই একাধিক পাইলট প্রোজেক্ট চলছে। আগামী ত্রৈমাসিকে আরও অনেক পণ্য লঞ্চ করা হবে।“

আরও পড়ুন: ছাতা ছাড়া বাইরে নয়, কলকাতা-সহ দক্ষিণের ৪ জেলায় ঝমঝমিয়ে আসছে বৃষ্টি! কড়কড়িয়ে পড়বে বাজ, নিম্নচাপের অভিমুখ কোনদিকে?

পাশাপাশি তিনি জানিয়েছেন, সাপ্লাই চেনকে শক্তিশালী করার জন্য বিনিয়োগ করছে রিলায়েন্স। দীনেশ বলেন, “একাধিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের সাপ্লাই চেনকে শক্তিশালী করার জন্য বিনিয়োগ করা হচ্ছে। যাতে আমাদের স্থানীয় সাপ্লাই চেন তৈরি হয়। এর ফলে অন্যান্য এমএমসিজি কোম্পানির তুলনায় আমাদের খরচ কমবে।“