Tag Archives: Reliance

Reliance Jio: গ্রাহকদের জন্য লা জবাব অফারের বৃষ্টি, কম পয়সায় রিচার্জের সুযোগ, সঙ্গে নানা সুবিধার ‘মওকা হি মওকা’

মহা ধুমধাম করে অষ্টম বর্ষপূর্তি পালন করছে Reliance Jio। ফলে সংস্থার তরফে দেশের প্রিপেড ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে বিশেষ অফার। বাছাই করা কিছু প্রিপেড প্ল্যানের উপর বিশেষ অফার পেতে পারেন সাবস্ক্রাইবাররা।
মহা ধুমধাম করে অষ্টম বর্ষপূর্তি পালন করছে Reliance Jio। ফলে সংস্থার তরফে দেশের প্রিপেড ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে বিশেষ অফার। বাছাই করা কিছু প্রিপেড প্ল্যানের উপর বিশেষ অফার পেতে পারেন সাবস্ক্রাইবাররা।
সেই সঙ্গে ওটিটি সাবস্ক্রিপশনের উপর ৭০০ টাকার উপর সুবিধা, স্পেশাল মেম্বারশিপ এবং আরও নানা সুবিধাও পেয়ে যেতে পারেন তাঁরা। ভারতে এই সময় জিও-র গ্রাহক সংখ্যা ৪৯০ মিলিয়নেরও বেশি। সাশ্রয়ী মূল্যে হাই-স্পিড ডেটা এবং সার্ভিস প্রদান করে এই সংস্থা দেশের টেলিকম নেটওয়ার্কের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।
সেই সঙ্গে ওটিটি সাবস্ক্রিপশনের উপর ৭০০ টাকার উপর সুবিধা, স্পেশাল মেম্বারশিপ এবং আরও নানা সুবিধাও পেয়ে যেতে পারেন তাঁরা। ভারতে এই সময় জিও-র গ্রাহক সংখ্যা ৪৯০ মিলিয়নেরও বেশি। সাশ্রয়ী মূল্যে হাই-স্পিড ডেটা এবং সার্ভিস প্রদান করে এই সংস্থা দেশের টেলিকম নেটওয়ার্কের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।
জিও-র অষ্ট বর্ষপূর্তির অফার - কী কী পেয়ে যাবেন গ্রাহকরা৫ থেকে ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে যদি জিও ব্যবহারকারীরা রিচার্জ করেন, তাহলে তাঁরা ৭০০ টাকা মূল্যে তিনটি বেনিফিট পেয়ে যাবেন। যদি কেউ এই সময় ৮৯৯ টাকা ও ৯৯৯ টাকার কোয়ার্টার্লি প্ল্যান এবং ৩৫৯৯ টাকার অ্যানুয়াল প্ল্যান নিয়ে থাকেন, তাহলে এই সুবিধাগুলি পাওয়া যাবে। তাহলে দেখে নেওয়া যাক কী কী সুবিধা পাওয়া যাবে!
জিও-র অষ্ট বর্ষপূর্তির অফার – কী কী পেয়ে যাবেন গ্রাহকরা
৫ থেকে ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে যদি জিও ব্যবহারকারীরা রিচার্জ করেন, তাহলে তাঁরা ৭০০ টাকা মূল্যে তিনটি বেনিফিট পেয়ে যাবেন। যদি কেউ এই সময় ৮৯৯ টাকা ও ৯৯৯ টাকার কোয়ার্টার্লি প্ল্যান এবং ৩৫৯৯ টাকার অ্যানুয়াল প্ল্যান নিয়ে থাকেন, তাহলে এই সুবিধাগুলি পাওয়া যাবে। তাহলে দেখে নেওয়া যাক কী কী সুবিধা পাওয়া যাবে!
জিও-র ৮৯৯ টাকা এবং ৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানে দৈনিক ২ জিবি করে ডেটা লিমিট পাওয়া যাবে। তবে এর ভ্যালিডিটি যথাক্রমে ৯০ দিন এবং ৯৮ দিন। আর ৩৫৯৯ টাকার অ্যানুয়াল প্ল্যানে পাওয়া যায় দৈনিক ২.৫ জিবি করে ডেটা লিমিট। এর ভ্যালিডিটি থাকবে ৩৬৫ দিন।
জিও-র ৮৯৯ টাকা এবং ৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানে দৈনিক ২ জিবি করে ডেটা লিমিট পাওয়া যাবে। তবে এর ভ্যালিডিটি যথাক্রমে ৯০ দিন এবং ৯৮ দিন। আর ৩৫৯৯ টাকার অ্যানুয়াল প্ল্যানে পাওয়া যায় দৈনিক ২.৫ জিবি করে ডেটা লিমিট। এর ভ্যালিডিটি থাকবে ৩৬৫ দিন।
এইসব প্ল্যানের উপর স্পেশাল রিচার্জ অফারে একাধিক বেনিফিট পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হল ১০টি ওটিটি অ্যাপে সাবস্ক্রিপশন এবং ২৮ দিনের ভ্যালিডিটি-সহ ১০ জিবি ডেটা প্যাক। যার মূল্য ১৭৫ টাকা। এর পাশাপাশি ৩ মাসের জন্য জোম্যাটো গোল্ড মেম্বারশিপ মিলবে একেবারে বিনামূল্যে। এছাড়া AJIO-তে ২৯৯৯ টাকার কেনাকাটার উপর ৫০০ টাকার ভাউচার পাওয়া যাবে।
এইসব প্ল্যানের উপর স্পেশাল রিচার্জ অফারে একাধিক বেনিফিট পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হল ১০টি ওটিটি অ্যাপে সাবস্ক্রিপশন এবং ২৮ দিনের ভ্যালিডিটি-সহ ১০ জিবি ডেটা প্যাক। যার মূল্য ১৭৫ টাকা। এর পাশাপাশি ৩ মাসের জন্য জোম্যাটো গোল্ড মেম্বারশিপ মিলবে একেবারে বিনামূল্যে। এছাড়া AJIO-তে ২৯৯৯ টাকার কেনাকাটার উপর ৫০০ টাকার ভাউচার পাওয়া যাবে।

ভারতের প্রথম সংস্থা হিসেবে চলতি অর্থবর্ষে ১০ লক্ষ কোটি টাকা আয় রিলায়েন্স-এর, জানালেন মুকেশ আম্বানি

মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ আম্বানি বৃহস্পতিবার বলেছেন, কোম্পানি FY24-এ ১০,০০,১২২ কোটি ($১১৯.৯ বিলিয়ন) টাকার রেকর্ড টার্নওভার করেছে, যা ভারতের প্রথম কোম্পানি হিসেবে রেকর্ড। ১০ ​​লক্ষ কোটি ($১১৯.৯ বিলিয়ন) টাকার বার্ষিক আয় হয়েছে সংস্থার।

মুকেশ আম্বানি বৃহস্পতিবার কোম্পানির ৪৭ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সময় RIL শেয়ারহোল্ডারদের উদ্দেশে ভাষণ এ কথা জানান।

রিলায়েন্সের EBITDA দাঁড়িয়েছে ১,৭৮,৬৭৭ কোটি টাকা ($২১.৪ বিলিয়ন), নেট লাভ ছিল ৭৯,০২০ কোটি টাকা ($৯.৫ বিলিয়ন), তিনি বলেন। EBITDA হল সুদ, কর, এবং পরিশোধের আগে উপার্জনের হিসেব।

আরও পড়ুন- আগামী ২০-৩০ বছর পর কত টাকা থাকলে আরামে জীবন কাটাতে পারবেন ? বুঝে নিন হিসেব

“রিলায়েন্সের রপ্তানি ছিল ২,৯৯,৮৩২ কোটি টাকা ($৩৫.৯ বিলিয়ন), যা ভারতের মোট পণ্য রপ্তানির ৮.২ শতাংশ। রিলায়েন্স গত তিন বছরে ৫.২৮ লক্ষ কোটি টাকার ($৬৬.০ বিলিয়ন) বেশি বিনিয়োগ করেছে,” আম্বানি বলেন।

রিলায়েন্স ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন কর এবং শুল্কের মাধ্যমে ₹১,৮৬,৪৪০ কোটি ($২২.৪ বিলিয়ন) অবদান রেখে জাতীয় কোষাগারে একক বৃহত্তম অবদানকারী হিসাবে রয়ে গিয়েছে। গত তিন বছরে, রাজকোষে রিলায়েন্সের অবদান ₹৫.৫ লক্ষ কোটি টাকা, যা যে কোনও ভারতীয় কর্পোরেটের মধ্যে সর্বোচ্চ।

“আমাদের আত্মনির্ভর হওয়ার প্রচেষ্টা ধাীরে ধীরে সাফল্য পাচ্ছে।  শুধুমাত্র গত চার বছরে গবেষণায় আমাদের খরচ ₹১১,০০০ কোটি টাকার বেশি,” বলছিলেন মুকেশ আম্বানি।

RIL চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছেন, রিলায়েন্সের মিডিয়া ব্যবসা ১০ হাজার কোটি টাকার রাজস্ব অর্জন করেছে। Viacom18 বিনোদনে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে। ৬২ শতাংশের বৃদ্ধি হয়েছে।

আরও পড়ুন- আজ সোনার দাম বাড়ল না কমল ? দেখে নিন ১ ভরি সোনা কিনতে কত খরচ হবে ?

নিউজ 18, সিএনবিসি-টিভি18, সিএনএন-নিউজ 18, মানিকন্ট্রোল এবং ফার্স্টপোস্ট সহ সংবাদমাধ্যমের ব্যবসাও দু্র্দান্ত সাফল্য পেয়েছে। JioCinema এবং Colors-এর বৃদ্ধির কথাও উল্লেখ করেছেন তিনি।

রিলায়েন্স রিটেলও ব্যবসায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানানো হয়েছে।

Reliance Jio Recharge Offer: এয়ারটেলকে জোর ধাক্কা দিতে মেগা রিচার্জ অফার নিয়ে বাজারে জিও, ৪২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং মাত্র এই টাকায়

: রিলায়েন্স ভারতের অন্যতম বৃহত্তম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা৷ সম্প্রতি তারা একটি দারুণ অফার নিয়ে এসেছে নিজেদের গ্রাহকদের জন্য৷ এই কোম্পানি গত বছর মাত্র ৯৯৯ টাকায় একটি সাশ্রয়ী মূল্যের JioBharat V2 ফোন লঞ্চ করেছিল৷
: রিলায়েন্স ভারতের অন্যতম বৃহত্তম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা৷ সম্প্রতি তারা একটি দারুণ অফার নিয়ে এসেছে নিজেদের গ্রাহকদের জন্য৷ এই কোম্পানি গত বছর মাত্র ৯৯৯ টাকায় একটি সাশ্রয়ী মূল্যের JioBharat V2 ফোন লঞ্চ করেছিল৷
এবার জিও এক দারুণ অফার নিয়ে এসেছে৷ যা অনেক মোবাইল ব্যবহারকারী এখনও জানেনই না৷  4G ফিচার ফোনের জন্য একটি নতুন প্রিপেইড প্যাক নিয়ে এসেছে৷
এবার জিও এক দারুণ অফার নিয়ে এসেছে৷ যা অনেক মোবাইল ব্যবহারকারী এখনও জানেনই না৷  4G ফিচার ফোনের জন্য একটি নতুন প্রিপেইড প্যাক নিয়ে এসেছে৷
সস্তায় কলিং, 5G ডেটা, OTT সাবস্ক্রিপশন এবং সস্তা ফোনের অফার করে ভারতের টেলিকম সেক্টরে বিপ্লব করার জন্য জিও গ্রাহকদের কাছে খুবই পছন্দের সার্ভিস প্রোভাইডার৷
সস্তায় কলিং, 5G ডেটা, OTT সাবস্ক্রিপশন এবং সস্তা ফোনের অফার করে ভারতের টেলিকম সেক্টরে বিপ্লব করার জন্য জিও গ্রাহকদের কাছে খুবই পছন্দের সার্ভিস প্রোভাইডার৷
অন্যান্য প্ল্যানের মতোই সম্প্রতি রিলায়েন্স জিও সস্তার যে  প্ল্যানটি বাজারে নিয়ে এসেছে তা রীতিমতো চমকদার৷ এই অফারে  ৪২ জিবি মোট ডেটা রয়েছে পাশাপাশি রয়েছে  OTT সাবস্ক্রিপশন সহ আনলিমিটেড কলের অফার৷য
অন্যান্য প্ল্যানের মতোই সম্প্রতি রিলায়েন্স জিও সস্তার যে  প্ল্যানটি বাজারে নিয়ে এসেছে তা রীতিমতো চমকদার৷ এই অফারে  ৪২ জিবি মোট ডেটা রয়েছে পাশাপাশি রয়েছে  OTT সাবস্ক্রিপশন সহ আনলিমিটেড কলের অফার৷য
রিলায়েন্স জিও নতুন সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে: আনলিমিটেড কল, মাত্র টাকায় 42GB ডেটা প্ল্যানটি এতটাই ভাল গ্রাহকদের জন্য যে তারা আরও এক মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেলের চেয়েও আরও ভাল মনে করছেন গ্রাহকরা৷
রিলায়েন্স জিও নতুন সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে: আনলিমিটেড কল, মাত্র টাকায় 42GB ডেটা প্ল্যানটি এতটাই ভাল গ্রাহকদের জন্য যে তারা আরও এক মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেলের চেয়েও আরও ভাল মনে করছেন গ্রাহকরা৷
জিও -র আনা নতুন যে প্ল্যান ধামাকা ফেলে দিয়েছে  তার দাম ২৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহক ২৮ দিনের বৈধতা পাবেন।  আনলিমিটেড কলিং-র সঙ্গে রয়েছে  প্রচুর ডেটা৷
জিও -র আনা নতুন যে প্ল্যান ধামাকা ফেলে দিয়েছে  তার দাম ২৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহক ২৮ দিনের বৈধতা পাবেন।  আনলিমিটেড কলিং-র সঙ্গে রয়েছে  প্রচুর ডেটা৷
এই প্ল্যানে আপনি মোট ৪২ জিবি ডেটা পাবেন, অর্থাৎ প্রতিদিন ১.৫জিবি ডেটা পাবেন। এছাড়াও এই  অফারে গ্রাহক পাবেন ১০০টি SMS -র সুযোগ৷
এই প্ল্যানে আপনি মোট ৪২ জিবি ডেটা পাবেন, অর্থাৎ প্রতিদিন ১.৫জিবি ডেটা পাবেন। এছাড়াও এই  অফারে গ্রাহক পাবেন ১০০টি SMS -র সুযোগ৷
এছাড়াও আপনি Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউড পাবেন। ডেটার নিয়মিত কোটা শেষ হওয়ার পরে, গ্রাহক 64kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে  পাবেন।
এছাড়াও আপনি Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউড পাবেন। ডেটার নিয়মিত কোটা শেষ হওয়ার পরে, গ্রাহক 64kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে  পাবেন।
মনে রাখবেন, Jio Cinema Premium এই প্ল্যানে পাওয়া যাবে না। এর জন্য আপনাকে Jio-এর আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে।
মনে রাখবেন, Jio Cinema Premium এই প্ল্যানে পাওয়া যাবে না। এর জন্য আপনাকে Jio-এর আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে।
Jio-র আনলিমিটেড 5G সহ একটি  ৩৪৯ টাকার প্ল্যান রয়েছে, যা ২৮ দিনের বৈধতার জন্য প্রতিদিন ২জিবি ডেটা অফার করে। এই প্ল্যানে আপনি যে কোনও টেলিকম কোম্পানির থেকে বেশি সুবিধা পাবেন।
Jio-র আনলিমিটেড 5G সহ একটি  ৩৪৯ টাকার প্ল্যান রয়েছে, যা ২৮ দিনের বৈধতার জন্য প্রতিদিন ২জিবি ডেটা অফার করে। এই প্ল্যানে আপনি যে কোনও টেলিকম কোম্পানির থেকে বেশি সুবিধা পাবেন।

RIL Q1 Results Highlights: জিও-তে রেকর্ড লাভ! ১১.৫ শতাংশ আয় বাড়ল রিলায়েন্সের, দুর্দান্ত লাভ মুকেশ আম্বানির সংস্থার

গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের চেয়ে ১১.৫ শতাংশ আয় বৃদ্ধি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। মোট আয় দাঁড়িয়েছে ২.৫৮ লক্ষ কোটি টাকা। শনিবার ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের হিসাব পেশ করে এমনটাই জানাল আরআইএল।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম শাখা রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড। চলতি বছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৫,৪৪৫ কোটি টাকার নিট মুনাফা করেছে। আগের ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা ছিল ৫৩৩৭ কোটি টাকা। তার আগের বছর ৪,৮৬৩ কোটি টাকা নিট মুনাফা করেছিল রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড।

জুন ত্রৈমাসিকে অপারেশন থেকে আয় বেড়ে ২৬,৪৭৮ কোটি টাকা হয়েছে। আগের ত্রৈমাসিকে এই পরিমাণ ২৫,৯৫৯ কোটি টাকা ছিল। তার আগের ত্রৈমাসিকে ২৪,০৪২ কোটি টাকা মুনাফা হয়েছিল। রিপোর্টে অনুযায়ী, রিলায়েন্স জিও-র গ্রাহক সংখ্যা প্রতিদিন বাড়ছে। জুন ত্রৈমাসিকে ৯ মিলিয়ন নতুন গ্রাহক যোগ দিয়েছেন জিও-র সঙ্গে।

আরও পড়ুন: বাংলাদেশে নিহতের সংখ‍্যা বেড়ে ১০৫! কারফিউর মাঝেই দলে দলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা

২০২৪-২৫ অর্থবর্ষে এবিটডা মার্জিন ৮.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বার্ষিক ১০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,৬৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে ও২সি সেগমেন্টে ১৮.১ শতাংশ বেড়ে ১৫৭.১৩৩ কোটি টাকা হয়েছে। এবিটডা বেড়েছে ১৪.৩ শতাংশ। হয়েছে ১৩,০৯৩ কোটি টাকা। রিলায়েন্স রিটেলের আয় ৮ শতাংশ বেড়ে ৬৫,৬১৫ কোটি টাকা হয়েছে। নতুন ৩৩১টি স্টোর খুলেছে রিলায়েন্স রিটেল। বর্তমানে মোট স্টোরের সংখ্যা ১৮,৯১৮। ৮১.৩ মিলিয়ন বর্গফুট এলাকায় কাজ চলছে।

অন্য দিকে, রিলায়েন্স রিটেলের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দীনেশ তালুজা বলেন, “এই ত্রৈমাসিকে মালিবান, রাভালগাঁও, ক্যাম্পার মতো একাধিক ব্র্যান্ড নিয়ে এসেছি আমরা। আকর্ষণীয় দামে গ্রাহকদের কাছে পণ্য পৌছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই একাধিক পাইলট প্রোজেক্ট চলছে। আগামী ত্রৈমাসিকে আরও অনেক পণ্য লঞ্চ করা হবে।“

আরও পড়ুন: ছাতা ছাড়া বাইরে নয়, কলকাতা-সহ দক্ষিণের ৪ জেলায় ঝমঝমিয়ে আসছে বৃষ্টি! কড়কড়িয়ে পড়বে বাজ, নিম্নচাপের অভিমুখ কোনদিকে?

পাশাপাশি তিনি জানিয়েছেন, সাপ্লাই চেনকে শক্তিশালী করার জন্য বিনিয়োগ করছে রিলায়েন্স। দীনেশ বলেন, “একাধিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের সাপ্লাই চেনকে শক্তিশালী করার জন্য বিনিয়োগ করা হচ্ছে। যাতে আমাদের স্থানীয় সাপ্লাই চেন তৈরি হয়। এর ফলে অন্যান্য এমএমসিজি কোম্পানির তুলনায় আমাদের খরচ কমবে।“

Reliance Jio: ৫ বছরেই ভারতের বাজারে স্টারের তকমা; TRAI-এর স্বীকৃতিতেও সেরা রিলায়েন্স জিও !

#কলকাতা: ৫ বছর পূর্ণ রিলায়েন্স জিও-র (Reliance Jio)। এই বিষয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করেছে সংস্থাটি। দেশের মোবাইল যোগাযোগ ব্য়বস্থায় এক আমূল পরিবর্তন এনেছে সংস্থাটি।

৫ বছর আগে শুরু হওয়া সংস্থাটির বর্তমানে গ্রাহক কয়েক কোটি ছাড়িয়েছে। শুরুর দিকে সম্পূর্ণ বিনা পয়সায় ইন্টারনেট ও ফোন করার সুবিধা পেতেন গ্রাহকরা। বর্তমানে অবশ্য় বিভিন্ন পরিষেবা নেওয়া জন্য় পরিমাণ মতো অর্থ নেয় সংস্থা। শুধু ফোনে কথা বলা নয়, মোবাইল ইন্টারনেট ব্য়বহার এবং ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রেও এক অভূতপূর্ব পরিবর্তন এনেছে জিও। দেশের প্রায় প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গেছে জিও ফাইবার (Jio Fiber)। যা দিয়ে অত্যন্ত দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন– আজ কোথায় কত যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম ? দেখে নিন

২০১৬ সাল থেকে যাত্রা শুরু হয় জিওর ৷ মোবাইল এবং ব্রডব্যান্ড সবমিলিয়েই ভারতে ইন্টারনেট জগতে বৃদ্ধি হয়েছে ৩১২ শতাংশ ৷  ইন্টারনেটের খরচও কমে গিয়েছে ৯৩ শতাংশের বেশি ৷ একসময় ১৬০ টাকা প্রতি জিবি থেকে সেই খরচ এসে দাঁড়িয়েছে ১০.৭৭ টাকা প্রতি জিবি ৷ মাসেও সবমিলিয়ে ডেটার ব্যবহার বেড়েছে ১৩০৩ শতাংশ ৷

৫ বছর উপলক্ষ্যে একটি ট্যুইট করেছে সংস্থাটি। যেখানে ব্যবহারকারীদের ধন্য়বাদ জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি অন্য় বেশ কয়েকটি প্রযুক্তি সংস্থা Jio-কে ধন্যবাদ জানিয়েছে। মূলত ভারতে মোবাইল ফোন পরিষেবার ক্ষেত্রে যে প্রভূত বিপ্লব ঘটিয়েছে Jio, সেই কারণেই ধন্যবাদ জানিয়েছে তারা। ২০১৬ সাল থেকে শুরু হওয়া Jio প্রথম থেকেই নিজেকে এক নম্বর স্থানে ধরে রেখেছে। চলতি বছরের জুন মাসে TRAI (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) যে তথ্য প্রকাশ করেছে. তাতে দেখা গেছে ব্রডব্যান্ড পরিষেবা ও মোবাইল পরিষেবার ক্ষেত্রে দেশের সবথেকে বেশি ব্যবহারকারী বা ইউজার রয়েছে Jio-র।

শুধু এখানেই শেষ নয়। Twitter-এ একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। যেখানে ১৯৯৫ থেকে মোবাইল পরিষেবা কেমন ছিল এবং ২০১৬ সালে Jio আসার পর মোবাইল পরিষেবায় কতটা উন্নতি হয়েছে তা দেখানো হয়েছে। অত্য়ন্ত কম দামে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দিয়েছে Jio। ইতিমধ্যেই তাদের তরফে ঘোষণা করা হয়েছে বিনামূল্যে ২জি পরিষেবা। যা সংস্থাকে আরও এগিয়ে দিতে সমর্থ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Google-এর তরফেও Jio-কে শুভেচ্ছা জানানো হয়েছে। Jio-র করা ট্যুইটের নিচে Google-এর তরফে একটি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, “ওকে Google, হ্য়াপি বার্থ ডে গান করো” (Ok Google, sing happy birthday)। Xiaomi-র তরফেও শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি Netflix-এর তরফে বলা হয়েছে, Jio একটি তারা (Star)। খুব শীঘ্রই ৫জি পরিষেবা আনতে চলেছে Jio। পাশাপাশি নতুন Jio ফোন লঞ্চ করবে সংস্থাটি।