CBI তদন্তে কতদূর এগোল জানতে চান চিকিৎসকরা

RG Kar Case CBI: কেন ‘সেমিনার হলে’ ঘুমোতে গিয়েছিলেন তরুণী চিকিৎসক…? CBI তদন্তে চাঞ্চল্যকর তথ্য

কলকাতা: আরজি কর কাণ্ডে সিবিআই সূত্রে এবার উঠে আসছে একাধিক তথ্য। ওই তরুণী চিকিৎসক কেন সেমিনার হলে ঘটনার রাতে ঘুমোতে গিয়েছিলেন? উত্তর খুঁজতে গিয়ে তদন্তে উঠে এল সম্ভাব্য কারণ। কি সেই কারণ?

জানা যাচ্ছে ঘটনার রাতে স্লিপিং ওয়ার্ডে (স্লিপ এপনিয়া রোগী যেখানে থাকে) বেশ কিছু রোগী পর্যবেক্ষণে ছিলেন। সেখানে রোগীকে ঘুমন্ত অবস্থায় অবসেরভেশনে রাখতে হয়। সাধারণত ওই ওয়ার্ডে বেশি রোগী থাকেন না বলে দায়িত্বে থাকা এই চিকিৎসকরা ওখানেই এমনি দিনে রোজই ঘুমোতেন বা রেস্ট করতেন। কিন্তু ঘটনার রাতে ওই ওয়ার্ডে রোগী থাকায় তরুণী চিকিৎসক ঘুমোতে যান সেমিনার হলে।

আরও পড়ুন: ‘সকালে খুন হয়েছে…, আর রাত ১১:৪৫-এ FIR!’ আরজি কর মামলায় বিস্মিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

এদিকে আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করার অনুমতি পেয়েছে সিবিআই। এই আর্জি জানিয়ে তদন্তকারী আধিকারিকরা শিয়ালদহ কোর্টের দারস্থ হন। নিয়ম অনুসারে, আদালতের অনুমতি নিয়ে এই টেস্ট করতে হয়। সেই প্রক্রিয়া শুরু করল সিবিআই। অনুমতি পাওয়ার পর মঙ্গলবার বেলা ১১টায় পলিগ্রাফ টেস্টের জন‍্য সঞ্জয় রাইকে কোর্টে নিয়ে যাওয়া হয়।