RG Kar Hospital: আরজি কর কাণ্ডের পর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছিল৷ সেখানে রাজ্যের পক্ষের আইজীবী কপিল সিব্বল৷  তাঁর সঙ্গে বহু সংখ্যক আইনজীবী এই কেসে রাজ্যকে  সুপ্রিম কোর্টে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরছে৷ তেমনিই সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের পক্ষ নিয়ে সওয়াল করছেন ইন্দিরা জয় সিং৷ এই বর্ষীয়াণ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে রয়েছেন একাধিক তাবড় আইনজীবী৷ যাঁর মধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন করুণা নন্দী৷ Photo Courtesy- Instagram

RG Kar Case in Supreme Court: সুপ্রিম কোর্টে তাঁর সওয়াল জবাবে আগুন ঝরাচ্ছেন করুণা নন্দী,শুধু ভারত নয়, আমেরিকার আদালতেও কেস লড়েন এই বাঙালি কন্যা, চিনুন

RG Kar Hospital: আরজি কর কাণ্ডের পর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছিল৷ সেখানে রাজ্যের পক্ষের আইজীবী কপিল সিব্বল৷  তাঁর সঙ্গে বহু সংখ্যক আইনজীবী এই কেসে রাজ্যকে  সুপ্রিম কোর্টে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরছে৷ তেমনিই সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের পক্ষ নিয়ে সওয়াল করছেন ইন্দিরা জয় সিং৷ এই বর্ষীয়াণ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে রয়েছেন একাধিক তাবড় আইনজীবী৷ যাঁর মধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন করুণা নন্দী৷ Photo Courtesy- Instagram
RG Kar Hospital: আরজি কর কাণ্ডের পর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছিল৷ সেখানে রাজ্যের পক্ষের আইজীবী কপিল সিব্বল৷  তাঁর সঙ্গে বহু সংখ্যক আইনজীবী এই কেসে রাজ্যকে  সুপ্রিম কোর্টে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরছে৷ তেমনিই সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের পক্ষ নিয়ে সওয়াল করছেন ইন্দিরা জয় সিং৷ এই বর্ষীয়াণ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে রয়েছেন একাধিক তাবড় আইনজীবী৷ যাঁর মধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন করুণা নন্দী৷ Photo Courtesy- Instagram
তিনি এই মুহূর্তে একইসঙ্গে ভারত এবং নিউইয়র্কে আইনি প্র্যাকটিশ করেন৷  আসলে আরজি কর কাণ্ডে মৃত বাঙালি চিকিৎসককে আইনি ন্যায় পাইয়ে দিতে এই বাঙালি আইনজীবী বড় ভূমিকা নিতে পারেন৷  ইনি বাঙালি হলেও প্রবাসী। বাঙালি হলেও বাংলার বাইরেই তাঁর বেড়ে ওঠা৷ Photo Courtesy- Instagram
তিনি এই মুহূর্তে একইসঙ্গে ভারত এবং নিউইয়র্কে আইনি প্র্যাকটিশ করেন৷  আসলে আরজি কর কাণ্ডে মৃত বাঙালি চিকিৎসককে আইনি ন্যায় পাইয়ে দিতে এই বাঙালি আইনজীবী বড় ভূমিকা নিতে পারেন৷  ইনি বাঙালি হলেও প্রবাসী। বাঙালি হলেও বাংলার বাইরেই তাঁর বেড়ে ওঠা৷ Photo Courtesy- Instagram
তাঁর বাবাও পেশায় চিকিৎসক - নাম সমীরণ নন্দী৷ তিনি গ্যাস্ট্রোইনটেসটিনাল সার্জন এএইএমএস - হৃষিকেশের প্রেসিডেন্ট৷ অন্যদিকে মা ইন্ডিয়ান স্প্যাসটিক সোসাইটির প্রতিষ্ঠাতা৷ তাঁর নাম সুস্মিতা নন্দী৷ Photo Courtesy- Collected
তাঁর বাবাও পেশায় চিকিৎসক – নাম সমীরণ নন্দী৷ তিনি গ্যাস্ট্রোইনটেসটিনাল সার্জন এএইএমএস – হৃষিকেশের প্রেসিডেন্ট৷ অন্যদিকে মা ইন্ডিয়ান স্প্যাসটিক সোসাইটির প্রতিষ্ঠাতা৷ তাঁর নাম সুস্মিতা নন্দী৷ Photo Courtesy- Collected

ইকোনমিক্স নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেন৷ এরপর কেমব্রিজ থেকে আইন বিষয়ক পড়াশুনো করেন৷ শুরু থেকেই নিজের ঔজ্জ্বল্য বোঝাতে শুরু করেছিলেন করুণা নন্দী৷ তিনি সেই সময়ে কেমব্রিজ ইউনিভার্সিটির ল সোসাইটির জার্নালে এডিটর ইন চিফ ছিলেন৷ Photo Courtesy- Collected
ইকোনমিক্স নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেন৷ এরপর কেমব্রিজ থেকে আইন বিষয়ক পড়াশুনো করেন৷ শুরু থেকেই নিজের ঔজ্জ্বল্য বোঝাতে শুরু করেছিলেন করুণা নন্দী৷ তিনি সেই সময়ে কেমব্রিজ ইউনিভার্সিটির ল সোসাইটির জার্নালে এডিটর ইন চিফ ছিলেন৷ Photo Courtesy- Collected
ইংল্যান্ডের পর আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে  মাস্টার্স। ইংল্যান্ড, আমেরিকা এবং ভারত - তিন দেশেই ল প্র্যাক্টিস করার লাইসেন্সধারী এই প্রবাসী বাঙালি আইনজীবী৷ Photo Courtesy- Collected
ইংল্যান্ডের পর আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে  মাস্টার্স। ইংল্যান্ড, আমেরিকা এবং ভারত – তিন দেশেই ল প্র্যাক্টিস করার লাইসেন্সধারী এই প্রবাসী বাঙালি আইনজীবী৷ Photo Courtesy- Collected

‎অ্যাডভোকেট করুণা নন্দীর কেরিয়ারে রয়েছে দুদ্ধর্ষ সব কেস যা তিনি  সুপ্রিম কোর্টে জিতেছেন৷ তার বড় কেসের মধ্যে রয়েছে, পেটিএম বনাম টেলিকম কেস, জিজা ঘোষ বনাম স্পাইসজেট মামলা, শ্রেয়া সিংঘল বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা৷ Photo Courtesy- Collected
‎অ্যাডভোকেট করুণা নন্দীর কেরিয়ারে রয়েছে দুদ্ধর্ষ সব কেস যা তিনি  সুপ্রিম কোর্টে জিতেছেন৷ তার বড় কেসের মধ্যে রয়েছে, পেটিএম বনাম টেলিকম কেস, জিজা ঘোষ বনাম স্পাইসজেট মামলা, শ্রেয়া সিংঘল বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা৷ Photo Courtesy- Collected
এছাড়াও তাঁর নাম মহিলাদের অধিকার রক্ষার্থে বৈবাহিক ধর্ষণের মামলায় বিবাহিত ও অবিবাহিত মহিলাদের অধিকার রক্ষার জন্য লড়াই করছেন৷ এলজিবিটিকিউ সম্পর্কিত বিভিন্ন মামলা সমলৈঙ্গিক বিবাহের মামলাতেও তাঁকে সওয়াল করতে দেখা গেছে৷   আদালতে যুক্তির পর যুক্তি সাজিয়ে,  আক্রমণাত্মক সওয়াল-জবাব করা তাঁর মূল মামলা লড়ার পদ্ধতি৷ Photo Courtesy- Collected
এছাড়াও তাঁর নাম মহিলাদের অধিকার রক্ষার্থে বৈবাহিক ধর্ষণের মামলায় বিবাহিত ও অবিবাহিত মহিলাদের অধিকার রক্ষার জন্য লড়াই করছেন৷ এলজিবিটিকিউ সম্পর্কিত বিভিন্ন মামলা সমলৈঙ্গিক বিবাহের মামলাতেও তাঁকে সওয়াল করতে দেখা গেছে৷   আদালতে যুক্তির পর যুক্তি সাজিয়ে,  আক্রমণাত্মক সওয়াল-জবাব করা তাঁর মূল মামলা লড়ার পদ্ধতি৷ Photo Courtesy- Collected

২০১২তে দিল্লির নির্ভয়া কেসের পর জাস্টিস ভার্মা কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছিল অ্যান্টি-রেপ আইনটিকে সংশোধন করার জন্য। তখনকার আইনের বিভিন্ন ছিদ্র ছিল তা চিহ্নিতকরণ করে আইনের পরিবর্তনটি যাঁরা লিখেছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দী। Photo Courtesy- Collected
২০১২তে দিল্লির নির্ভয়া কেসের পর জাস্টিস ভার্মা কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছিল অ্যান্টি-রেপ আইনটিকে সংশোধন করার জন্য। তখনকার আইনের বিভিন্ন ছিদ্র ছিল তা চিহ্নিতকরণ করে আইনের পরিবর্তনটি যাঁরা লিখেছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দী। Photo Courtesy- Collected

‎‎

সুপ্রিম কোর্টের আরজি কর কাণ্ডের মামলায় রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বলের সওয়াল জবাবের সময় চিকিৎসকদের আইনজীবী হিসেবে গীতা লুথরা সেভাবে ঝাঁঝ শানাতে পারেননি৷ কিন্তু শেষ হিয়ারিং ইন্দিরা জয় সিং এবং তাঁর বাকি দলের সদস্যেরা সকলেই একেবার অলআউট লড়াই করছেন কোর্টরুমে৷ সেখানে সকলের নজর কেড়েছেন বাঙালি আইনজীবী করুণা নন্দী৷ Photo Courtesy- Collected
সুপ্রিম কোর্টের আরজি কর কাণ্ডের মামলায় রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বলের সওয়াল জবাবের সময় চিকিৎসকদের আইনজীবী হিসেবে গীতা লুথরা সেভাবে ঝাঁঝ শানাতে পারেননি৷ কিন্তু শেষ হিয়ারিং ইন্দিরা জয় সিং এবং তাঁর বাকি দলের সদস্যেরা সকলেই একেবার অলআউট লড়াই করছেন কোর্টরুমে৷ সেখানে সকলের নজর কেড়েছেন বাঙালি আইনজীবী করুণা নন্দী৷ Photo Courtesy- Collected
২০২৪ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হন ভোপালের প্রবাসী বাঙালি৷ আরজি কর কাণ্ডের মামলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গলের হয়ে লড়ছেন করুণা। Photo Courtesy- Collected
২০২৪ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হন ভোপালের প্রবাসী বাঙালি৷ আরজি কর কাণ্ডের মামলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গলের হয়ে লড়ছেন করুণা। Photo Courtesy- Collected