শুনশান জেলা হাসপাতালের আউটডোর।

RG Kar Case: ‘মনে হচ্ছে ভগবান মুখ ফিরিয়েছেন…!’ চিকিৎসকদের কর্মবিরতিতে ভয়ে তটস্থ রোগীরা

আসানসোল: বাড়ি ফিরে যেতে যেতে এক রোগী কাতর সুরে বলেই ফেললেন, “মনে হচ্ছে ভগবান মুখ ফিরিয়ে নিয়েছেন আর বোধহয় রক্ষে নেই। আসলে ভগবানের উপরই যদি হামলা হয়, তাহলে তো এমনটা হওয়ারই ছিল। আরজি কর কাণ্ডের প্রতিবাদে চলছে চিকিৎসকদের প্রতিবাদ, কর্মবিরতি। আর তাতেই আশঙ্কার কালো মেঘ দেখছেন রোগীরা।”

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাকে শনিবার দেশ জুড়ে কর্মবিরতি রেখেছিলেন চিকিৎসকরা। বন্ধ রাখা হয়েছিল আউটডোর পরিষেবা। যার ফলে হাসপাতালে এসেও চিকিৎসা পাননি বহু রোগী। বাড়ি ফিরে যেতে হচ্ছে হতাশ হয়ে। সমাজ বলে, চিকিৎসকরা ভগবানের দ্বিতীয় রূপ। আর তাদের কর্মবিরতির ফলে রীতিমতো ভয় পাচ্ছেন রোগীরা। রোগীর পরিবারের আত্মীয়-স্বজনরা। অসুস্থতায় চিকিৎসকের সাহায্য না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন তারা।

চিকিৎসকদের কর্মবিরতির এই ছাপ খুব স্পষ্টভাবেই পড়েছে আসানসোল জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা। আউটডোর কার্যত খাঁ-খাঁ করছে। তবে রোগীদের স্বার্থে এমার্জেন্সি বিভাগ চালু রাখা হয়েছে। সেখানে রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকরা। কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে বহির্বিবিভাগে আসা রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। আর ভগবানের এমন রূপ দেখে রোগীরা রীতিমতভয় পেয়েছেন।

অনেকেই বলছেন,  বাড়িতে কেউ অসুস্থ হলেই তাঁদের ভয় লাগছে। কেউ অসুস্থ হলে কী ভাবে চিকিৎসা করানো যাবে, ঠিকঠাক মতো চিকিৎসা পাওয়া যাবে কি না, এইসব ভেবে মাথা খারাপ হওয়ার জোগাড়। চিকিৎসা ক্ষেত্রে চলা এই অস্থিরতা রীতিমতো ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে। আরজি কর কাণ্ডের বিরুদ্ধে যেভাবে চিকিৎসকরা সরব হয়েছেন, তাতে সমস্যায় পড়ছেন রোগীরা। তাই সকলেই বলছেন, যত দ্রুত সম্ভব আরজি.কর কাণ্ডে কড়া শাস্তি দেওয়া হোক। তাহলেই স্বাভাবিক হবে পরিস্থিতি। কাটবে অস্থিরতা।

নয়ন ঘোষ