এইসব প্রাইভেট প্র্যাকটিস থেকে বিপুল টাকা আসত সন্দীপ ঘোষের। আর তাতেই নাকি ক্রমশ ফুলেফেঁপে ওঠে সন্দীপ ঘোষের সম্পত্তি। অন্তত তেমনটাই ইঙ্গিত সিবিআই তদন্তে।

RG Kar Case: সন্দীপের নির্দেশেই সেমিনার হলের পাশে সংস্কার! সব তথ্য ফাঁস, দেখুন

খুনের পরেই দেওয়াল ভাঙায় প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। এবার সামনে চাঞ্চল্যকর তথ্য। নয়ই অগাস্ট Seminar Hall এ চিকিৎসকের দেহ উদ্ধার। তার পরের দিনই পাশের ডক্টরস রুম সংলগ্ন শৌচাগার সংস্কারের নির্দেশিকা তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। প্রকাশ্যে তাঁর সই করা নথি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ১০ অগাস্ট আরজি কর হাসপাতালের সব বিভাগের অন ডিউটি ডক্টরস রুম এবং তার সংলগ্ন শৌচাগার সংস্কার, পুনঃনির্মাণের জন্য পি ডব্লিউ ডি-র সিভিলকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ নির্দেশ দেন। আর এতেই জোরালো হয়েছে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগও।