সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের দুই গোষ্ঠীর বচসা৷

Sagar Dutta Hospital: আরজি কর কাণ্ডের মধ্যেই সাগর দত্তে ধুন্ধুমার! অভিযুক্ত সেই বিরূপাক্ষ অনুগামীরাই?

কলকাতা: সাগর দত্ত মেডিক্যাল কলেজে ধুন্ধুমার৷ ভাঙচুর করা হল হাসপাতালের একাংশ৷ এ দিন হাসপাতালের নিরাপত্তা নিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে অধ্যক্ষের বৈঠকের মাঝেই এই ঘটনা ঘটে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী৷

ঘটনার সূত্রপাত এ দিন সাগর দত্ত মেডিক্যাল কলেজের কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন৷ হাসপাতালের নিরাপত্তা বাড়ানো নিয়েই অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসেন হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা৷ বৈঠকে হাসপাতালের অন্যান্য রেসিডেন্ট চিকিৎসক সহ হাসপাতালের অন্যান্য বিভাগের প্রতিনিধিরাও৷ হাসপাতালে মেডিক্যাল পড়ুয়াদের র‍্যাগিং, হুমকির মতো ঘটনা বন্ধ করারও দাবি জানানো হয় বৈঠকে৷ অধ্যক্ষের ঘরের পাশে সেমিনার রুমেই এই বৈঠক চলছিল৷

অভিযোগ, সেই সময় হঠাৎই সেমিনার রুমে হাজির হন একদল চিকিৎসক৷ অধ্যক্ষকে শিক্ষক দিবসের জন্য ফুল দেওয়া হবে বলে সেমিনার রুমে ঢুকে পড়েন তাঁরা৷ এমন কি, এই অছিলায় ওই চিকিৎসকরা বৈঠকে যুক্ত হতে চান বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের৷ তাঁদের দাবি, মিটিংয়ে জোর করে ঢুকে পড়তে চাওয়া ওই চিকিৎসকরা আরজি কর কাণ্ডের পর বিতর্কের কেন্দ্রে থাকা চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠ৷

আরও পড়ুন: সাসপেন্ড বিরূপাক্ষ, অভীক! বিতর্কিত দুই চিকিৎসককে কড়া শাস্তি স্বাস্থ্য দফতরের

হাসপাতাল চত্বরে জুনিয়র চিকিৎসক, পড়ুয়াদের হুমকি দেওয়ার মতো অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে৷ অভিযুক্ত ওই চিকিৎসকরা শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলেই দাবি জুনিয়র চিকিৎসকদের৷

হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের অন্য পক্ষের আবার দাবি, প্রতি বছরের মতো এবারেও শিক্ষক দিবসের উদযাপন করেছেন তাঁরা৷ তারই অংশ হিসেবে হাসপাতালের অধ্যক্ষকে ফুল এবং মিষ্টি দিতে গিয়েছিলেন তাঁরা৷ কিন্তু দীর্ঘক্ষণ তাঁদের ঘরে ঢুকতে দেওয়া হয়নি৷ এর পরেই ঘরে ঢোকা নিয়ে অশান্তির সৃষ্টি হয়৷ ধাক্কাধাক্কিতে ভাঙে ঘরের দরজার কাচ৷

সহ প্রতিবেদন- সুবীর দে