গায়ক অরিজিৎ সিং 

RG Kar Murder Case: ‘ফেসবুক, ট্যুইটার করে কিছু হবে না’ আরজি করের ঘটনায় অন্য রূপে অরিজিৎ সিং, রোমান্টিক নয় রুদ্ররূপে গায়ক

মুর্শিদাবাদ: আরজি কর কান্ডে প্রতিবাদে ইতি মধ্যেই রাত দখল করেছিলেন মহিলারা। নেমেছেন টলিউডের এক ঝাঁক তারকা। পিছিয়ে থাকলেন না এই রাজ্যের অন্যতম খ্যাতনামা গায়ক অরিজিৎ সিং। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ভুমিপুত্র গায়ক অরিজিৎ সিং তিনি এবার ধর্ষণের বিরুদ্ধে শুধু রুখে দাঁড়ানো নয়, নিলেন এক সাহসী পদক্ষেপ।

ইতি মধ্যেই ১৪ অগাস্ট রাতে পথে নেমেছিলেন টলিপাড়ার তারকারাও। ‘রাত দখল’ মিছিলে শামিল হন অভিনেত্রী মিমি চক্রবর্তী, পার্নো মিত্র, সোহিনী সরকার, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক সেন, ঋদ্ধি সেন-সহ আরও অনেক চেনা মুখকেই দেখা গিয়েছে এই ভিড়ে। এই ঘটনায় এবার নতুন পদক্ষেপ করলেন সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিং বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন – Bollywood Gossip: কোনও লাজলজ্জা নেই, হিরোইনকে সবার সামনেই প্রেগন্যান্ট করে দেওয়ার প্রস্তাব, রইল হিরোর ভাইরাল ভিডিও

জিয়াগঞ্জে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। নিজের জন্মভূমিতেই সরব গায়ক। ভাইরাল অরিজিতের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি স্টেজে নিজের বক্তব্য রাখছেন সঙ্গীতিশিল্পী। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘ফেসবুক, ট্যুইটার করে কিছু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? আপনাদের সহযোগিতা চাই আমাদের। ‘অ্যান্টি রেপ’ লোগো লঞ্চ করলাম।’

পাশাপাশি অরিজিৎ সিং একটি প্ল্যাকার্ড হাতে নিয়েছেন তাতে লেখা আছে ‘রেপ থেকে আমাদের বাঁচান।’ ফেসবুকে অরিজিতের ফ্যান পেজ থেকে ইনস্টাগ্রামের বিভিন্ন প্রোফাইলে ঘুরছে এই একটাই ভিডিও ও এই ছবি। যা ইতি মধ্যেই প্রশংসার দাবি রেখেছে। নির্ভয়ার পাশে দাঁড়িয়ে সাহসী পদক্ষেপের জন্য পেয়েছেন ভুয়সী প্রশংসাও।

Kaushik Adhikary