‘এটা কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়’, আইনজীবীদের 'ধমক' ক্ষুব্ধ বিচারপতির! ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি’ উঠতেই কড়া সুর

RG Kar Case Supreme Court Hearing: ‘এটা কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়’, আইনজীবীদের ‘ধমক’ ক্ষুব্ধ প্রধান বিচারপতির! ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি’ উঠতেই কড়া সুর

নয়াদিল্লি: মঙ্গলবার আরজি কর মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার ১১ টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুরু হল শুনানি। শুনানি চলাকালীন আইনজীবীদের আচরণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। আইনজীবীদের একরকম ধমকের সুরে প্রধান বিচারপতি বলেন ‘‘এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়’’।

আরজি করের শুনানির দিন ফের আদালতে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর পদত‍্যাগের প্রসঙ্গ উঠে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। ‘‘এখানে মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার দাবি থাকতে পারে না। এটা কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়।’’ ধমকের সুরে বলেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন: প্রধান বিচারপতির হাতে নির্যাতিতার বাবা-মায়ের চিঠি! কী অনুরোধ জানিয়েছে পরিবার?

 

সিজেআই এদিন বলেন, ‘‘বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি।’’ প্রসঙ্গত আরজি কর মামলায় ফের এক সপ্তাহ পর শুনানির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।