আরজি কর ইস্যুতে স্বাস্থ্যভবন অভিযান বিজেপির

RG Kar Case: আরজি কর ইস্যুতে স্বাস্থ্যভবন অভিযান বিজেপির, চলছে শ্যামবাজারে ধরনাও

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ‌, বৃহস্পতিবার রাজ্য বিজেপির ডাকে আরজি কর ইস্যুতে স্বাস্থ্যভবন অভিযান। রাজ্যের সমস্ত বিজেপি বিধায়ক, সাংসদদের পাশাপাশি সমস্ত নেতৃত্বকেও আজকের কর্মসূচিতে হাজির থাকতে বলা হয়েছে দলের তরফে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি-সহ স্বাস্থ্য ভবন থেকেই নানান দুর্নীতি ও বেনিয়মের প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ বঙ্গ পদ্ম শিবিরের।

আরও পড়ুন– বিনা নিমন্ত্রণে বিয়ের ভোজ খেতে হাজির, এরপর খামে ভরে কনেকে টাকা দিলেন সেই অতিথি; উপহারের খাম খুললেই নির্ঘাত ভিরমি খাবেন কনে…

আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে গতকাল, বুধবার থেকেই শ্যামবাজারে টানা ৫ দিন বিজেপির পক্ষ থেকে ধরনা অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মধ্যেই আজ বিজেপির ডাকে স্বাস্থ্যভবন চলো কর্মসূচি পালন করা হবে। ‌ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের নেতৃত্বে আজ স্বাস্থ্য ভবন অভিযানে শামিল হবেন বিজেপি কর্মী সমর্থকরা। উল্টোডাঙ্গার হাডকো মোড়ে বেলা একটায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে। সেখান থেকেই সল্টলেকের স্বাস্থ্য ভবনের অভিমুখে রওনা দেবে বিজেপি।

আরও পড়ুন– নবান্ন অভিযানে শুভেন্দু!‌ ‘গুলি চালাবেন না’ পুলিশকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বিরোধী দলনেতার

এই অভিযানে ইতিমধ্যেই পুলিশি তৎপরতা নজরে আসছে। ‌ স্বাস্থ্য ভবন, সল্টলেকে বিজেপি কার্যালয়ের সামনে, করুণাময়ী মেলা প্রাঙ্গণ সহ বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আরজি কর ইস্যুকে হাতিয়ার করে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে রাজ্য বিজেপি। পুলিশ সূত্রের খবর, স্বাস্থ্য ভবনের ধারে কাছে পর্যন্ত পৌঁছতে দেওয়া হবে না অভিযানকারীদের। ‌তার অনেক আগেই ব্যারিকেড করে আটকে দেওয়া হবে বিজেপির আন্দোলনকারীদের। যদিও রাজ্য বিজেপি নেতারা স্পষ্ট হুঁশিয়ারির সুরে জানাচ্ছেন, তাঁরা যে অভিযানের আজ ডাক দিয়েছে সেই অভিযান সফল তাঁরা করবেনই। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমাদের এই অভিযানে যদি কেউ রাজনৈতিক পতাকাকে দূরে সরিয়ে রেখে আসতে চান তাঁরাও আসতে পারেন।’’