অভীক দে, সিজিও, সিবিআই, তদন্ত চোছে,বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ, সিবিআই, ইডি, আরজি কর, আরজি কর তদন্ত, সন্দীপ ঘোষ প্রাইভেট প্র্যাকটিস, সিবিআই, নমিতা সেবায়তন, বারুইপুরে সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস, সুপ্রিম কোর্ট, আরজি কর মামলা, শীর্ষ আদালত, চিকিৎসক খুন ধর্ষণ, আরজি কর কাণ্ড, চাঞ্চল্যকর মোড়

RG Kar CBI Update: ক্যামেরা দেখেই…! সিজিও থেকে বেরিয়ে এ কী করছেন ডাক্তার অভীক দে? মধ্যরাতে বিরাট নাটক! দেখুন…

আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের মৃত্যু ও নৃশংস এই খুন ও ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে আন্দোলনের উত্তাপে জ্বলছে বাংলা। একদিকে বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি অন্যদিকে চলছে সিবিআই-এর তদন্ত। সিবিআই সূত্রে প্রতিদিনই উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।
আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের মৃত্যু ও নৃশংস এই খুন ও ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে আন্দোলনের উত্তাপে জ্বলছে বাংলা। একদিকে বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি অন্যদিকে চলছে সিবিআই-এর তদন্ত। সিবিআই সূত্রে প্রতিদিনই উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।
সূত্রের খবর শনিবারের পর রবিবারও ফের সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে। তরুণী চিকিৎসকদের ধর্ষণ ও খুনের ঘটনায় এ দিনও ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালিয়েছেন তদন্তকারীরা।
সূত্রের খবর শনিবারের পর রবিবারও ফের সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে। তরুণী চিকিৎসকদের ধর্ষণ ও খুনের ঘটনায় এ দিনও ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালিয়েছেন তদন্তকারীরা।
রবিবার সিবিআই দফতরে হাজিরা দিলেন আরজি কর কাণ্ডে নাম উঠে আসা বিতর্কিত দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে৷ এ দিন সকালে প্রথমে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যান বিরূপাক্ষ৷
রবিবার সিবিআই দফতরে হাজিরা দিলেন আরজি কর কাণ্ডে নাম উঠে আসা বিতর্কিত দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে৷ এ দিন সকালে প্রথমে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যান বিরূপাক্ষ৷
দুপুরে সেখানে পৌঁছন অভীক৷ পরে আরও এক পিজিটি চিকিৎসক সৌরভ পালও আসেন সিবিআই দফতরে৷ তিন জনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
দুপুরে সেখানে পৌঁছন অভীক৷ পরে আরও এক পিজিটি চিকিৎসক সৌরভ পালও আসেন সিবিআই দফতরে৷ তিন জনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
কিন্তু এরপরেই ঘটে আজব ঘটনা। জিজ্ঞাসাবাদ শেষ হওয়া সত্ত্বেও সিবিআই দফতর থেকে বেরোতে চান না চিকিৎসক অভীক দে। বরং নানা বিচিত্র ভাবে লুকোচুরি খেলতে থাকেন বাইরে অপেক্ষমান সংবাদ মাধ্যমের সঙ্গে।
কিন্তু এরপরেই ঘটে আজব ঘটনা। জিজ্ঞাসাবাদ শেষ হওয়া সত্ত্বেও সিবিআই দফতর থেকে বেরোতে চান না চিকিৎসক অভীক দে। বরং নানা বিচিত্র ভাবে লুকোচুরি খেলতে থাকেন বাইরে অপেক্ষমান সংবাদ মাধ্যমের সঙ্গে।
অ্যাপ ক্যাব বুক করেও ক্যানসেল করে দীর্ঘক্ষণ টালবাহানা করতে থাকেন অভীক। তারপরে প্রায় মধ্যরাতের দিকে কোনওক্রমে সিজিও থেকে বেরিয়ে এলেও ক্যামেরা ও সংবাদ মাধ্যমের লোকজন দেখেই রুদ্ধশ্বাসে দৌড় লাগান এই তরুণ চিকিৎসক।
অ্যাপ ক্যাব বুক করেও ক্যানসেল করে দীর্ঘক্ষণ টালবাহানা করতে থাকেন অভীক। তারপরে প্রায় মধ্যরাতের দিকে কোনওক্রমে সিজিও থেকে বেরিয়ে এলেও ক্যামেরা ও সংবাদ মাধ্যমের লোকজন দেখেই রুদ্ধশ্বাসে দৌড় লাগান এই তরুণ চিকিৎসক।
আরজি কর কাণ্ডের পর থেকেই বিরূপাক্ষ এবং অভীকের নামে ভুরি ভুরি অভিযোগ সামনে আসে। তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ 'ঘনিষ্ঠ' ছিলেন বলেও অভিযোগ।
আরজি কর কাণ্ডের পর থেকেই বিরূপাক্ষ এবং অভীকের নামে ভুরি ভুরি অভিযোগ সামনে আসে। তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ ছিলেন বলেও অভিযোগ।
বর্ধমান মেডিক্যাল কলেজ-সহ আরও বিভিন্ন মেডিক্যাল কলেজে তাঁরা 'দাদাগিরি' চালাত বলে অভিযোগ। সঙ্গে 'থ্রেট কালচার' নিয়েও তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
বর্ধমান মেডিক্যাল কলেজ-সহ আরও বিভিন্ন মেডিক্যাল কলেজে তাঁরা ‘দাদাগিরি’ চালাত বলে অভিযোগ। সঙ্গে ‘থ্রেট কালচার’ নিয়েও তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, এসএসকেএম-এর পিজিটি অভীক দে ৯ অগাস্ট আরজি করে ছিলেন বলে অভিযোগ উঠেছে। এদিকে ইতিমধ্যেই আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এ বার সিবিআই-এর স্ক্যানারের নীচে বিরূপাক্ষ এবং অভীকও।
উল্লেখ্য, এসএসকেএম-এর পিজিটি অভীক দে ৯ অগাস্ট আরজি করে ছিলেন বলে অভিযোগ উঠেছে। এদিকে ইতিমধ্যেই আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এ বার সিবিআই-এর স্ক্যানারের নীচে বিরূপাক্ষ এবং অভীকও।