TMCP: TMCP suspended Avik Dey PGT SSKM from the organisation with immediate effect until the ongoing investigation is concluded

RG Kar Doctor’s Death Update: আরজি করে অধ্যক্ষকে ঘেরাও! তুমুল বিক্ষোভ! গো ব্যাক স্লোগান! কী প্রতিশ্রুতি প্রিন্সিপালের…?

কলকাতা: দফায় দফায় বিক্ষোভ-আন্দোলনে মুখর আর্জি কর মেডিক্যাল কলেজ। ১৪ অগাস্ট রাতের ঘটনা ও নিরাপত্তাহীনতা প্রশ্নে দুপুর থেকেই অধ্যক্ষকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পরেন আন্দোলনকারী নার্সরা। আরজি কর হাসপাতালে ঢোকার মুখেই নার্সিং স্টাফেদের বিক্ষোভের মুখে পরেন অধ্যক্ষ। এরপরেই তিনি প্রতিবাদ বিক্ষোভের মুখে দু-তিন দিনের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তাতে সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা। অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। সবমিলিয়ে চরমে ওঠে পরিস্থিতি।

বুধবার রাতের ঘটনার পর থেকেই চূড়ান্ত বিক্ষোভ প্রতিবাদে মুখর আরজি কর। বৃহস্পতিবার প্রিন্সিপাল আসতেই তাঁকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। এরপরেই অধ্যক্ষ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বুধবার মধ্যরাতে যে ঘটনা ঘটেছে সেইরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য যা যা করার তা করার দাবিতেই মূলত বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনরত নার্সরা। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবিও তোলেন আন্দোলনরত চিকিৎসক ও নার্সরা।

বিক্ষোভের মুখে অধ্যক্ষ জানান, “১৫০ জন অতিরিক্ত সুরক্ষা বাহিনী হাসপাতালে মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এক দুদিন লাগবে আসতে। এখনও পর্যন্ত এমনটাই আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ছাত্র-ছাত্রীদের আস্বস্ত করে জানান প্রিন্সিপাল। কিন্তু তাঁর বিবৃতিতে কার্যত অখুশি আন্দোলনরত পড়ুয়ারা। গত ৯ অগাস্টের ঘটনার পরে ইতিমধ্যেই অনেকটা সময় কেটে গিয়েছে তা সত্ত্বেও কেন তাঁদের নিরাপত্তা যথাযথ হল না সেই প্রশ্ন তুলে স্লোগান দিতে থাকেন তাঁরা।

এমন পরিস্থিতিতে অফিসের বাইরেই অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন আন্দোলনরত নার্স ও চিকিৎসকেরা। প্রিন্সিপালকে অফিসে ঢুকতে দেননি তাঁরা। বুধবারের ঘটনার পর কেন এখনও এফআইআর করেনি হাসপাতাল কর্তৃপক্ষ? সেই দাবি তুলে সোচ্চার হন তাঁরা।