কিং কোবরার দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট পর্যন্ত হতে পারে৷(Representative Photo)

Snake Story: কোবরার মতো ভয়ঙ্কর সাপকেও গিলে খায়! কোন প্রাণী জানেন? বেশিরভাগজনই কিন্তু ভুল উত্তর দেন

সাপ নাকি সাপের মাংস খায়! হ্যাঁ সত্যি এই কথা৷ বেশ কিছু সাপের প্রজাতি অন্য আর এক এক সাপকেই মেরে যায়৷ এই ধরনের প্রকৃতির প্রধান কারণ কী? সেই খাদ্যশৃঙ্খল৷

তবে সাপেরা যে অন্য প্রজাতির সাপকে নিজের উদরতুষ্টির জন্য মারে, ব্যাপারটা মোটেও তা নয়৷ তাহলে? কারণ প্রতিযোগীতা কমানো৷

আরও পড়ুন: সর্বনাশ! সকালে এই খাবারগুলো খাচ্ছেন না তো? ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারেন, জেনে নিন খাবারগুলোর নাম

মূলত খাদ্যের যোগান বৃদ্ধি করতে, শিকার যেন অন্য কোনও সাপ নিয়ে যেতে না পারে, তার জন্যই মূলত চলে সাপের জগতে এই খুন-খারাপি৷ এও তো এক খাদ্যশৃঙ্খলেরই উদাহরণ৷

যদিও সমস্ত প্রজাতির সাপ যে অন্য সাপেকে মেরে ফেলে বা মারতে পারে এমনটা নয়৷ তবে এই জাতীয় সাপের প্রজাতিদের মধ্যে অন্যতম কিং কোবরা কিন্তু অন্যতম৷

আরও পড়ুন:  বৃষ্টি হলেই ঝরে পড়ে মুক্তো, ভারতেই অবস্থিত বিস্ময়কর এই পাহাড়টির নাম জানেন? নিরানব্বই শতাংশ মানুষই বলতে পারে না৷

এই প্রজাতির যে দুই সাপকে সাধারণত মারতে পছন্দ করে তাদের মধ্যে ক্রেট বা কোবরার মতো বিষধর প্রজাতির সাপেরাও রয়েছে৷ এই ধরনের সাপ ভারতে সবচেয়ে বেশি দেখা যায়৷ এছাড়া চিনের দক্ষিপ্রান্ত, দক্ষিণ এশিয়ার বেশ কিছু অঞ্চলে এই কিং কোবরার দেখা মেলে৷

এই সাপের দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট পর্যন্ত হতে পারে৷ মারাত্মক বিষের জন্য ও বিশালাকারের জন্য সাপ মহলে তার বেশ ভালই সুখ্যাতি রয়েছে৷

তবে কেবল কিংকোবরা নয়৷ আরও এক সাপ কিন্তু এই প্রজাতির মধ্যে পড়ে৷ তার নাম ইস্টার্ন কিংস স্নেক৷ এই প্রজাতিটি এতটাই বিপদ্দজন যে র‍্যাটেল স্নেকের বিষেও এর কিছু হয় না৷ এর শিকারের পদ্ধতিটি ঠিক কী? এ নিজের শিকারকে চারপাশ থেকে ঘিরে ধরে৷ শিকার ধীরে ধীরে দমবন্ধ হয়ে মারা যায়৷

এই দলে আরও একজন রয়েছে, নাম রক পাইথন৷ দৈর্ঘ্যে এই সাপ প্রায় ২০ ফুটেরও বেশি৷ কখনও শিকার করতে না পারলে, ক্ষুধার তাড়নায়, এই সাপ তার দৈর্ঘ্যের তুলনায় কম আকারের সাপকে খেয়ে ফেলে৷ মূলত বিশালাকার আয়তনের কারণেই এই সাপ বাকি সবাইকে পরাজিত করতে পারে৷

তাহলে ভেবে দেখুন শুধু আমাদের মধ্যে নাকি সাপেদের রাজ্যেও কী সাংঘাতিক প্রতিযোগীতা! একটু এদিক ওদিক ওলেই বিষধরদেরও পার পাবার জো নেই৷