বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের ডাকা বৈঠক স্থগিত করা হল। রাজ্যে আরজি কর কাণ্ডের পরে টানা ৩২ দিন ধরে চলছে জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি।

RG Kar incident: ‘ধর্মযুদ্ধ জিততে হবে, শুধু তুমি ফিরে আসবে বলে…’, লিখলেন নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু

কলকাতা: কলার টিউনে আজও  বাজে প্রিয় মানুষটির পছন্দের গান ‘আমাদের গল্পগুলো স্বল্প সময় ঘর পাতালো…!’ একসঙ্গে দেখা স্বপ্নগুলি পথ হারিয়েছে আজ। প্রিয় মানুষটির জন্য রাজপথে যখন হাতে হাত রেখে পা মেলে, জনজোয়ার বয়, তখন সেই জনস্রোতে মিশে থাকে আরজি করের নিহত মহিলা চিকিৎসকের প্রিয় মানুষটিও। স্বজন হারানোর ব্যথা বুকে নিয়ে ভিড়ের মাঝে পা মেলান তিনিও!

এই শহরের বুকেই অনেক স্বপ্ন দেখেছিলেন তাঁরা৷ একমাস আগে নৃশংসতা, লালসার বলি হয়েছে সেই সব স্বপ্ন৷ অমানুষিক যন্ত্রণা পেয়ে চলে গিয়েছেন সবথেকে কাছের মানুষটি৷ প্রিয় মানুষের এই অকল্পনীয় পরিণতির যন্ত্রণা, একসঙ্গে দেখা সমস্ত অপূর্ণ স্বপ্নের ভার বুকে নিয়েই একমাস কাটিয়ে দিয়েছেন আরজি করের নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু৷ তবে এখনও মনের গভীরে কোথাও তিনি বিশ্বাস করেন, তাঁর তিলোত্তমা বেঁচে আছেন৷ আবারও ফিরবেন তাঁর কাছে৷

আরও পড়ুন: হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার পরও ভয়ঙ্কর কাজে মেতেছিলেন সন্দীপ! CBI-এর হাতে শিউরে ওঠা তথ্য

ন্যায়বিচারের লড়াই, সবথেকে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা, শহর জুড়ে প্রতিবাদের ঝড়- এ সব কিছুই নিয়েই কবিতা লিখলেন নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু৷

নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধুর লেখা কবিতা৷ 

কবিতার লাইনেই নির্যাতিতার বিশেষ বন্ধু শপথ নিয়েছেন, ‘ধর্মযুদ্ধ  জিততেই হবে৷’ ফুটে উঠেছে তাঁর মনের বিশ্বাস, একদিন তাঁর প্রিয় বন্ধু ঠিক ফিরে আসবেন৷ তিনি লিখেছেন, ‘ধর্মযুদ্ধ জিততে হবে, তিলোত্তমা, শুধু তুমি ফিরে আসবে বলে…’

আরজি কর কাণ্ডের পর একমাসের বেশি কেটে গেলেও এখনও রহস্যের জাল কাটেনি৷ লড়াই যে দীর্ঘ হবে তা ধরে নিয়েই আরজি কর কাণ্ডের নির্যাতনের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নাগরিক সমাজ৷ নিজের লেখা কবিতায় নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধুও বুঝিয়ে দিলেন, এই লড়াইকে ধর্মযুদ্ধ হিসেবেই দেখছেন তিনি৷ এই ল়ড়াইয়ের শেষ না দেখে তিনিও ছাড়বেন না৷