বিশিষ্ট লোকশিল্পী জীবন কিশোর চ্যাটার্জি।

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে তৈরি গান! বিচার চেয়ে দিন গুনছেন জনপ্রিয় লোকশিল্পী

দুর্গাপুর: এক মাসের বেশি সময় অতিক্রান্ত। আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিচারের দাবিতে এখনও চলছে প্রতিবাদ। সমাজের সর্ব স্তরের মানুষ প্রতিবাদে পথে নামছেন। কবি, সাহিত্যিক, অভিনেতা, গায়ক সবাই নিজের নিজের মতো করে প্রতিবাদ করছেন। এমন সময় আরজি কর কাণ্ডে প্রতিবাদী গান বাঁধলেন বিশিষ্ট লোকশিল্পী জীবন কিশোর চট্টোপাধ্যায়। যা ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল।

দুর্গাপুর ইস্পাতনগরীর বি-জোন টাউনশিপের বাসিন্দা জীবন কিশোর। যিনি লোকশিল্পী হিসাবে সুপরিচিত। তিনি শিল্পী হওয়ার পাশাপাশি লোকগানের শিক্ষক। ইংরেজি শিক্ষকও তিনি। সেই শিল্পী আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটি গান লিখেছেন। শিল্পী বলছেন, তাদের গানের ভাষাতেই রাগ, ক্ষোভ, প্রতিবাদ, ভালবাসা সবকিছুই থাকে। তাই আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান বেঁধেছেন তিনি।

জীবন কিশোর বাবু বলছেন, চিকিৎসক তরুণীর উপর নির্মম অত্যাচার এবং খুনের ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত। এই ঘটনার সমাজের অবক্ষয়। তাই তরুণী চিকিৎসককে উদ্দেশ্য করে তিনি আরজি কর কাণ্ডে প্রতিবাদী গান লিখেছেন। গানের ভাষায় অরাজনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেই গানে গলা মিলিয়েছেন জীবন কিশোর বাবুর মেয়ে-সহ তাঁর ছাত্র-ছাত্রীরা। লোকশিল্পীর এই প্রতিবাদী গান ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, তরুণী চিকিৎসককে সঠিক বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা লাগাতার প্রতিবাদ করছেন। রাজনৈতিক-অরাজনৈতিক ভাবে প্রতিদিনই নানারকম কর্মসূচি নেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে তেমন ভাবেই দুর্গাপুরের এই বিশিষ্ট লোকশিল্পী প্রতিবাদী হয়েছেন নিজের তৈরি গানের মাধ্যমে। তিনিও চান, নির্যাতিতা খুব দ্রুত সঠিক বিচার পান।

নয়ন ঘোষ