kolkata high court

RG Kar Issue: আরজি কর কাণ্ডে বিচারের দাবি, এবার ধরনায় মৃত আনিস খানের বাবা, অনুমতি দিল হাইকোর্ট

কলকাতা: সন্তানহারা পরিবারে পাশে আরেক সন্তানহারা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধরনায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিহত আনিস খানের বাবা সালেম খান। শ্যামবাজারে ধরনা অবস্থানে বসার অনুমতি চেয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে হাজির হন আনিসের বাবা। তাঁর সেই আবেদনে সাড়া মেলে। শুক্রবার আদালত ধরনার অনুমতি দিল।

আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ধরনার অনুমতি দিল আদালত। তবে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি। দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত ধরনা চালাতে পারবেন। ১২ ফুট বাই ১৫ ফুট স্টেজ বানানোর অনুমতি দিয়েছে আদালত। ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন সালেম খান। মানতে হবে শব্দবিধি।

হুগলির ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। আনিসের পরিবার অভিযোগ করেছিল, খুন করা হয়েছে তাদের ছেলেকে। যদিও রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর চার্জশিটে জানানো হয়, হত্যা নয়, পুলিশের অভিযানের পর ছাদ থেকে পড়ে মৃত্যু হয় হাওড়ার আমতার ছাত্রনেতার।