কংগ্রেসে যোগ দিলেন দুই কুস্তিগীর ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া৷

Vinesh Phogat joins Congress: রেলের চাকরি ছেড়ে কংগ্রেসে ভিনেশ, বজরং! হরিয়ানা ভোটের আগে বড় চমক

নয়াদিল্লি: জল্পনা ছিলই, শেষ পর্যন্ত রেলের চাকরিতে ইস্তফা দিয়ে কংগ্রেসেই যোগ দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া৷ আজ বিকেলেই আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগদান করার কথা ছিল তাঁদের৷ আগামী মাসে হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে ভিনেশ এবং বজরংকে দলে টেনে বড় চমক দিল কংগ্রেস৷

গত বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে বৈঠক হয় ভিনেশ এবং বজরংয়ের৷ তার পর থেকেই দুই কুস্তিগীরের হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ এ দিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতেই আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন ভিনেশ এবং বজরং৷

অলিম্পিক্সে পদক বিতর্কের পর কংগ্রেসে যোগ দিয়ে ভিনেশ বলেন, কংগ্রেস দলকে আমি ধন্যবাদ জানাই৷ কথায় বলে খারাপ সময়ে বোঝা যায় কে আপন, কে পর৷ আমাদের জন্য রাস্তায় টানা হ্যাঁচ়ড়া করা হয়েছিল, বিজেপি বাদে সব দল আমাদের পাশে ছিল৷ আমি গর্বিত যে আমি এমন একটি দলে যোগ দিয়েছি যারা মহিলাদের পাশে থাকে এবং যারা সড়ক থেকে সংসদ পর্যন্ত লড়াইয়ে তৈরি৷

আরও পড়ুুন: আরজি করে কি সত্যিই গণধর্ষণ, নাকি কুকীর্তি একা সঞ্জয়ের? জবাব মিলল ডিএনএ রিপোর্টে

ইতিমধ্যেই কংগ্রেসের শীর্ষ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভিনেশ ফোগটকে প্রস্তাব দিয়েছে কংগ্রেস৷ আর কংগ্রেস যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে সরকারে একটি পদ দেওয়া হবে বজরং পুনিয়াকে৷ প্রসঙ্গত, বিজেপি সাংসদ এবং কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদেও সামনের সারিতে ছিলেন বজরং এবং ভিনেশ৷

আগামী ৫ এবং ৮ অক্টোবর দু দফায় হরিয়ানায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে৷ ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভার জন্য ইতিমধ্যেই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ৬৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বলে খবর৷ খুব শিগগিরই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে কংগ্রেস৷