অর্থাৎ মিটিংয়য়ের কার্যবিবরণী বা মিনিটসে দুপক্ষের সই থাকবে বলে জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারেরা তাঁরা কার্য বিবরণী লেখার লোক নিয়ে যাচ্ছেন। সকলে সই করার পর সেটা তাঁদের হাতে তুলে দিতে হবে।

RG Kar Protest: মুখ্যমন্ত্রী চিঠিতে বলেছিলেন শেষ চেষ্টা, সাড়া দিলেন আন্দোলনরত ডাক্তাররা, যাচ্ছেন কালীঘাটের বৈঠকে

মুখ্যমন্ত্রী সোমবার সকালে ফের একবার ডেকেছিলেন সোমবার সকালে, বিকেল ৪ টা নাগাদ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিলেন তাঁরা বৈঠকে যাচ্ছেন৷ মিটিংয়ে যাবে চিকিৎসকদের প্রতিনিধিদল৷ আরজিকর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এই খবর জানিয়ে দেওয়া হয়৷
মুখ্যমন্ত্রী সোমবার সকালে ফের একবার ডেকেছিলেন সোমবার সকালে, বিকেল ৪ টা নাগাদ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিলেন তাঁরা বৈঠকে যাচ্ছেন৷ মিটিংয়ে যাবে চিকিৎসকদের প্রতিনিধিদল৷ আরজিকর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এই খবর জানিয়ে দেওয়া হয়৷
প্রথমে চিকি‍‍‍‍ৎসকরা বলেন, দু পক্ষের ভিডিওগ্রাফি হবে, তা না হলে বৈঠক শেষে ভিডিও রেকর্ডিংয়ের কপি দিতে হবে আর তা না হলে মিটিং শেষে মিনিটস অফ মিটিং যা দু পক্ষই লিপিবদ্ধ করবে তা তুলে দিতে হবে৷ বৈঠকের আগেই তৃতীয় শর্তে রাজি বলে জানিয়েছেন রাজ্য৷ 
প্রথমে চিকি‍‍‍‍ৎসকরা বলেন, দু পক্ষের ভিডিওগ্রাফি হবে, তা না হলে বৈঠক শেষে ভিডিও রেকর্ডিংয়ের কপি দিতে হবে আর তা না হলে মিটিং শেষে মিনিটস অফ মিটিং যা দু পক্ষই লিপিবদ্ধ করবে তা তুলে দিতে হবে৷ বৈঠকের আগেই তৃতীয় শর্তে রাজি বলে জানিয়েছেন রাজ্য৷
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি তার আগে জট কাটাতে মরিয়া রাজ্য সরকার৷ তাই দুটি বৈঠক ভেস্তে যাওয়ার পরেও ফের সোমবার মুখ্যমন্ত্রী ছাত্রদের বৈঠকে ডাকেন৷ তাঁর চিঠিতে এদিন লেখা ছিল এটাই তাঁর শেষ চেষ্টা৷
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি তার আগে জট কাটাতে মরিয়া রাজ্য সরকার৷ তাই দুটি বৈঠক ভেস্তে যাওয়ার পরেও ফের সোমবার মুখ্যমন্ত্রী ছাত্রদের বৈঠকে ডাকেন৷ তাঁর চিঠিতে এদিন লেখা ছিল এটাই তাঁর শেষ চেষ্টা৷
Chief Minister Urges For Meeting: জুনিয়র চিকিৎসকদের ফের চিঠি। মুখ্য সচিব চিঠি দিলেন জুনিয়ার চিকিৎসকদের৷
Chief Minister Urges For Meeting: জুনিয়র চিকিৎসকদের ফের চিঠি। মুখ্য সচিব চিঠি দিলেন জুনিয়ার চিকিৎসকদের৷
ফের কালীঘাটের বাড়িতেই ফের বৈঠকের আহ্বান৷   আজ বিকেল পাঁচটার সময় জুনিয়র চিকিৎসকদের আসতে বলা হল কালীঘাটে৷
ফের কালীঘাটের বাড়িতেই ফের বৈঠকের আহ্বান৷   আজ বিকেল পাঁচটার সময় জুনিয়র চিকিৎসকদের আসতে বলা হল কালীঘাটে৷
বৈঠকের মিনিটস রেকর্ড করতে রাজি রাজ্য। মুখ্য সচিব চিঠি দিয়ে বললেন জুনিয়র চিকিৎসকদের।
বৈঠকের মিনিটস রেকর্ড করতে রাজি রাজ্য। মুখ্য সচিব চিঠি দিয়ে বললেন জুনিয়র চিকিৎসকদের।
এদিকে এর আগে পাঁচ দফা দাবি নিয়ে দুবার বৈঠক ভেস্তে গেছে৷ একবার নবান্নে, পরের শনিবার দিন কালীঘাটের বৈঠকও ভেস্তে৷
এদিকে এর আগে পাঁচ দফা দাবি নিয়ে দুবার বৈঠক ভেস্তে গেছে৷ একবার নবান্নে, পরের শনিবার দিন কালীঘাটের বৈঠকও ভেস্তে৷
এই দুইদিন আন্দোলনরত চিকিৎসকরা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় থাকায় ভেস্তে যায় মুখ্যমন্ত্রী ও আন্দোলনরত চিকিৎসকরা৷
এই দুইদিন আন্দোলনরত চিকিৎসকরা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় থাকায় ভেস্তে যায় মুখ্যমন্ত্রী ও আন্দোলনরত চিকিৎসকরা৷
এদিনের মুখ্যসচিবের চিঠিতেও লাইভ স্ট্রিমিংয়ের কোনও উল্লেখ নেই৷ বরং রাজ্য সরকারের পক্ষ থেকে মিনিটস অফ মিটিং দেওয়ার কথাই চিঠিতে উল্লেখ করা হয়েছে৷
এদিনের মুখ্যসচিবের চিঠিতেও লাইভ স্ট্রিমিংয়ের কোনও উল্লেখ নেই৷ বরং রাজ্য সরকারের পক্ষ থেকে মিনিটস অফ মিটিং দেওয়ার কথাই চিঠিতে উল্লেখ করা হয়েছে৷