Richa Ghosh: বাজপাখিও ফেল! ডব্লুউপিএলে রিচা ঘোষের অবিশ্বাস্য ক্যাচ, জয় আরসিবির

বেঙ্গালুরু: উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪-এ ফের এক অবিশ্বাস্য ক্যাচ ধরলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রিচা ঘোষ। বাংলার মেয়ের ক্যাচ দেখে হতবাক সকলেই। আরসিবি বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচে উইকেটের পিছনে একপ্রকার বাজপাখির মত উড়ে গিয়ে ক্যাচ ধরেন শিলিগুড়ির মেয়ে। যেই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

দ্বিতীয় ইনিংসে রানা তাড়া করছিল ইউপি ওয়ারিয়র্স। সেই সময় ক্রিজে ছিলেন ইউপি দলের অন্যতম সেরা ব্যাটার গ্রেস হ্যারিস। একার হাতে গত ম্যাচে ইউপিকে জিতিয়েছিলেন তিনি। অষ্টম ওভারে সোফি ডিভাইনের বল স্কুপ করনে গ্রেস হ্যারিস। সেই স্কুপ শট জাজ করে উইকেটের পিছনে দুরন্ত ড্রাইভ মেরে ক্যাচ তালুবন্দি করেন রিচা।

রিচা ঘোষের ক্যাচ দেখে শুধু বোলার সোফি ডিভাইন বা আরসিবির সতীর্থরাই নয়, ধারাভাষ্যকাররা পর্যন্ত বুঝে উঠতে পারছিলেন না ঠিক কোন ভাষায় প্রশংসা করবেন। উইমেন্স প্রিমিয়ার লিগের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে সেই ক্যাচের ভিডিও শেয়ার করা হয়। যা লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, আইপিএল খেলে ১৫০ কোটিরও বেশি টাকা পেয়ে রেকর্ড করেছে কারা? উত্তর দিতে ব্যর্থ অনেকেই

প্রসঙ্গত,ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রানের বিশাল স্কোর করে আরসিবি। ৫০ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্মৃতি মন্ধনা। এছাড়া এলিস পেরি ৩৭ বলে ৫৮, সবনইনি মেঘনা ২১ বলে ২৮, রিচা ঘোষ ১০ বলে ২১ রান করেন। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেচে ১৭৫ করে ইউপি। অ্যালিসা হেলে ৫৫, দীপ্তি শর্মা ৩৩, পুণম খের ৩১ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ২৩ রানে ম্যাচ জেতে আরসিবি।