Tag Archives: Richa Ghosh

বাংলার মেয়ে কাঁপাল এশিয়া কাপ, টিম ইন্ডিয়ার জন্য আজ মনে রাখার মতো রবিবার

ডাম্বুলা: শ্রীলঙ্কার মাঠে বাংলার মেয়ের জয়জয়কার।

ক্যাপ্টেন হরমনপ্রীত কউর (৬৬ রান) এবং উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের অর্ধশতকের সৌজন্যে রবিবার মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাঁচ উইকেটে ২০১ রানের বিশাল স্কোর করে ভারতীয় মহিলা দল।

এই প্রথম ভারতীয় মহিলা দল টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ২০০-র বেশি রান করল। ভারত এর আগে ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল।

আরও পড়ুন- কী চাইছেন গম্ভীর? হার্দিককে নিয়ে এবার আরও কঠিন পদক্ষেপ টিম ইন্ডিয়ার হেডস্যারের

এদিন ভারত যা করল তা মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে যে কোনও দলের করা সর্বোচ্চ স্কোর। এর আগে মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে সর্বোচ্চ রানের রেকর্ডও ছিল ভারতের নামেই। ২০২২ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করেছিল ভারত।

হরমনপ্রিত এদিন ৪৭ বলের ইনিংসে সাতটি চার এবং একটি ছক্কা মারেন। হরমনপ্রিত টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ১২তম হাফ সেঞ্চুরি করলেন। অধিনায়ক হিসাবে এটি তাঁর ১১তম অর্ধশতক।

রিচা ‘ফিনিশার’-এর ভূমিকা ভালভাবে পালন করেছেন। ২৯ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। ইনিংসের শেষ ওভারে হেনা হোচান্দানিকে পাঁচটি চার মারেন তিনি। টি-টোয়েন্টিতে এটি রিচার প্রথম হাফ সেঞ্চুরি।

আরও পড়ুন- Hardik Pandya: শুধু সংসার নয়, এবার স্বপ্নও ভেঙে চুরমার! কী জানালেন হার্দিক

হরমনপ্রীত দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন এদিন। যার মধ্যে রয়েছে চতুর্থ উইকেটে জেমিমাহ রদ্রিগেসের সঙ্গে ৩৯ বলে ৫৪ রান এবং পঞ্চম উইকেটে রিচার সঙ্গে ৪৫ বলে ৭৫ রানের জুটি।

ওপেনার স্মৃতি মান্ধানা (১৩ রান) একটি ছক্কা ও একটি চার মেরে আউট হন। শেফালি ভার্মা ১৮ বলে ৩৭ রান করেন। সংযুক্ত আরব আমিরশাহী ৭ উইকেটে ১২৩ রান তুলতে পারে। এদিনের জয়ের পর এশিয়া কাপের সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে  গেল ভারত।

Richa Ghosh: বাজপাখিও ফেল! ডব্লুউপিএলে রিচা ঘোষের অবিশ্বাস্য ক্যাচ, জয় আরসিবির

বেঙ্গালুরু: উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪-এ ফের এক অবিশ্বাস্য ক্যাচ ধরলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রিচা ঘোষ। বাংলার মেয়ের ক্যাচ দেখে হতবাক সকলেই। আরসিবি বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচে উইকেটের পিছনে একপ্রকার বাজপাখির মত উড়ে গিয়ে ক্যাচ ধরেন শিলিগুড়ির মেয়ে। যেই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

দ্বিতীয় ইনিংসে রানা তাড়া করছিল ইউপি ওয়ারিয়র্স। সেই সময় ক্রিজে ছিলেন ইউপি দলের অন্যতম সেরা ব্যাটার গ্রেস হ্যারিস। একার হাতে গত ম্যাচে ইউপিকে জিতিয়েছিলেন তিনি। অষ্টম ওভারে সোফি ডিভাইনের বল স্কুপ করনে গ্রেস হ্যারিস। সেই স্কুপ শট জাজ করে উইকেটের পিছনে দুরন্ত ড্রাইভ মেরে ক্যাচ তালুবন্দি করেন রিচা।

রিচা ঘোষের ক্যাচ দেখে শুধু বোলার সোফি ডিভাইন বা আরসিবির সতীর্থরাই নয়, ধারাভাষ্যকাররা পর্যন্ত বুঝে উঠতে পারছিলেন না ঠিক কোন ভাষায় প্রশংসা করবেন। উইমেন্স প্রিমিয়ার লিগের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে সেই ক্যাচের ভিডিও শেয়ার করা হয়। যা লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, আইপিএল খেলে ১৫০ কোটিরও বেশি টাকা পেয়ে রেকর্ড করেছে কারা? উত্তর দিতে ব্যর্থ অনেকেই

প্রসঙ্গত,ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রানের বিশাল স্কোর করে আরসিবি। ৫০ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্মৃতি মন্ধনা। এছাড়া এলিস পেরি ৩৭ বলে ৫৮, সবনইনি মেঘনা ২১ বলে ২৮, রিচা ঘোষ ১০ বলে ২১ রান করেন। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেচে ১৭৫ করে ইউপি। অ্যালিসা হেলে ৫৫, দীপ্তি শর্মা ৩৩, পুণম খের ৩১ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ২৩ রানে ম্যাচ জেতে আরসিবি।

মেয়েদের বিশ্বকাপের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা বাংলার রিচার, গর্বিত শিলিগুড়ি

মুম্বই: সদ্য সমাপ্ত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে স্থান পেলেন ভারতের মধ্যে একমাত্র রিচা ঘোষ। শুধু ভারত নয়, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ উপমহাদেশের এই চারটি দলের মধ্যে সেরা একাদশে স্থান পাওয়া একমাত্র ক্রিকেটার তিনি। ধারাভাষ্যকার ইয়ান বিশপ, মেলানি জোন্স, এবোনি রেইনফোর্ড – ব্রেন্ট, সাংবাদিক ফিরদোস মুন্ডা, আইসিসি মহিলা ক্রিকেটের ম্যানেজার স্নেহাল প্রধান ( যিনি আহবায়ক হিসেবে কাজ করছেন ) বিশ্বকাপে সেরা প্রদর্শনকারীদের নিয়ে এই সেরা একাদশ নির্বাচন করেছেন।

আইসিসির ওয়েবসাইটে সমর্থকরাও ভোট দিয়েছেন। এই বিশ্বকাপে ৫ ম্যাচে ১৩৬ রান করেছেন রিচা। তার ব্যাটিং গড় ছিলো ৬৮। রিচা ঘোষ ভারতীয় দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেললেও, বিশেষজ্ঞদের তৈরি একাদশে তাকে লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার উইকেট-রক্ষক ওপেনিং ব্যাটার এলিসা হিলি উইকেটের পিছনে থাকছেন।

আরও পড়ুন – ইস্টবেঙ্গল বধ অতীত, এবার কলিঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু এটিকে মোহনবাগানের

বিশ্বকাপে গ্রূপ পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিচা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জেমাইমা রড্রিগসের সঙ্গে তার পার্টনারশিপের জেরেই ভারত ম্যাচ জেতে। টুর্নামেন্টের সেরা একাদশের মধ্যে যারা রয়েছেন তারা হলেন – তাজমিন ব্রিটস ( দক্ষিণ আফ্রিকা ) – ৩৭ .২০ ব্যাটিং গড়ে ১৮৬ রান করেছেন, এলিসা হিলি ( উইকেট রক্ষক, অস্ট্রেলিয়া) – ৪৭.২৫ ব্যাটিং গড়ে ১৮৯ রান করেছেন, ৪ টি আউট করেছেন, লরা উওলভার্ডট ( দক্ষিণ আফ্রিকা ) -৪৬ এর ব্যাটিং গড়ে ২৩০ রান করেছেন, ন্যাট স্কিভার ব্রান্ট ( অধিনায়ক, ইংল্যান্ড ) – ৭২ এর ব্যাটিং গড়ে ২১৬ রান করেছেন।

এশলে গার্ডনার (অস্ট্রেলিয়া) – ৩৬.৬৬ ব্যাটিং গড়ে ১১০ রান করেছেন ও ১২.৫০ বোলিং গড়ে ১০ উইকেট নিয়েছেন, রিচা ঘোষ ( ভারত ) – ৬৮ এর ব্যাটিং গড়ে ১৩৬ রান করেছেন। সফি একলেস্টোন ( ইংল্যান্ড ) -৭.৫৪ বোলিং গড়ে ১১ উইকেট নিয়েছেন, করিশমা রামহারাক ( ওয়েস্ট ইন্ডিজ ) – ১০ এর বোলিং গড়ে ৫ উইকেট নিয়েছেন, শাবনিম ইসমাইল ( দক্ষিণ আফ্রিকা ) -১৬.১২ বোলিং গড়ে ৮ উইকেট নিয়েছেন।

ডার্সি ব্রাউন ( অস্ট্রেলিয়া ) – ১৫ এর বোলিং গড়ে ৭ উইকেট নিয়েছেন, মেগান স্কাট ( অস্ট্রেলিয়া ) – ১২.৫০ বোলিং গড়ে ১০ উইকেট নিয়েছেন। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে আয়ারল্যান্ডের ওরলা প্রেনডারগাস্টকে, যিনি ২৭ এর সামান্য বেশি ব্যাটিং গড়ে টুর্নামেন্টে ১০৯ রান করেছেন ও ৩ টি উইকেট নিয়েছেন।

রবিবার কেপটাউনের নিউল্যান্ডসে ফাইনালে ১৯ রানে আয়োজক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পরপর তিনবার ও ষষ্ঠবারের জন্য মহিলা টি-২০ বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া। অজিদের কাছেই সেমিফাইনালে হরমনপ্রীতরা ৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।

Richa Ghosh: মাত্র ২৬ বলে হাফ-সেঞ্চুরি ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত রেকর্ড বাংলার মেয়ে রিচার

কুইন্সটাউন: ব্যাট হাতে ২২ গজ কাঁপালেন বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh) ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৬ বলে হাফ-সেঞ্চুরি করে গড়লেন নতুন রেকর্ড ৷ তবে রিচার রেকর্ড সত্ত্বেও দল জিততে ব্যর্থ ৷ ফলে মিতালি রাজদের বিরুদ্ধে এক দিনের সিরিজে ৪-০-তে এগিয়ে গেল নিউজিল্যান্ড (Richa Ghosh Slams the Fastest Fifty by an Indian Batter in Women’s ODI) ৷

আরও পড়ুন-Savings Account: সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কখন বাড়তে পারে? জানুন বিশদে

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ২০-তে ৷ ব্যাট হাতে বাংলার মেয়ে দাপট দেখালেও ভারতীয় দল জিততে ব্যর্থ ৷ কুইন্সটাউনে এদিন ২৯ বলে ৫২ রান করেন রিচা ৷ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৬ বলেই ৷ মহিলাদের ক্রিকেটে যা রেকর্ড ৷ এর আগে কোনও ভারতীয় মহিলা ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে এই নজির গড়তে পারেননি ৷ যা করে দেখালেন রিচা ৷

আরও পড়ুন-দু’মাসে দ্বিতীয়বার এফডি-তে সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক, জেনে নিন কত!

রিচা রান পেলেও পরে ব্যাট করে ৭.৫ ওভারে ১২৮ রানেই অল-আউট হয়ে যায় ভারত ৷ নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ৩৩ বলে ৬৮ রান করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ৷ নিউজিল্যান্ড সফরে গিয়ে একের পর এক ম্যাচ হেরেই চলেছে মিতালির ভারত ৷