Richest Indian State

Richest State Of India: GSDP ৩১ ট্রিলিয়নেরও বেশি, জানেন ভারতের সবথেকে ধনী রাজ্য কোনটা? পড়ুন

ভারতের অর্থনৈতিক চিত্রটা তার সংস্কৃতির মতোই বৈচিত্র্যময়। কিছু রাজ্য 'গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট' (GSDP) এর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয়। এই রাজ্যগুলি দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তিতে উল্লেখযোগ্য অবদান রাখে। বলুন তো, ভারতের কোন রাজ্য সবথেকে ধনী?
ভারতের অর্থনৈতিক চিত্রটা তার সংস্কৃতির মতোই বৈচিত্র্যময়। কিছু রাজ্য ‘গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট’ (GSDP) এর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয়। এই রাজ্যগুলি দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তিতে উল্লেখযোগ্য অবদান রাখে। বলুন তো, ভারতের কোন রাজ্য সবথেকে ধনী?
মহারাষ্ট্র ভারতের 'ফিন্যানশিয়াল' রাজধানী। মহারাষ্ট্র-ই ভারতের সবচেয়ে ধনী রাজ্য। মহারাষ্ট্রের 'গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট' (GSDP) ৩১ ট্রিলিয়নেরও বেশি। মুম্বই দেশের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র, এই শহরেই রয়েছে একাধিক প্রথমসারির ব্যাঙ্ক, বহুজাতিক কর্পোরেশন এবং স্টক এক্সচেঞ্জ।
মহারাষ্ট্র ভারতের ‘ফিন্যানশিয়াল’ রাজধানী। মহারাষ্ট্র-ই ভারতের সবচেয়ে ধনী রাজ্য। মহারাষ্ট্রের ‘গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট’ (GSDP) ৩১ ট্রিলিয়নেরও বেশি। মুম্বই দেশের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র, এই শহরেই রয়েছে একাধিক প্রথমসারির ব্যাঙ্ক, বহুজাতিক কর্পোরেশন এবং স্টক এক্সচেঞ্জ।
মহারাষ্ট্রের পর ভারতের দ্বিতীয় ধনী রাজ্য হল তামিলনাড়ু। এই রাজ্যের 'গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট' (GSDP) ২০ ট্রিলিয়ন। তামিলনাড়ুর টেক্সটাইল ব্যবসা গোটা দেশ এমনকি বিদেশেও খ্যাত। এই রাজ্যের অটোমোটিভ কারখানাও দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে।
মহারাষ্ট্রের পর ভারতের দ্বিতীয় ধনী রাজ্য হল তামিলনাড়ু। এই রাজ্যের ‘গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট’ (GSDP) ২০ ট্রিলিয়ন। তামিলনাড়ুর টেক্সটাইল ব্যবসা গোটা দেশ এমনকি বিদেশেও খ্যাত। এই রাজ্যের অটোমোটিভ কারখানাও দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে।
তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। এই রাজ্যের 'গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট' (GSDP) ২০ ট্রিলিয়ন। গুজরাতের উপকূল আন্তর্জাতিক বাণিয্যের লাভপুর্ণ দুয়ার খুলে দিয়েছে। রয়েছে বিপুল লাভজনক পেট্রোকেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল সেক্টর।
তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। এই রাজ্যের ‘গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট’ (GSDP) ২০ ট্রিলিয়ন। গুজরাতের উপকূল আন্তর্জাতিক বাণিয্যের লাভপুর্ণ দুয়ার খুলে দিয়েছে। রয়েছে বিপুল লাভজনক পেট্রোকেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল সেক্টর।
চতুর্থ স্থানে রয়েছে উত্তর প্রদেশ। এই রাজ্যকে বলা হয় দেশের 'ব্রেড বাসকেট'।  'গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট' (GSDP) ১৯.৭ ট্রিলিয়ন। উত্তর প্রদেশ দেশের বৃহত্তম খাদ্যশস্য প্রস্তুতকারক। রাজ্যের বিস্তীর্ণ গঙ্গা উপকূলে গম, চাল, আখ, আলু চাষের জন্য আদর্শ। পাশাপাশি রাজ্যের আইটি সেক্টর ও পর্যটন ব্যবসা-ও হুড়মুড়িয়ে বাড়ছে।
চতুর্থ স্থানে রয়েছে উত্তর প্রদেশ। এই রাজ্যকে বলা হয় দেশের ‘ব্রেড বাসকেট’। ‘গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট’ (GSDP) ১৯.৭ ট্রিলিয়ন। উত্তর প্রদেশ দেশের বৃহত্তম খাদ্যশস্য প্রস্তুতকারক। রাজ্যের বিস্তীর্ণ গঙ্গা উপকূলে গম, চাল, আখ, আলু চাষের জন্য আদর্শ। পাশাপাশি রাজ্যের আইটি সেক্টর ও পর্যটন ব্যবসা-ও হুড়মুড়িয়ে বাড়ছে।
পঞ্চম স্থানে রয়েছে কর্ণাটক। এই রাজ্যের 'গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট' (GSDP) ১৯.৬ ট্রিলিয়ন। বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। এই শহরের আইটি হাব গোটা বিশ্বে জনপ্রিয়।
পঞ্চম স্থানে রয়েছে কর্ণাটক। এই রাজ্যের ‘গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট’ (GSDP) ১৯.৬ ট্রিলিয়ন। বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। এই শহরের আইটি হাব গোটা বিশ্বে জনপ্রিয়।