Rinku Singh: সুযোগ পাননি টি-২০ বিশ্বকাপের দলে, এখন কী অবস্থা রিঙ্কু সিং ও তাঁর পরিবারের, জানলে চোখে জল আসবে

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর একদিকে যেমন স্বপ্নপূরণের আনন্দ সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহল ও তাদের পরিবারের। ঠিক তেমনই হতাশার পরিবেশ কেকোরের তারকা রিঙ্কু সিংয়ের পরিবারে।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর একদিকে যেমন স্বপ্নপূরণের আনন্দ সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহল ও তাদের পরিবারের। ঠিক তেমনই হতাশার পরিবেশ কেকোরের তারকা রিঙ্কু সিংয়ের পরিবারে।
বিগত ২ বছরেপ আইপিএলে কেকেআরের হয়ে অনবদ্য পারফরম্যান্স, জাতীয় দলে সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করেছেন রিঙ্কু। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পারেন একপ্রকার ধরেই নিয়েছিলেন। কিন্তু দল ঘোষণার পর কিছুটা হলেও ভঙে পড়েছেন রিঙ্কু।
বিগত ২ বছরেপ আইপিএলে কেকেআরের হয়ে অনবদ্য পারফরম্যান্স, জাতীয় দলে সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করেছেন রিঙ্কু। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পারেন একপ্রকার ধরেই নিয়েছিলেন। কিন্তু দল ঘোষণার পর কিছুটা হলেও ভঙে পড়েছেন রিঙ্কু।
উত্তর প্রদেশে রিঙ্কু সিংয়ের পরিবার দল ঘোষণার আগে মিষ্টি ও আতসবাজি কিনে রেখেছিল। উৎসবের আবহ ছিল গোটা পরিবারে। কিন্তু বিসিসিআইয়ের দল ঘোষণার পর কিনে রাখা মিষ্টি খাওয়ার ইচ্ছে পর্যন্ত নেই পরিবারের সদস্যদের।
উত্তর প্রদেশে রিঙ্কু সিংয়ের পরিবার দল ঘোষণার আগে মিষ্টি ও আতসবাজি কিনে রেখেছিল। উৎসবের আবহ ছিল গোটা পরিবারে। কিন্তু বিসিসিআইয়ের দল ঘোষণার পর কিনে রাখা মিষ্টি খাওয়ার ইচ্ছে পর্যন্ত নেই পরিবারের সদস্যদের।
রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ্র জানিয়েছেন, দল ঘোষণার পর মাকে প্রথম ফোন করেছিল ছেলে। তার আর টি-২০ বিশ্বকাপে খেলার কোনও সম্ভাবনা নেই, ১৫ জনের দলেও তার নাম নেই বলে জানায়। তবে দলের সঙ্গে আমেরিকা যেতে হতে পারে বলে জানিয়েছেন রিঙ্কু।
রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ্র জানিয়েছেন, দল ঘোষণার পর মাকে প্রথম ফোন করেছিল ছেলে। তার আর টি-২০ বিশ্বকাপে খেলার কোনও সম্ভাবনা নেই, ১৫ জনের দলেও তার নাম নেই বলে জানায়। তবে দলের সঙ্গে আমেরিকা যেতে হতে পারে বলে জানিয়েছেন রিঙ্কু।
রিঙ্কু সিংয়ের বাবা আরও জানিয়েছেন,"আমরা মিষ্টি, বাজি কিনে রেখেছিলাম উৎসব করব বলে। আমাদের সবার মন ভেঙে গিয়েছে। কেনা মিষ্টি খাওয়ার লোক নেই।" তবে রিঙ্কু ঘুড়ে দাঁড়াবে সেই বিষয়ে আশাবাদী পরিবার।
রিঙ্কু সিংয়ের বাবা আরও জানিয়েছেন,”আমরা মিষ্টি, বাজি কিনে রেখেছিলাম উৎসব করব বলে। আমাদের সবার মন ভেঙে গিয়েছে। কেনা মিষ্টি খাওয়ার লোক নেই।” তবে রিঙ্কু ঘুড়ে দাঁড়াবে সেই বিষয়ে আশাবাদী পরিবার।