IND vs NZ: এটা কী করলেন রাহানে ! ভুল বোঝাবুঝিতে পন্থের রান আউটের পর প্রশ্ন নেটিজেনদের

#ওয়েলিংটন: শনিবার টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় সমর্থকরা আশা করেছিলেন, হয়তো বেশি সময় ক্রিজে টিকে যাবেন অজিঙ্কা রাহানে ৷ কিন্তু সেটা আর হল কই ৷ উইকেটে সবে যখন কিছুটা থিতু হতে শুরু করেছিলেন রাহানে এবং পন্থ ৷ ঠিক তখনই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ঋষভ পন্থ (১৯) ৷ রাহানের টেস্ট কেরিয়ারে যা প্রথম ৷ এমন কুৎসিত রান আউটের সঙ্গে আগে কখনও জড়াননি তিনি ৷

পন্থ আউট হওয়ার পর খুব বেশিক্ষণ আর উইকেটে টেকেননি রাহানেও ৷ ৪৬ রান করে সাউদির শিকার হন তিনি ৷ এমন রান আউট দেখে প্রচণ্ডই হতাশ ভারতীয় সমর্থকরা ৷ রাহানেকে নিয়ে অসংখ্য ট্যুইটে এখন ভরে গিয়েছে ট্যুইটার ৷ প্রত্যেকের একটাই বক্তব্য, দলের ব্যাটিংয়ের যখন খুব একটা ভাল হাল নয় ৷ তখন উইকেটে সেট হয়ে যাওয়ার পরেও এমন স্যুইসাইড কেন ?

ভারতীয় দলের এই ব্যাটিং বিপর্যয় নিয়ে শুক্রবার প্রথম দিনের শেষেই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল বলেছিলেন, ‘‘পরিস্থিতি ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন হয়ে উঠেছিল কারণ বেশ ভাল গতিতেই হাওয়া বইছিল। ব্যাটসম্যানদের জন্য যা সোজা নয়। বিশেষ করে প্রথম দিন এমন একটা পিচে। ব্যাটসম্যান হিসেবে কখনই এমন পিচে মনে হবে না থিতু হতে পেরেছি। জেমিসন ঠিক জায়গায় বলটা রাখছিল। ভাল বাউন্সও পাচ্ছিল। নতুন বল দারুণ ভাবে ব্যবহার করেছে। তা ছাড়া উইকেট থেকেও ও সাহায্য পাচ্ছিল।’’