ধোনিকে ছাপিয়ে নয়া মাইলস্টোন পন্থের, আবেগ ঝড়ল রায়নার ট্যুইটে

#ব্রিসবেন: মঙ্গলবার গাবায় ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের অন্যতম কারিগর ঋষভ পন্থ৷ ১৩৮ বলে ৮৯ রানের স্বপ্নের ইনিংস খেলে দলকে জেতান তিনি৷ পাশাপাশি টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান এক অনন্য রেকর্ডে নিজের নাম লেখান৷

এমএস ধোনি, ফারুক ইঞ্জিনিয়ার, ঋদ্ধিমান সাহা, নয়ন মোঙ্গিয়াদের পিছনে ফেলে দ্রুততম উইকেটকিপার হিসাবে ১০০০ টেস্ট রান পূর্ণ করেন৷ এদিন দ্বিতীয় ইনিংসে এক রান করার সঙ্গেই ব্যাট হাতে নয়া মাইলস্টোন লিখে ফেলেন রুরকির ২৩ বছরের যুবক৷

উইকেটকিপারদের মধ্যে দ্রুততম ১০ হাজার টেস্ট রান করেছেন যাঁরা:

১) ঋষভ পন্থ (২৭)
২) এমএম ধোনি (৩২)
৩) ফারুক ইঞ্জিনিয়ার (৩৬)
৪) ঋদ্ধিমান সাহা (৩৭)
৫) নয়ন মোঙ্গিয়া (৩৯)

ধোনির অবসরের পর, পন্থকে টিম ম্যানেজমেন্ট দলের এক নম্বর উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে সমর্থন করেছে তিন ফর্ম্যাটেই৷ কিন্তু পন্থ সেই মর্যাদা রাখতে বারবার ব্যর্থ হয়েছেন৷

উইকেটের পিছনে তাঁর কাজ বারবার সমালোচিত হয়েছে৷ কিন্তু পন্থ এই ইনিংস খেলে কিছুটা হলেও সমালোচকদের মুখ বন্ধ করতে পেরেছেন৷ ১৯৮৮ থেকে গাবায় অপ্রতিরোধ্য থাকার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার৷ কিন্তু অজিদের ৩৩ বছরের রেকর্ডও ভেঙে গেল পন্থের ব্যাটে৷ পন্থের ভূয়সী প্রশংসা করে তাঁকে নিজের ভাই বলে আখ্যা দিয়েছেন সুরেশ রায়না৷